প্রাক - প্রাথমিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা কর।

by - September 30, 2022

প্রাক - প্রাথমিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা কর। 

প্রাক - প্রাথমিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ ? 

শিক্ষার্থীর জীবনে প্রাক - প্রাথমিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ ? 




প্রাক - প্রাথমিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা :- 

প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুর জীবনে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ। প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী স্তর প্রাক - প্রাথমিক স্তর নামে পরিচিত। প্রাক - প্রাথমিক শিক্ষাস্তরে শিশুর স্বাভাবিক প্রক্ষোভিক , মানসিক , সামাজিক , কৃষ্টিমূলক দক্ষতাগুলির বিকাশ ঘটানো হয়। প্রাক - প্রাথমিক শিক্ষার মাধ্যমেই একজন শিশু সামাজিকীকরণের প্রথম পাঠ লাভ করে এবং তাদের সূক্ষ্ম ও কোমল অনুভূতিগুলির বিকাশ ঘটে। শিশুর শৈশব ও পরবর্তী জীবনের জন্য প্রাক - প্রাথমিক শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 


১. শিক্ষা - দর্শনিকগণের অভিমত :- 
প্লেটো ও মন্তেসরি উভয়ই শিশুর প্রাক - প্রাথমিক শিক্ষার অপরিহার্যতার কথা উল্লেখ করেছেন। তাঁদের মতে , প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত রচনা করে। ভারতীয় শিক্ষাচিন্তাবিদদের মধ্যে মহাত্মা গান্ধী , স্বামী বিবেকানন্দ , রবীন্দ্রনাথ ঠাকুর , মৌলানা আজাদ - সকলেই প্রাক - প্রাথমিক শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করেছেন। 

২. মা - বাবার বিকল্প ভূমিকা গ্রহণের ক্ষেত্রে :- 
বর্তমান যুগে প্রায় বেশিরভাগ মাতা - পিতা চাকুরি বা অন্যান্য কোনো প্রতিষ্ঠান , ব্যবসা বা অর্থনৈতিক ক্ষেত্রে কর্মরত। এই অবস্থায় শিশুর জীবনের প্রথম পাঁচ বছরের জন্য প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি মা - বাবার অভাবজনিত ঘাটতি পূরণ করে। 

৩. মাতা - পিতার নিরক্ষরতাজনিত অভাবপূরণ :- 
বহুক্ষেত্রে শিশুর মাতা - পিতা নিরক্ষর থাকলে বা শিশুকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয় বিচার - বুদ্ধি না থাকলে তাঁরা যথার্থভাবে শিশুদের শিক্ষা প্রদান করতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি সেই অভাব দূর করে শিশুকে যথার্থ শিক্ষার পথে এগিয়ে নিয়ে চলে। 

৪. সামাজিকীকরণের ক্ষেত্রে :- 
শিশুর প্রথম পাঁচ বছরের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বয়সের মধ্যে বিভিন্ন মানসিক ও শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে শিশু প্রাক - প্রাথমিক শিক্ষালয়ের মাধ্যমে প্রথমবারের জন্য সমাজের সঙ্গে পরিচিত হয়। এইভাবে প্রাক - প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশু সামাজিকীকরণের প্রথম পাঠ লাভ করে। 

৫. উপযুক্ত পরিবেশে শিশুর বিকাশ :- 
বহু ক্ষেত্রেই শিশুর পরিবারে শিশুর বিকাশের উপযুক্ত পরিবেশ থাকেনা। বাসস্থানের আকারের ক্ষুদ্রতা , খেলার মাঠ না থাকা , পরিবারের অত্যন্ত বেশি সদস্য থাকা , পারিপার্শ্বিক পরিবেশ উপযুক্ত না থাকা - এইসকল কারণগুলির জন্য শিশুর প্রথম পাঁচ বছরের শিক্ষা বাধাপ্রাপ্ত হয়। প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই সমস্যা দূর করে শিশুর যথার্থ বিকাশ ঘটাতে সক্ষম। 


৬. মনোবিজ্ঞানসম্মত শিক্ষন পদ্ধতি শিশুর প্রকৃত বিকাশের সহায়ক  :- 
প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মনোবিজ্ঞানসম্মত উপায়ে শিশুর বিকাশের জন্য পরিবেশ গড়ে তোলা হয়। এই উপযুক্ত পরিবেশ শিশুর যথার্থ বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক শিক্ষাপোকরণ , মনোবিজ্ঞানসম্মত শিক্ষন পদ্ধতি অবলম্বন করে প্রাক - প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৭. ড্রপ - আউট সমস্যার সমাধানের ক্ষেত্রে :- 
প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুদের ভবিষ্যতে ড্রপ - আউট সমস্যার সমাধানে সর্বাধিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুর প্রারম্ভিক ভিত মজবুত করে তোলে। ফলে পরিবর্তী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হয়না। এইভাবে প্রাক - প্রাথমিক শিক্ষা ড্রপ - আউট সসমস্যার সমাধান করে। 

৮. শিশুদের মধ্যে সু  - অভ্যাস গঠনের ক্ষেত্রে :- 
শিশুদের মধ্যে সু - অভ্যাস গঠনের ক্ষেত্রে প্রাক - প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাক - প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল শিশুদের মধ্যে সু - অভ্যাস গঠন করা। পরিচ্ছন্নতা , স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা , নিজের কাজ নিজে করা , টয়লেটের অভ্যাস - ইত্যাদি বিষয়গুলি প্রাক - প্রাথমিক শিক্ষা পাঠক্রমে অত্যন্ত গুরুত্ব দিয়ে শেখানো হয়। 

৯. জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে : -
শিশুর প্রথম পাঁচ বছরের জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে প্রাক - প্রাথমিক শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ ও ভাষার প্রতি দক্ষতা গঠন , প্রারম্ভিক গণিত , পরিবেশ সংক্রান্ত জ্ঞান , সামাজিক আচরণবিধি - এইসকল বিষয়গুলি প্রাক - প্রাথমিক শিক্ষার পাঠক্রমে গুরুত্বের সঙ্গে স্থান পায়। ফলে শিশুর স্বাভাবিক জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে তা সহায়ক হয়ে ওঠে।       

১০. ভাষার বিকাশের ক্ষেত্রে :- 
প্রাক - প্রাথমিক শিক্ষাস্তরেই শিশু সর্বপ্রথম ভাষার সঙ্গে পরিচিত হয়। বর্ণমালার সঙ্গে পরিচিতি , শব্দ গঠনে দক্ষতা ও বাক্য গঠন - এইসকল ভাষাগত দক্ষতার বিকাশ প্রাক - প্রাথমিক শিক্ষাস্তরেই সম্পন্ন হয়। এই ভাষাগত দক্ষতা শিশুকে পরবর্তী শিক্ষাস্তরগুলিতে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে সহায়তা করে। 

পরিশেষে বলা যায় , প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের সর্বপ্রধান স্তর। প্রাক - প্রাথমিক শিক্ষা শিশুকে ভবিষ্যৎ জীবনের পথে উপযুক্ত করে তোলে। তাই প্রাক - প্রাথমিক শিক্ষা গ্রহণ প্রতিটি শিশুর ক্ষেত্রে অপরিহার্য। আধুনিক গবেষণাপ্রসূত ও মনোবিজ্ঞানসম্মত উপায়ে প্রাক - প্রাথমিক শিক্ষা পরিচালনা করলে প্রাক - প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব।   

   

You May Also Like

0 comments