মুক্ত শিক্ষার উদ্দেশ্য।
মুক্ত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা কর।
মুক্ত শিক্ষার উদ্দেশ্য :-
১. ব্যাক্তিত্বের বিকাশ :-
শিক্ষা বেক্তিত্ব গঠনের একটি অন্যতম প্রধান উপাদান। যেসকল শিক্ষার্থীরা প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা থেকে কোনো কারণে বঞ্চিত , সেই সকল শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা প্রদান করে ব্যক্তিসত্তার বিকাশ ঘটান হল মুক্ত শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য।
২. প্রথাগত শিক্ষার বিকল্প :-
শিক্ষা ক্ষেত্রে মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রথাগত শিক্ষার বিকল্প হিসাবে কাজ করে। শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে সকল শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হল মুক্ত শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য।
৩. সকলের জন্য শিক্ষা :-
মুক্ত শিক্ষার দরজা সকলের জন্য উন্মুক্ত। যেকোনো বয়সের শিক্ষার্থীরা , যেকোনো সময়ে , নিজেদের পছন্দমত পাঠক্রম অনুসারে শিক্ষা গ্রহণ করতে পারে। ফলে সকল বয়সের , সকল মেধার শিক্ষার্থী মুক্ত শিক্ষা গ্রহণ করতে পারে।
৪. উৎপাদনশীলতা বৃদ্ধি :-
শিক্ষা মানুষকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলে। এই দক্ষতা একদিকে যেমন ব্যক্তিস্বার্থের পরিতৃপ্তি ঘটায় এবং অপরদিকে সমাজকল্যাণের কাজে লাগে। এইভাবে শিক্ষার্থীর মধ্যে উৎপাদনশীলতা তৈরী হয় যা শিক্ষার্থী ও সমাজ উভয়ের ক্ষেত্রেই কল্যাণকর।
৫. মানব সম্পদ উন্নয়ন :-
মুক্ত শিক্ষার অপর একটি প্রধান লক্ষ্য হল মানব সম্পদ উন্নয়ন। মানুষ তখনই সম্পদে পরিণত হতে পারে যখন তার মধ্যে উৎপাদনশীলতা তৈরী হয়। শিক্ষা মানুষকে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে এবং মানব সম্পদ উন্নয়ন ঘটে।
৬. উচ্চশিক্ষার সুযোগ :-
প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা সকলের জন্য উন্মুক্ত নয়। ফলে বহু শিক্ষার্থী ইচ্ছা থাকা স্বত্তেও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। মুক্ত শিক্ষা সেই সকল ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার দরজা খুলে দেয়।
৭. কর্মক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের শিক্ষার সুযোগ :-
মুক্ত শিক্ষার অপর একটি বৈশিষ্ট হল কর্মরত ব্যক্তিদের ব্যক্তিদের শিক্ষার সুযোগ প্রদান করা। চাকরিরত বা অন্যান্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা প্রথাগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাই কর্মরত ব্যক্তিদের শিক্ষার সুযোগ প্রদান করা মুক্ত শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট।
৮. শিক্ষায় সমসুযোগ সৃষ্টি :-
মুক্ত শিক্ষা বিদ্যালয় ছুট , বয়স্ক , কর্মরত - ইত্যাদি সকল ধরণের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ প্ৰদান করে শিক্ষায় সমসুযোগ তৈরী করে।
৯. বৃত্তিমূলক শিক্ষা :-
সকল শিক্ষার্থীদের নিজেদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী বৃত্তিশিক্ষার ব্যবস্থা করা মুক্ত শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য। নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় বৃত্তি শিক্ষার সুযোগ থাকলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু মুক্ত শিক্ষায় বহুবিধ ও বৈচিত্রময় পাঠক্রম থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বৃত্তিমূলক পাঠক্রম নির্বাচন করতে পারে।
১০. জীবনব্যাপী শিক্ষার সুযোগ :-
মুক্ত শিক্ষার অপর একটি প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীকে জীবনব্যাপী শিক্ষার সুযোগ প্রদান করা। মুক্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী জীবনের যেকোনো সময়ে শিক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
১১. দূরশিক্ষার সহায়ক :-
দূর শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করা মুক্ত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। প্রকৃত অর্থে দূরশিক্ষা ও মুক্তশিক্ষা উভয়ই প্রথাবহিৰ্ভূত শিক্ষার দুটি রূপ। তাই উভয়ের মধ্যে সমন্বয়সাধন নিতান্ত প্রয়োজন।
১২. শিক্ষার্থীকে সুনাগরিক ও আত্মনির্ভর করে তোলা :-
শিক্ষার্থীকে সুনাগরিক ও আত্মনির্ভর করে তোলা - মুক্ত শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট। মুক্ত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীকে পঠন - পাঠন প্রস্তুত করা , পঠন কর্মভার নির্মাণ করা , মূল্যায়ণের জন্য প্রস্তুতি নেওয়া - ইত্যাদি শিক্ষামূলক কাজ নিজেকেই করতে হয়। ফলে শিক্ষার্থীর মধ্যে আত্মনির্ভরতার মানসিকতা তৈরী হয়।
0 comments