নির্দেশনার বৈশিষ্টগুলি আলোচনা কর।

by - July 18, 2022

নির্দেশনার বৈশিষ্টগুলি আলোচনা কর। 

নির্দেশনার প্রধান প্রধান বৈশিষ্টগুলি উল্লেখ কর। 

Different features of Guidance . ( In Bengali ) . 

Characteristics of guidance . ( In Bengali ) .  




নির্দেশনার বৈশিষ্ট :- 


নির্দেশনার প্রধান প্রধান বৈশিষ্টগুলি হল - 
 
১. নির্দেশনা সকল বয়সে সম্ভব :- নির্দেশনার কোনো নির্দিষ্ট বয়স নেই। যেকোনো বয়সে নির্দেশনা সম্ভব। একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়সের সমস্ত ধরণের স্তরে নির্দেশনা সম্ভব। তাই নির্দেশনা হল একটি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। 

২. বয়সসীমার ভিন্ন ভিন্ন স্তরে নির্দেশনার ভিন্নতা :- মানুষের জীবনের ভিন্ন ভিন্ন স্তরে নির্দেশনার ভিন্নতা দেখা যায়। সকল বয়সের নির্দেশনা এক ধরণের হয়না। যেমন একটি শিশুর ক্ষেত্রে যে ধরণের নির্দেশনা প্রয়োজন ; একটি কিশোরের ক্ষেত্রে সেরূপ নির্দেশনা কাম্য নয়। আবার একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জীবনে জীবিকা ,বৃত্তি - ইত্যাদি বিশেষ বিষয়ে নির্দেশনা প্রয়োজন ; কিন্তু একটি শিশুর ক্ষেত্রে সেধরণের নির্দেশনার কোনো প্রয়োজন নেই। 

৩. সকলের জন্য নির্দেশনা প্রয়োজন :- সকল বয়সের সকল মানুষের জন্য নির্দেশনা প্রয়োজন। শুধুমাত্র সমস্যায় থাকা মানুষের জন্য নির্দশনা প্রয়োজন - এমনটা ভাবা ঠিক নয়। সমস্যার প্রতিবিধানের ও প্রতিরোধ উভয়ের জন্যই নির্দেশনা প্রয়োজন। 

৪. নির্দেশনা ব্যক্তির ইচ্ছাধীন :- নির্দেশনা প্রক্রিয়ায় নির্দেশনা কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়না। সমস্যার প্রতিরোধ ও প্রতিবিধানের ক্ষেত্রে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু সেই নির্দেশনা গ্রহণ করা বা না করা ব্যক্তির ইচ্ছাধীন। 


৫. নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া :- যেহেতু নির্দেশনা পালন করতে কাউকে বাধ্য করা হয় না - তাই নির্দেশনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। ব্যক্তি নিজের ইচ্ছা ও বিচারবোধ অনুযায়ী নির্দেশনা গ্রহণ করেন। 

৬. সমস্যা সনাক্তকরণ ও সমাধান :- নির্দেশনা প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল সমস্যা সনাক্তকরণ এবং তার সমাধান। এছাড়াও ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধকল্পে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। নির্দেশনা সমস্যার সমাধানকল্পে ব্যক্তিকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকে। 

৭. নির্দেশনা নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক :- নির্দেশনা প্রক্রিয়া নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে। ভিন্ন ভিন্ন সমস্যার ক্ষেত্রে নির্দেশনার লক্ষ্য ভিন্ন ভিন্ন হয়। 

৮. নির্দেশনা ব্যক্তির অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রক্রিয়ায় সহায়তা করে :- নির্দেশনা ব্যক্তির সমস্যার গভীরতা উপলব্ধি করে নির্দিষ্ট সমাধানকল্পে যথার্থ পথনির্দেশ করে। ব্যক্তি তার অন্তর্নিহিত দক্ষতাগুলিকে কাজে লাগিয়ে সেই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হয়। এর ফলে ব্যক্তি তার অন্তর্নিহিত সম্পদগুলিকে চিহ্নিত করতে পারে। 

৯. পরিধির ব্যাপকতা :- যেহেতু মানব জীবনের সর্বস্তরের জন্য নির্দেশনা প্রয়োজন - তাই নির্দেশনার পরিধিও ব্যাপক। মানুষের জীবনের সমস্যাগুলি সকলের একপ্রকার নয়। শিক্ষা , বৃত্তি , নৈতিকতা , ধর্মীয় , অবসরযাপন - ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নির্দেশনা প্রয়োজন হয়। তাই নির্দেশনার পরিধি ব্যাপক। 

১০. ব্যক্তিত্বের বিকাশে সহায়তা :- ব্যক্তি জীবনের বিভিন্ন স্তরে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়। এই সকল নির্দেশনাকে কাজে লাগিয়ে ব্যক্তি সমস্যার সমাধান করে , ভিন্ন ভিন্ন সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে এবং ব্যক্তিত্বের বিকাশসাধন করে।

       

You May Also Like

0 comments