সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের সংজ্ঞা ও বৈশিষ্ট :-

by - March 27, 2022

সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে ? সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্টগুলি আলোচনা কর। 

সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের সংজ্ঞা ও বৈশিষ্ট :- 

Definition and features of Operant Conditioning .( In Bengali ) 




সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন :- 


বি এফ স্কিনার 1935 সালে Science of Human Behaviour নামক এক গ্রন্থে তিনি তাঁর গবেষণার বিভিন্ন বিষয় ও নীতিগুলিকে প্রকাশ করেন। স্কিনারের মতে প্রাণীর আচরণ দুই প্রকার - রেসপনডেন্ট ও অপারেন্ট। যেসকল আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে - তাদের রেসপনডেন্ট আচরণ বলে। আবার যে সকল আচরণের নির্দিষ্ট উদ্দীপক নেই , যেকোনো উদ্দীপকের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করা যেতে পারে - সেই সকল আচরণকে বলে অপারেন্ট বা সক্রিয় আচরণ। 
অপারেন্ট কথাটির অর্থ হল ফলোৎপাদনের জন্য প্রক্রিয়া। এই জাতীয় অনুবর্তন প্রক্রিয়ায় ফললাভের জন্য প্রাণীর সক্রিয়তা অপরিহার্য। 


সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট :- 


১. পূর্ব - প্রস্তুতি :-
অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ায় ফলোৎপাদনের জন্য প্রাণীর পূর্ব প্রস্তুতি একান্তভাবে প্রয়োজন। পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্রাণীর আচরণগুলিকে সুবিন্যস্ত করা হয়। এইভাবে আচরণ সুবিন্যস্ত না করলে ফলোৎপাদনকারী অনুবর্তন সম্ভব নয়। স্কিনার তাঁর পরীক্ষায় ইঁদুরটিকে '' স্কিনার বক্স '' এর মধ্যে প্রবেশ করিয়ে ইঁদুরটির মধ্যে যথাযোগ্য আচরণ সৃষ্টির প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। শিশুদের মধ্যেও এইভাবে অপারেন্ট অনুবর্তন ঘটাতে হলে পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। 

২. শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতি :- 
শক্তিদায়ী উদ্দীপক হল সেই ধরণের উদ্দীপক যা প্রাণীর সক্রিয় আচরণের পর প্রাণীর চাহিদা পূর্ণ করে। তাই সক্রিয় অনুবর্তন সংগঠন করতে শক্তিদায়ী উদ্দীপক একান্ত প্রয়োজন। এই শক্তিদায়ী উদ্দীপক দুই  প্রকার - ধনাত্মক ও ঋণাত্মক। ধনাত্মক উদ্দীপক হল ব্যক্তির চাহিদা তৃপ্তকারী উদ্দীপক যা ব্যক্তিকে কোনো কাজে সক্রিয় হতে উৎসাহিত করে। অন্যদিকে ঋণাত্মক উদ্দীপক বিশেষ কোনো আচরণের পরিবর্তে গ্রহণযোগ্য আচরণ সম্পন্ন করতে প্রাণীকে উৎসাহিত করে। 

৩. শক্তিদায়ী উদ্দীপকের স্থায়িত্বের উপর অনুবর্তনের নির্ভরতা :- 
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ায় শক্তিদায়ী উদ্দীপকের স্থায়িত্বের উপর অনুবর্তন নির্ভর করে। শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির অভাবে প্রাণী তার উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদন বন্ধ করে দেয়। তাই শক্তিদায়ী উদ্দীপককে যত বেশি সময় ধরে উপস্থিত করা হবে , শিখনও তত বেশি স্থায়ী হবে। 

৪. অনুবর্তনের অবলুপ্তি ও পুনরাবির্ভাব :- 
শক্তিদায়ী উদ্দীপকের উপস্থিতির অভাবে যেমন অনুবর্তনের অবলুপ্তি ঘটে ; ঠিক তেমনভাবেই শক্তিদায়ী উদ্দীপকটিকে পুনরায় উপস্থিত করলে অনুবর্তন প্রক্রিয়ার পুনরাবির্ভাব ঘটে। 


৫. প্রাণীর সক্রিয়তা অপরিহার্য :- 
অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ায় প্রাণীর সক্রিয়তা অপরিহার্য। এই ধরণের অনুবর্তনে প্রাণী শক্তিদায়ী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সক্রিয় আচরণ শুরু করে এবং ফলোৎপাদন ঘটলে প্রাণী তৃপ্ত হয়। 

৬. সিডিউল :- 
সক্রিয় উদ্দীপক ও প্রাণীর সক্রিয়তা নির্ভর করে শক্তিদায়ী উদ্দীপকের স্থায়িত্বের উপর। অনুবর্তিত আচরণ ধরে রাখতে হলে নির্দিষ্ট সময়ে শক্তিদায়ী উদ্দীপককে উপস্থিত করতে হবে। শক্তিদায়ী উদ্দীপক নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে উপস্থিত করার প্রক্রিয়াকে সিডিউল বলে। 

৭. পুনঃসংযোজনের অপ্রয়োজনীয়তা :- সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে অনেক সময় উদ্দীপকের পুনঃসংযোজন ছাড়াই স্বাভাবিক আচরণ সম্পাদিত হচ্ছে। যেমন স্কিনারের পরীক্ষায় দেখা গেছে , ইঁদুরটিকে বেশ কয়েকবার খাদ্যের ট্রে - তে খাবার না দিয়ে দেখা যায় ইঁদুরটি আর লিভারে চাপ দেওয়ার চেষ্টা করছে না। এরপর ইঁদুরটিকে স্কিনার বক্স থেকে ইঁদুরটিকে বের করে নেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে ইঁদুরটিকে পুনরায় বক্সে প্রবেশ করালে দেখা যায় ইঁদুরটি আবার লিভারে চাপ দেওয়ার চেষ্টা করছে। 

৮. প্রাণীর সক্রিয়তার পর উদ্দীপকের উপস্থিতি :- 
সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনে প্রাণীর সক্রিয়তার পর শক্তিদায়ী উদ্দীপকটিকে উপস্থিত করা হয়। এই শক্তিদায়ী উদ্দীপক উপস্থিত করা হয় মূলতঃ পুনঃসম্পাদনের সম্ভাবনাকে বাড়িয়ে তোলার জন্য। স্কিনারের পরীক্ষায় ইঁদুরের ট্রে - তে খাবার আসে ইঁদুরটি সক্রিয় হয়ে লিভারে চাপ দেওয়ার পর।   

          
    

You May Also Like

0 comments