ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

by - July 18, 2022

ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 

ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও সমস্যাগুলি আলোচনা কর। 




ব্যক্তিগত নির্দেশনার সুবিধা :- 


১. মানুষের প্রক্ষোভমূলক সমস্যা ; যেমন - ভয় - ভীতি , হতাশা , আক্রমণধর্মিতা , হীনমন্যতাবোধ - ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা অধিক কার্যকরী। অভিজ্ঞ ব্যক্তি নির্দেশনা পরিচালনার মাধ্যমে মানুষের প্রক্ষোভিক সমস্যাগুলির সমাধান সহজেই করতে পারেন। 

২. যেহেতু ব্যক্তিগত নির্দেশনা এককভাবে সম্পন্ন হয় সেহেতু নির্দেশনা প্রদানকারী একক ব্যক্তির সমস্যা সম্পর্কে গভীরভাবে অবগত হতে পারেন এবং তার সমস্যা সমাধান করতে পারেন। 

৩. বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি , বিভিন্ন নেশাগ্রস্থ ব্যক্তি ; যেমন - ড্রাগের নেশা , মদ্যপান - ইত্যাদি সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা যথেষ্ট কার্যকরী। উপযুক্ত নির্দেশনা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষের বিভিন্ন কুঅভ্যাসগুলি দূর করা সম্ভব। 

৪. বয়ঃসন্ধিকালে প্রতিটি মানুষের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ফলে অনেক সময় মানুষ সমস্যার সম্মুখীন হন। কিন্তু অনেকে এই সমস্যাগুলি সম্পর্কে সর্বসমক্ষে আলোচনা করতে চান না। কাজেই এই ধরণের সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা কার্যকরী। 


৫. ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে ব্যক্তিকে উপযুক্ত সামাজিকীকরণের পথে পরিচালিত করা সম্ভব। বনসৃজন , শিক্ষামূলক ভ্রমণ , আনন্দমূলক ভ্রমণ ও অনুষ্ঠান - ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক সামাজিকীকরণ ঘটানো সম্ভব। ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে এইসকল কার্যক্রমের সঙ্গে ব্যক্তিকে যুক্ত করার উৎসাহ প্রদান করা সম্ভব। 

৬. ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়ায় নির্দেশনা প্রদানকারী ও নির্দেশনা গ্রহীতার মাধ্যমে একটি আস্থার ও বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়। এই ফলে ব্যক্তি নির্দেশনা প্রদানকারীকে নিজের সমস্যা সম্পর্কে সবিস্তারে অবগত করতে পারেন। যে সব সমস্যা সকলের নিকট প্রকাশ্য নয় , সেই সকল সমজাগুলিও ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়ায় উন্মুক্ত হয়ে ওঠে। 

৭. ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়ায় অনুসরণ প্রক্রিয়া অধিক পরিমাণে কার্যকর হয়। যেহেতু নির্দেশনা প্রদানকারী সমস্যায় থাকা ব্যক্তির উপর গভীর প্রভাব বিস্তার করেন , সেহেতু ব্যক্তি নির্দেশকের অনুসরণের ক্ষেত্রে সহজেই ও নিজ উদ্যোগে অনুসরণ করে থাকেন। 

৮. বিভিন্ন যৌন সমস্যাগুলির ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনা যথার্থভাবে কার্যকরী। যৌন সমস্যাগুলি সকলের নিকট সহজেই প্রকাশ্য নয় ; আবার , সকলের কাছ থেকে যথার্থ সমাধানসূত্র ও নির্দেশনা প্রাপ্ত করা সম্ভব নয়। অনভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে যৌনতা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে ভ্রান্তি ও বিকৃত জ্ঞান লাভের যথেষ্ট সম্ভাবনা থাকে। ফলে উপযুক্ত ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমেই উক্ত সমস্যাগুলির সমাধান সম্ভব। 


ব্যক্তিগত নির্দেশনার অসুবিধা :- 


১. ব্যক্তিগত নির্দেশনায় যেহেতু একজন ব্যক্তি একজন নির্দেশকের পরামর্শ গ্রহণ করেন সেহেতু এক্ষেত্রে একজন নির্দেশনা পরিচালনাকারী একটি সময়ে কেবলমাত্র একজনকে নির্দেশনা প্রদান করতে পারেন। 

২. একসঙ্গে একাধিক ব্যক্তিকে ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে নির্দেশনা প্রদান করা সম্ভব নয়। 
৩. ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়ায় সময় , অর্থ ও শ্রম সবকিছুই তুলনামূলকভাবে অধিক খরচ হয়। 

৪. সার্বিকভাবে সামাজিক সমস্যাগুলির সমাধান ব্যক্তিগত নির্দেশনার মাধ্যমে সম্ভব নয়। এক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান সম্ভব। 

৫. ব্যক্তি যদি অন্তর্মুখী ও লাজুক প্রকৃতির হন - তাহলে তার ক্ষেত্রে ব্যক্তিগত নির্দেশনাও কার্যকরী হয়না। 

৬. ব্যক্তিগত নির্দেশনা প্রক্রিয়ায় দলগতভাবে অংশগ্রহণ করে সকলের সাথে সমস্যার আলোচনা করা সম্ভব নয়। এরফলে ব্যক্তি পারস্পরিক অভিজ্ঞতালাভ থেকে বঞ্চিত থাকেন।


You May Also Like

0 comments