আর্যদের আদি বসতি সম্পর্কে আলোচনা করো। Discuss the original habitation of the Aryans.

by - December 20, 2021

Discuss the original habitation of the Aryans.

আর্যদের আদি বসতি সম্পর্কে আলোচনা করো। 

অথবা , আর্যদের আদি বাসস্থান সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যে মতভেদ রয়েছে - তা আলোচনা করো। 


আর্যদের আদি বাসস্থান সম্পর্কে ভিন্ন ভিন্ন মতের উপস্থিতি :- 

বর্তমানের বেশিরভাগ সভ্যতার উদ্ভব যে আর্যদের হাত ধরেই হয়েছিল - সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ভারতীয় বর্তমান সভ্যতা হল আর্য সভ্যতারই ক্রম - বিবর্তনের আধুনিক রূপ। আর্যরা উৎপত্তিগত বিচারে ভারতীয় নন। তাদের আদি নিবাস কোথায় ছিল সে বিষয়ে ঐতিহাসিক মহলে মতভেদ রয়েছে। প্রধানতঃ তিনটি ধারায় এই মতামতের ভিন্নতা লক্ষ্য করা যায়। যথা - 
১. আর্যরা ভারতীয়। 
২. আর্যদের আদি নিবাস ইউরোপীয় অঞ্চল। 
৩. আর্যদের আদি নিবাস মধ্য এশিয়া , উত্তর আফ্রিকা - ইত্যদি অঞ্চল। 
তাই আর্যদের আদি নিবাস সম্পর্কে জানতে হলে উক্ত তিনটি ধারা সম্পর্কেই জানা প্রয়োজন এবং তার পক্ষে ও বিপক্ষে মতামতগুলি তুলে ধরা প্রয়োজন। 


প্রথম মত : আর্যরা ভারতীয় :- 

ঐতিহাসিক স্বীকৃত কোনো গ্রন্থে আর্যদের ভারতে আগমনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য নেই। এমনকি তাঁরা যে উত্তর - পশ্চিম ভারতীয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এ বিষয়েও কোথাও কোনো স্পষ্ট উল্লেখ পাওয়া যায়না। বরং উত্তর - পশ্চিম দিক দিয়ে আর্যদের বহিরাগমনের কিছু ঐতিহাসিক প্রমান পাওয়া যায়। ভারতীয় ঐতিহাসিকদের একাংশের মতে , ভারতে কাশ্মীর উপত্যকা বা সপ্তসিন্ধু অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। 

আর্যরা ভারতীয় - এই মতের পক্ষে যুক্তি :- 
১. বৈদিক সাহিত্যগুলিতে কোথাও কোনোরূপ বৈদেশিক ভূখণ্ড , জনজীবন - ইত্যাদির উল্লেখ নেই। আর্যরা বহিরাগত হলে বেদ - গ্রন্থাদিতে বৈদেশিক কিছু বিবরণ নিশ্চই থাকত।  
২. বেদের তথ্য ও বর্ণনা অনুসারে সপ্তসিন্ধু অঞ্চলকে আর্যদের আদি বাসস্থান হিসেবে ঘোষণা করার বিরোধী যুক্তিগুলি ততটা জোরালো নয়। 
৩. পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বেদ আর্যদের সৃষ্টি। এর সাহিত্যমূল্য বিতর্কের উর্ধে। কিন্তু ভারতের বাইরে যদি আর্যরা থাকতো তাহলে তারাও হয়তো সেরূপ সাহিত্য সৃষ্টি করতে পারতো। কিন্তু বিশ্ব ইতিহাসে এরূপ কোনো নজির নেই। 
৪. সংস্কৃত ভাষা প্রকৃতপক্ষে আর্যভাষারই একটি রূপান্তর। পৃথিবীর অন্য কোনো ভাষায় আর্য ভাষার এত প্রত্যক্ষ ও ব্যাপক প্রভাব দেখা যায়না। 
৫. বৈদিক সাহিত্যে উল্লিখিত জীবনধারা , আধ্যাত্মিকতা - ইত্যাদির সাথে ভারতীয় সভ্যতার অনেকাংশের মিল রয়েছে। 
৬. আর্যদের ভাবতীয়ত্বের পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি হল - আর্যরা সপ্তসিন্ধু অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলকে নিজেদের বাসভূমি বলে উল্লেখ করেনি। 

বিপক্ষে যুক্তি :- 
১. আর্যরা ভারতীয় - এ বিষয়ে কোনো ঐতিহাসিক প্রমান নেই। 
২. আর্যাবর্ত ও দাক্ষিণাত্যের সংস্কৃতি , ভাষা ইত্যাদি ছিল সম্পূর্ণ আলাদা। 
৩. সিন্ধু লিপি এখনো পাঠোদ্ধার হয়নি। সুতরাং ভারতের প্রাচীনতম সভ্যতাগুলোর সাথে আর্য সভ্যতার সম্পর্ক ছিল না। পক্ষান্তরে , আর্যরা সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কান্ডারি - এ বিষয়ে অনেক প্রমান পাওয়া গেছে। 


দ্বিতীয় মত : আর্যরা ইউরোপীয় :- 

পক্ষে যুক্তি :- 
১. বুদ্বিমত্তা , দৈহিক গঠন - ইত্যাদির দিক দিয়ে ইউরোপীয় সভ্যতার সাথে আর্য সভ্যতার মানুষদের অনেক বেশি মিল খুঁজে পাওয়া যায়। 
২. ইন্দো - ইউরোপীয় ভাষাগুলির বেশিরভাগই ইউরোপ ও সংলগ্ন অঞ্চলে প্রচলিত। 
৩. বেদাদি শাস্ত্রে যে ধরণের জলবায়ু , পশুপাখি - ইত্যাদির উল্লেখ পাওয়া যায় - তা ইউরোপীয় সভ্যতার সাথে অনেক বেশি সম্পর্কিত। 
৪. ভারতে আর্যদের প্রচলিত সমাজ , অর্থনীতি ও কৃষিকাজে ইউরোপীয় প্রভাব পরিলক্ষিত হয়। 

বিপক্ষে যুক্তি :- 
তবে , আর্যরা ইউরোপীয় - এ ক্ষেত্রে পন্ডিতেরা যেসকল যুক্তির অবতারণা করছেন - ভারতীয় ইতিহাসবিদ ও গবেষকরা সেই সকল যুক্তিগুলিকে হাস্যকর বলে উল্লেখ করেছেন। যারা বলেছেন আর্যরা ইউরোপীয় , তারা একথা স্পষ্ট করে বলতে পারেন নি যে ইউরোপের ঠিক কোথায় আর্যরা বসবাস করতেন। এছাড়া , ইউরোপীয় সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে আর্যদের যে সামঞ্জস্যবিধান করার চেষ্টা করা হয়েছে - তা যথার্থ নয়। 

তৃতীয় মত : আর্যরা মধ্য এশিয়ার জনগোষ্ঠী :- 

আর্যদের আদি নিবাস কোথায় ছিল - এ বিষয়ে সবচেয়ে জোরালো ও সবচেয়ে গ্রহণযোগ্য ধারণাটি হল আর্যরা ছিলেন মধ্য এশিয়ার কিরঘিজিয়া তরাই অঞ্চলের অধিবাসী। পরবর্তীকালে আর্যরা দুটি দলে বিভক্ত হয়ে একটি দল এশিয়া মাইনরের মধ্যে দিয়ে গ্রিস ও ইতালিতে গমন করে এবং অপর দলটির  ভারতে আগমন ঘটে। 

পরিশেষে বলা যায় , আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল - তা আজও ঐতিহাসিক মহলে বিতর্কের বিষয়। যেহেতু বেদ - গ্রন্থাদিতে আর্যরা নিজেদের বাসভূমি সপ্তসিন্ধু অঞ্চল বলে দাবি করেছেন আবার , ভারতের প্রাচীন সভ্যতা গুলিতে আর্যদের অস্তিত্বের কোনো নিদর্শন দেখা যায়না - তাই এই বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে সাধারণভাবে আধুনিক ঐতিহাসিকগণ মধ্য এশিয়ার কিরঘিজিয়া তরাই অঞ্চলকেই আর্যদের আদি নিবাস বলে মনে করে থাকেন।


You May Also Like

0 comments