সামাজিক অসাম্যের সংজ্ঞা ও বৈশিষ্ট।

by - April 19, 2022

সামাজিক অসাম্য কাকে বলে ? সামাজিক অসাম্যের বৈশিষ্ট আলোচনা কর। 

সামাজিক অসাম্যের সংজ্ঞা ও বৈশিষ্ট। 




সামাজিক অসাম্যের সংজ্ঞা :- 


Class and Class Conflict in Industrial Society গ্রন্থে Ralf Dahrendorf সামাজিক অসাম্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন , সম্পদ , মর্যাদা , ক্ষমতা এবং কর্তৃত্বের উপর ভিত্তি করে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে যে বৈষম্য তৈরী হয় - তা'ই হল অসাম্য। 

Krisberg তাঁর Social Inequality গ্রন্থে বলেছেন , প্রতিটি সমাজে অসাম্য বর্তমান। অসাম্য হল একপ্রকার উচ্চ - নীচ ভেদাভেদ যা নির্দেশ করে সমাজস্থ কোনো শ্রেণীর ব্যক্তি বা গোষ্ঠীর তুলনায় অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে অধিক বস্তুগত বা সমাজগত সম্পদ রয়েছে। 

অগবার্ন ও নিমকফ মনে করেন , সামাজিক স্তরবিন্যাসের মধ্যে সামাজিক অসাম্যের বীজ নিহিত রয়েছে। 

আঁদ্রে বেতেই বলেছেন , শ্রেণী , সামাজিক অসাম্য , সামাজিক স্তরবিন্যাস - প্রতিটি ব্যবস্থা একে অপরের সাথে সম্পর্কিত। 

সুতরাং , সমাজবদ্ধ মানুষের পৃথক অবস্থান , পুরস্কার ও শাস্তিপ্রদান , সম্পত্তি - ক্ষমতা ইত্যাদির অসম বন্টন - ইত্যাদির মধ্যে দিয়ে সমাজবদ্ধ মানুষের যে অসম অবস্থান লক্ষ্য করা যায় - তাকেই সামাজিক অসাম্য বলে। 


সামাজিক অসাম্যের বৈশিষ্ট :- 


১. সামাজিক অসাম্য প্রতিটি সমাজে বর্তমান। প্রতিটি সমাজেই সম্পদ , ক্ষমতা , কর্তৃত্ব , সামাজিক অবস্থান ইত্যাদির ভিত্তিতে সমাজে অসাম্য প্রতিষ্ঠিত হয়। 

২. সামাজিক অসাম্যগুলি দেশ ও কালভেদে ভিন্ন ভিন্ন হলেও তাদের মৌলিক চরিত্র সর্বদা একমুখী হয়। 

৩. সামাজিক অসাম্যগুলি পরস্পর সম্পর্কিত। যেমন , যেসকল ব্যক্তিবর্গের নিকট বস্তুগত সম্পদ কম থাকে তারা স্বাভাবিকভাবেই সমাজের কম কর্তৃত্বের অধিকারী হন। 

৪. সামাজিক অসাম্য সামাজিক সচলতার পথ সৃষ্টি করে। সামাজিক অসাম্যের শিকার একজন ব্যক্তি সর্বদা নিজের সামাজিক অবস্থান পরিবর্তন করে নিজের জীবন থেকে অসাম্য দূর করার চেষ্টা করেন। ফলে সামাজিক সচলতা তৈরী হয়। 

৫. সামাজিক অসাম্য সর্বদা এক শ্রেণীর মানুষের নিকট কুফল প্রদান করে। 

৬. সামাজিক অসাম্য ব্যক্তিগত , সামাজিক , অর্থনৈতিক , শিক্ষা , ধর্ম - ইত্যাদি সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়। 


৭. রবীন্দ্রনাথ বলেছেন , সামাজিক অসাম্য হল সমাজের মূল চালিকা শক্তি। কেননা , সমাজে অসাম্য না থাকলে সমাজ গতিহীন হয়ে পড়ে। 

৮. সামাজিক অসাম্য বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের জন্ম দিয়েছে। যেমন - দক্ষিণ আফ্রিকায় বর্ণ - বিদ্বেষ বিরোধী আন্দোলন , সারা পৃথিবী ব্যাপী নারী অধিকার আন্দোলন , ভারতে দলিত আন্দোলন - ইত্যাদি। 

৯. সামাজিক অসাম্যের ফলে মানুষের গুণ , বৈশিষ্ট , সক্ষমতা ও সামর্থ্য সমানভাবে বন্টিত হয়না। এগুলির সমাজ বন্টনের অভাবে অর্জিত মর্যাদার ক্ষেত্রে তারতম্য সৃষ্টি হয়। 

১০. সামাজিক অসাম্য সামাজিক বিভেদীকরণের  জন্ম দেয়। যেকোনো ধরণের অসাম্য থেকেই  সমাজস্থ বাক্তিবর্গের মধ্যে বিভেদ তৈরী হয়। 

১১. অধিকার - ভোগ , গুণ বা বৈশিষ্ট , কর্তৃত্ব , কৃতিত্ব বা সম্পাদন - ইত্যাদি সমস্ত বিষয় সামাজিক অসাম্যের সঙ্গে যুক্ত। 

১২. সামাজিক অসাম্য সমাজের সকল অংশের মানুষকে প্রভাবিত করে এবং অধিকার - ভোগ ও বৈষম্যের ধারা অব্যাহত থাকে। 

You May Also Like

0 comments