সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন সংক্রান্ত স্কিনারের পরীক্ষা :-

by - March 27, 2022

সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন সংক্রান্ত স্কিনারের পরীক্ষা। 

Skinner's experiment on Operant Conditioning. ( In Bengali ) 




সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন সংক্রান্ত স্কিনারের পরীক্ষা :- 


প্রখ্যাত মার্কিন মনোবিদ বি এফ স্কিনার 1935 সালে Science of Human Behaviour নামক গ্রন্থে তাঁর গবেষণালব্ধ বিষয় ও নীতিগুলিকে উপস্থাপন করেন। এই গ্রন্থে তিনি দেখান যে , প্রাণীর আচরণ দুই প্রকারের - রেসপনডেন্ট - অর্থাৎ যেসকল আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে ; এবং অপারেন্ট - অর্থাৎ যে সকল আচরণের নির্দিষ্ট উদ্দীপক নেই , যেকোনো ধরণের উদ্দীপকের সঙ্গে আচরণ সংযুক্ত করা যেতে পারে। 


স্কিনার বক্স :- 
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বিষয়টির উপর আলোকপাত করতে 1932 খ্রিস্টাব্দে তিনি একটি পরীক্ষা করেন যা '' স্কিনার বক্স '' পরীক্ষা নামে বিখ্যাত। এই পরীক্ষাটি করার ক্ষেত্রে তিনি যান্ত্রিক পদ্ধতিগত ব্যবস্থা অবলম্বন করেন। তিনি একটি বক্স তৈরী করেন যাতে একটি বোতাম বা লিভার থাকে। বক্সটিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সেই বোতাম বা লিভারে চাপ দিলেই একটি ট্রে - তে খাদ্যদ্রব্য এসে পড়ে। এছাড়াও সেই বক্সের মধ্যে রেকর্ড করার জন্য যাবতীয় ব্যবস্থা থাকে। 

পরীক্ষার প্রথম ধাপ :- 
প্রথমেই বক্সের মধ্যে একটি ক্ষুধার্ত ইঁদুরকে প্রবেশ করানো হয়। ইঁদুরটিকে বাক্সে রাখা অবস্থায় তার সামনে বোতাম বা লিভার চেপে খাদ্য আনা হয়। এইভাবে ট্রে -তে খাদ্য আনার উদ্দেশ্য ছিল ট্রে -তে করে খাদ্য সরবরাহের বিষয়টির সাথে ইঁদুরটির পরিচয় ঘটানো। ঠিক এইভাবে আরো একবার একই প্রক্রিয়া সংঘঠিত করা হয়। এর উদ্দেশ্য ছিল সক্রিয়তার সাথে খাদ্য প্রাপ্তির বিষয়টির সম্পর্কে ইঁদুরটির পরিচিতি ঘটানো। 

পরীক্ষার দ্বিতীয় ধাপ :- 
পুনরায় ইঁদুরটিকে বক্সে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর সাথে সাথে খাদ্য প্রাপ্তির আশায় ইঁদুরটি ট্রে - র দিকে ছুটে যায়। কিন্তু খাদ্য না পাওয়ায় নানারকম সঞ্চালনামূলক আচরণ করতে থাকে। তারপর এই সঞ্চালনামূলক আচরণের ফলে বোতাম বা লিভারে চাপ পড়ে এবং ইঁদুরটির খাদ্য প্রাপ্তি ঘটে। 

পরীক্ষার তৃতীয় ধাপ :- 
এইভাবে ইঁদুরটির সাথে সমগ্র প্রক্রিয়াটির পরিচয় ঘটিয়ে দেওয়ার পর , ইঁদুরটিকে যখন বক্সে প্রবেশ করানো হচ্ছে তখন ইঁদুরটি অন্যান্য সঞ্চালনামূলক আচরণগুলিকে বাদ দিয়ে সরাসরি বোতামে চাপ দিয়ে খাদ্য উপস্থিত করতে সক্ষম হচ্ছে। 

সিদ্ধান্ত ও সাংগঠনিক রূপ :- 
এই সমগ্র প্রক্রিয়াটি যান্ত্রিকভাবে ফললাভ বা খাদ্যপ্রাপ্তির সঙ্গে সংযুক্ত। তাই একে যান্ত্রিক প্রক্রিয়াও বলা হয়। এই প্রক্রিয়ায় শক্তিদায়ী উদ্দীপক অর্থাৎ খাদ্য ইঁদুরটিকে প্রতিক্রিয়া করতে বাধ্য করে। শক্তিদায়ী উদ্দীপকের অনুপস্থিতিতে ইঁদুরটির সক্রিয়তামূলক আচরণ বাধাপ্রাপ্ত হবে এবং ধীরে ধীরে তা হ্রাস পাবে। এই ধরণের অনুবর্তনে যথাযথ প্রতিক্রিয়া সৃষ্টি হলেই শক্তিদায়ী উদ্দীপক উপস্থিত করা হয়। সক্রিয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হল - S1 > R1 > S2 . 


You May Also Like

0 comments