2nd SEM ভাষাতত্ত্ব :

 ভাষাতত্ত্ব :

( ক ) বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ; উপভাষা ; ধ্বনি পরিবর্তন।
( খ  ) স্বরবৃত্ত , মাত্রাবৃত্ত , অক্ষরবৃত্ত , শব্দালংকার।

বিশেষ দ্রষ্টব্যঃ - নীচে দেওয়া প্রয়োজনে পরিবর্তন , পরিবর্ধন ও পরিমার্জন হতে পারে। তাই ছাত্র - ছাত্রীদের কাছে নিয়মিত ওয়েবসাইট - টি লক্ষ্য রাখতে বলা হচ্ছে।

গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী :-
১. প্রাচীন ভারতীয় আর্যভাষার পরিচয় দাও।

২. মধ্য ভারতীয় আর্য ভাষার পরিচয় দাও।
উত্তরের জন্য এখানে CLICK করো।

৩. সংস্কৃত ভাষাকে কি বাংলা ভাষার জননী বলা যায় ? যুক্তিসহ আলোচনা করো।

৪. বাংলা ভাষার ইতিহাসে যুগের বিন্যাস দেখিয়ে প্রত্যেক যুগের সময়সীমা নির্দেশ করে প্রতিটি যুগের একটি করে সাহিত্যিক নিদর্শনের নাম লেখ।

৫. ভারতে প্রচলিত বিভিন্ন ভাষাবংশগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা , '' ভারত চার ভাষাবংশের দেশ '' - আলোচনা করো।

৬. উদাহরণসহ মধ্যযুগের বাংলাভাষার কয়েকটি বৈশিষ্ট আলোচনা করো। এই ভাষার কয়েকটি সাহিত্যিক নিদর্শনের নাম লেখ।
উত্তরের জন্য এখানে CLICK করো।

৭. আধুনিক বাংলার সূচনাপর্ব কোনটি ? নিদর্শন উল্লেখসহ এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো।   
উত্তরের জন্য এখানে CLICK করো।

৮. উপভাষা কাকে বলে ? বাংলায় প্রচলিত উপভাষা কটি ও কী কী ? 

৯.  রাঢ়ি উপভাষার আঞ্চলিক বিস্তার আলোচনা করো। 
অথবা,কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত ?
এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো।  
উত্তরের জন্য এখানে CLICK করো।

১০. ঝাড়খন্ডি উপভাষার আঞ্চলিক বিস্তার আলোচনা করো। 
অথবা,কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত ?
এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো।  
উত্তরের জন্য এখানে CLICK করো।

১১. বঙ্গালী উপভাষার আঞ্চলিক বিস্তার আলোচনা করো। 
অথবা,কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত ?
এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো। 
উত্তরের জন্য এখানে CLICK করো।

১২. বরেন্দ্রী উপভাষার আঞ্চলিক বিস্তার আলোচনা করো। 
অথবা,কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত ?
এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো। 
 উত্তরের জন্য এখানে CLICK করো।

১৩. কামরূপী উপভাষার আঞ্চলিক বিস্তার আলোচনা করো। 
অথবা,কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত ?
এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্টগুলি আলোচনা করো।  
উত্তরের জন্য এখানে CLICK করো।

১৪. সাধুরীতি ও চলিত রীতির পার্থক্যগুলি লেখো। 

উত্তরের জন্য এখানে CLICK করো।

১৫. ভাষা ও উপভাষার পার্থক্যগুলো লেখো। 


[ বিশেষ দ্রষ্টব্যঃ - ৮ নং প্রশ্ন থেকে ১৫ নং প্রশ্ন পর্যন্ত উত্তর একই পাতায় দেয়া আছে। ] 

To be continued.......  

Share
Tweet
Pin
Share