সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝ ? সমষ্টি উন্নয়নের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা কর।

by - May 22, 2022

সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝ ? সমষ্টি উন্নয়নের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা কর। 

সমষ্টি উন্নয়নের ধারণা , সংজ্ঞা ও উদ্দেশ্য। 

Community Development : Definition and main objectives. ( In Bengali ) . 




সমষ্টি উন্নয়নের ধারণা :- 


ভারত মূলত গ্রামীণ এলাকাভুক্ত দেশ। এদেশের গ্রামীণ মানুষ দরিদ্র ও রক্ষণশীল। তারা বেকারত্ব এবং কর্মসংস্থান সংক্রান্ত সমস্যায় ভুক্তভোগী এবং জীবনযাত্রার স্বাভাবিক মান অর্জন করতে অক্ষম। 
সমষ্টি উন্নয়নের অর্থ হল গ্রামীণ জনগণকে শিক্ষিত করে তোলা , সমাজের উন্নয়ন সম্পর্কে সচেতন করে তোলা এবং গ্রামীণ পুনর্গঠন এবং গ্রামীণ জীবনের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে হবে। সমষ্টি উন্নয়নের প্রকল্পগুলো গ্রামীণ জীবন ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা করা হয়। সমষ্টি উন্নয়নের সাধারণ অর্থ হল অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক - সকল ক্ষেত্রে জন -  সম্প্রদায়ের উন্নয়নের জন্য প্রচেষ্টা করা।


UNO সমষ্টি উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান করেছেন যে , সমষ্টি উন্নয়ন বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে দেশের অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার উন্নতির জন্য এবং জাতীয় অগ্রগতিতে তাদের সম্পূর্ণ অবদান রাখতে সক্ষম করার জন্য জনগণের প্রচেষ্টা সরকারি কর্তৃপক্ষের সাথে সমন্বিত করা হয়।

ভারতের পরিকল্পনা কমিশন সমষ্টি উন্নয়ন সম্পর্কে বলেছেন - সমষ্টি উন্নয়ন হল গ্রামীণ উন্নয়ন সম্প্রসারণের পদ্ধতি যার মাধ্যমে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রামের সামাজিক ও অর্থনৈতিক জীবন পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে পারে।  

ভারত সরকার সমষ্টি উন্নয়ন সম্পর্কে ব্যাখ্যা করেছেন - সমষ্টি উন্নয়ন রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত স্ব-সহায়তার কর্মসূচি, সরকার শুধুমাত্র প্রযুক্তিগত দিকনির্দেশনা এবং আর্থিক সহায়তা প্রদান করে। এর উদ্দেশ্য হল ব্যক্তি বা সমষ্টির আত্মনির্ভরশীলতা এবং গ্রাম সম্প্রদায়ের উদ্যোগ। পঞ্চায়েতের মতো জনগণের প্রতিষ্ঠানের মাধ্যমে সম্প্রদায়ের চিন্তাভাবনা এবং সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করা হয়। 
সমষ্টি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল গ্রামীণ সমাজে পরিবর্তন আনা ; বিশেষ করে গ্রামীণ এলাকার উন্নয়ন কর্মকান্ডে জনসমষ্টিকে সম্পৃক্ত করা।

এস.কে. দে বলেছেন -  সত্যিকার অর্থে সমষ্টি উন্নয়ন হল গ্রামীণ জীবনের উন্নতির জন্য একটি প্রক্রিয়া এবং একটি কর্মসূচী। এটি মানুষের নিজের প্রচেষ্টার মাধ্যমে গ্রামের জীবনের একটি সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার একটি প্রয়াস।


সমষ্টি উন্নয়নের উদ্দেশ্য :- 


১. পরিকল্পনা রূপায়ণে সহায়তা :-
সমষ্টি উন্নয়নের প্রকল্পগুলি রচিত হয় গ্রামগুলিকে পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সাহায্য করার লক্ষ্যে। এই প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

২. গ্রামসমাজকে শিল্পে সহায়তা করা এবং তাদের নির্ভরশীল করে তোলা :- 
সমষ্টি উন্নয়ন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল গ্রামের মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং জাতীয় পুনর্গঠনের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা। এটি নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে করা হয় :-
(ক) গ্রামের মানুষের ঐতিহ্যগত ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। 
(খ) উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা এবং তাদের কল্যাণের ব্যবস্থা করার জন্য যুব ও মহিলাদের সংস্থাগুলিকে সংগঠিত করা। 
(গ) গ্রামের যুবক ও মহিলাদের সমষ্টি উন্নয়নের কর্মকান্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। 


৩. গ্রামীণ অঞ্চলে শিক্ষার বিস্তার :- 
সমষ্টি উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের জন্য শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের চেষ্টা করা হয়। এক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করা যেতে পারে। 
(ক) শিক্ষা প্রদানের জন্য সামাজিক শিক্ষা কেন্দ্র এবং স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থা করা। 
(খ) বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা। 
(গ) পরিকল্পনা ও উন্নয়ন কর্মকান্ডে গ্রামের মানুষদের প্রশিক্ষণ দেওয়া।
(ঘ ) পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। 

৪. গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন :-
সমষ্টি উন্নয়ন প্রকল্পগুলির মাধ্যমে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি তাদের শিল্প-কারখানা স্থাপন ও কৃষি উৎপাদনের উন্নয়নের সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামীণ মানুষদের সমবায় সমিতি এবং অন্যান্য সংস্থা স্থাপন করতেও উৎসাহিত করা হয় যার মাধ্যমে তারা উন্নয়ন ও পরিকল্পনার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করতে পারে।

৫. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ প্রদান :- 
সমষ্টি উন্নয়নের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষকে গণতন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং অন্যান্য প্রশাসনিক কর্মকাকান্ডের প্রশিক্ষণ দেওয়া যায়। গ্রামীণ নাগরিকদের শহরে পরিযান বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। যেমন -
(ক) জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে স্থানীয় প্রশাসন গড়ে তোলা। 
(খ ) জনগণের মধ্যে বিশেষ করে উন্নয়নমূলক ও পরিকল্পনামূলক কর্মকান্ডের ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা প্রতিষ্ঠিত করা হয়।
(গ) ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং কৃষির উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রামের লোকদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রামে বেকারত্ব ও নিম্ন-কর্মসংস্থান অনেকাংশে প্রশমিত করা যেতে পারে। 
(ঘ) সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্পগুলির কাজের মাধ্যমে, গণতন্ত্রের ব্যবহারিক কাজে জনগণকে প্রশিক্ষিত করা হয়। এই প্রকল্পগুলির মাধ্যমে, গ্রামের মানুষদের নাগরিক বিষয়ক শিল্পে প্রশিক্ষণ দেওয়া হয়। 

৬. জনগণকে সামাজিক ক্ষেত্রে সচেতন করে তোলা :- 
সমষ্টি উন্নয়নের একটি মূল লক্ষ্য হল একটি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা থেকে জনগণকে সচেতন করা। এটি তাদের জ্ঞান প্রদান করতে এবং তাদের সামাজিক জীবনকে প্রভাবিত করে এমন প্রধান কারণগুলি সম্পর্কে জানতে সহায়তা করে এবং সেগুলির সমাধান সম্পর্কে সচেতন করা। 


৭. সর্বাঙ্গীন উন্নয়ন :- 
সমষ্টি উন্নয়ন একটি সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও কর্মসংস্থানের ক্ষেত্রে সামগ্রিকভাবে যেসব জায়গায় উন্নয়ন প্রয়োজন - সেই সকল ক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা করে । এর ফলে জনসমাজের সকল মানুষের উন্নত জীবনযাত্রার জন্য নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পনাগুলো গৃহীত হয়। 

৭. মানুষকে অনুপ্রাণিত করা :- 
সমষ্টি উন্নয়ন কর্মসূচীগুলি জন সম্প্রদায়ের মানুষের অনুপ্রেরণার জন্য কাজ করে। সামাজিক , রাজনৈতিক , বৃত্তিগত , অর্থনৈতিক - সর্বক্ষেত্রে গ্রাম সমাজের মানুষদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার ঘটানো হল সমষ্টি উন্নয়নের একটি অন্যতম উদ্দেশ্য।  

৮. স্বাবলম্বন অর্জনে সহায়তা :- 
সমষ্টি উন্নয়ন কর্মসূচীগুলি মানুষকে আগ্রহী করে যাতে তারা একে অপরকে এবং তাদের নিজেদের সাহায্য করতে সক্ষম হয় এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। সম্পদের যথাযোগ্য ব্যবহার করতে পারা , জীবনযাত্রার মান উন্নয়ন করা - ইত্যাদি হল সমষ্টি উন্নয়ন কর্মসূচির প্রধান লক্ষ্য। 

৯. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা :- 
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সমষ্টি উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এটি সমাজের সব ধরনের মানুষের ন্যায়বিচার প্রদান করে। শিক্ষা , কর্মসংস্থান , সামাজিক মর্যাদা - ইত্যাদি সর্বক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। 

পরিশেষে বলা যায় , সমষ্টি উন্নয়ন হল একটি সমষ্টিগত ধারণা। এর মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পগুলির মাধ্যমে গ্রামীণ মানুষদের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করিয়ে তাদের জীবনযাত্রার মান ও সর্বাঙ্গীন উন্নতিতে সহায়তা করা হয়। 

You May Also Like

0 comments