সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর।

by - March 24, 2022

সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা কর। 

সুপরিবর্তনীয় সংবিধানের ইতিবাচক ও নেতিবাচক দিক। 

সুপরিবর্তনীয় সংবিধানের দোষ - গুণ। 

Advantages and disadvantages of flexible constitution. ( In Bengali ) 




সুপরিবর্তনীয় সংবিধানের ধারণা :- 


পরিবর্তনশীলতার ভিত্তিতে লর্ড ব্রাইস সংবিধানকে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় - এই দুই ভাগে বিভক্ত করেছেন। সুপরিবর্তনীয় সংবিধান সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে রচিত হয়। আইনসভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে খুব সহজেই কোনো বিল আইনে পরিণত হয় বা কোনো আইন সংশোধন করা হয়। কাজেই , আইন প্রণয়ন বা সংশোধনের জন্য কোনো বিশেষ বা জটিল পদ্ধতি অনুসৃত হয়না। 
ব্রিটেন , নিউজিল্যান্ড - ইত্যাদি রাষ্ট্রে সুপরিবর্তনীয় সংবিধান প্রচলিত আছে। 


সুপরিবর্তনীয় সংবিধানের সুবিধা :- 


১. নমনীয়তা :- সুপরিবর্তনীয় সাধারণত নমনীয় প্রকৃতির হয়। এই ধরণের সংবিধান পরিবর্তনশীল সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে সহজেই পরিবর্তন করা যায় বা নতুন আইন প্রবর্তন করা যায়। নমনীয় প্রকৃতির কারণে দ্রুত পরিবর্তনশীল আর্থ - সামাজিক কাঠামোয় সুপরিবর্তনীয় সংবিধান গ্রহণযোগ্য। 

২. গতিশীলতা ও যুগোপোযোগিতা :- সমাজ ব্যবস্থার সাথে সাথে মানুষের চিন্তাধারা , আশা - আকাঙ্খা - ইত্যাদিও পরিবর্তনশীল। যেহেতু সুপরিবর্তনীয় সংবিধান সহজেই পরিবর্তনশীল , তাই এই ধরণের সংবিধান মানুষের আশা আকাঙ্খার সাথে সামঞ্জস্য বজায় রেখে প্রয়োজনীয় আইন প্রবর্তন বা পরিবর্তন করতে পারে। 


৩. জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সঙ্গতি রক্ষা :- জাতীয় জীবনের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থাও সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সুপরিবর্তনীয় সংবিধান জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সঙ্গতিবিধান করে। 

৪. জরুরি অবস্থার পক্ষে উপযুক্ত :- যেকোনো জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য আইন প্রণয়ন বা সংশোধনের প্রয়োজন হয়। যেহেতু সুপরিবর্তনীয় সংবিধান সহজেই পরিবর্তন করা যায় , সেহেতু জরুরি অবস্থার পক্ষে সুপরিবর্তনীয় সংবিধান অত্যন্ত উপযুক্ত। 

৫. বিক্ষোভের সম্ভাবনা হ্রাস :- সুপরিবর্তনীয় সংবিধান যেহেতু মানুষের পরিবর্তনশীল আশা - আকাঙ্খার সঙ্গে সঙ্গতি রেখে খুব সহজেই পরিবর্তন করা যায় , তাই এই ধরণের সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থার উপর বিক্ষোভের সম্ভাবনা হ্রাস পায়। 

৬. সরকারি কাজকর্মের গতিশীলতার পক্ষে সহায়ক :- সরকারি কাজকর্ম পরিচালনা করতে অনেক সময় গতিশীল সিদ্ধান্ত ও আইনের প্রয়োজন হয়। আধুনিক জনকল্যাণকামী রাষ্ট্রগুলিতে তাই সরকারি কাজকর্মের পরিধি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। জনকল্যাণকারী বিভিন্ন আইন প্রণয়ন ও ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সংবিধান সুপরিবর্তনীয় হওয়াই বাঞ্চনীয়। 

সুপরিবর্তনীয় সংবিধানের অসুবিধা :- 


১. সাংবিধানিক স্বকীয়তার অনুপস্থিতি :- প্রতিটি সংবিধানের নিজস্ব কিছু মৌলিক বৈশিষ্ট থাকে এবং তা বিভিন্ন আদর্শ অনুসরণ করে রচিত হয়। কিন্তু পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সংবিধান ঘন ঘন পরিবর্তিত হলে সংবিধান তার মৌলিক আদর্শ থেকে বিচ্যুত হয় ও নিজস্ব বৈশিষ্টগুলির বিলুপ্তি ঘটে। 

২. স্থায়িত্বের অভাব :- সুপরিবর্তনীয় সংবিধানের আইনগুলি স্থায়ী নয়। পরিবর্তনশীল পরিস্থিতির ভিত্তিতে বা সরকারের স্বার্থে সংবিধান পরিবর্তিত হয়। ফলে সুপরিবর্তনীয় সাংবিধানিক ব্যবস্থায় আইন সংক্রান্ত ব্যবস্থার স্থায়িত্বের অভাব ঘটে। 


৩. নাগরিক ও গণতান্ত্রিক অধিকারের রক্ষাকবচ নয় :- সুপরিবর্তনীয় সংবিধান নাগরিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলির রক্ষাকবচ নয়। কেননা এই ধরণের সংবিধান সরকার কর্তৃক খুব সহজেই পরিবর্তিত হয়। অনেক সময়ই দেখা যায় সরকার নিজ স্বার্থ সুরক্ষিত করতে নাগরিক অধিকারগুলি সংকুচিত করে। 

৪. মর্যাদার অভাব :- সুপরিবর্তনীয় সংবিধান যেহেতু সরকার কর্তৃক খুব সহজেই পরিবর্তিত হয় এবং আইনগুলি স্থায়ী হয়না ; তাই সুপরিবর্তনীয় সংবিধানের আইনগুলি দুষ্পরিবর্তনীয় আইনের মত মর্যাদার অধিকারী হয়না ও জনগণ আইনগুলির প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন না।  

৫. সরকারি কর্তৃপক্ষের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা :- সুপরিবর্তনীয় সাংবিধানিক ব্যবস্থায় সরকারের হাতে সংবিধান সংশোধন ও আইন প্রণয়নের সকল ক্ষমতা থাকে। ফলে সরকার নিজেদের ইচ্ছামত ও নিজ স্বার্থে সংবিধান সংশোধন ও আইন প্রণয়ন করতে পারে। ফলে সুপরিবর্তনীয় সাংবিধানিক ব্যবস্থায় সরকারের স্বৈরাচারী হওয়ার আশঙ্কা থাকে। 

৬. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে অনুপযুক্ত :- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করতে সংবিধান স্থায়ী হওয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান সুপরিবর্তনীয় হলে কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যের সকারগুলির ক্ষমতা সংকুচিত করতে পারে ; রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে সকল ক্ষমতা নিজ হাতে কেন্দ্রীভূত করতে পারে। ইত্যাদি কারণে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে সুপরিবর্তনীয় সংবিধান উপযুক্ত নয়। 


      

You May Also Like

0 comments