ফরাসি বিপ্লবের ফলাফল ; Discuss the effects of French Revolution .

by - December 21, 2021

ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। 

Discuss the effects of French Revolution .

Effects / Consequences / Influences of French Revolution. 


ফরাসি বিপ্লবের ফলাফল। 


১৭৮৯ সালে সংঘঠিত ফরাসি বিপ্লবের ফলে মূলতঃ তিনটি মহান আদর্শের উদ্ভব ঘটে যথা - সাম্য , মৈত্রী ও স্বাধীনতা। প্রকৃত অর্থে আধুনিক ইউরোপের সূচনা ফরাসি বিপ্লবের হাত ধরেই হয়েছিল এবং ফরাসি বিপ্লব কয়েক শতাব্দী ধরে সারা বিশ্বের বিভিন্ন আন্দোলনকে প্রভাবিত করে থাকে। আধুনিক সময়ের ইতিহাসের সর্বপ্রধান ঘটনাগুলির মধ্যে অন্যতম হল ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব যে শুধুমাত্র ফ্রান্সকে প্রভাবিত করেছিল তা নয় - সমগ্র ইউরোপ তথা সমগ্র পৃথিবীকে ফরাসি বিপ্লব প্রভাবিত করে। ফরাসি বিপ্লবের সর্বাধিক উল্লেখযোগ্য ফল হল সমাজে স্বাধীনতার আদর্শ প্রতিষ্ঠা করা। এর ফলে সামাজিক ভাবধারা নতুনরূপে গড়ে উঠতে শুরু করে। 


১. পুরাতনতন্ত্রের অবসান :- ফরাসি বিপ্লবের ফলে পুরাতন সমাজ ব্যবস্থার অবসান ঘটে নতুন সমাজের ভিত্তি স্থাপিত হয়। যুগ যুগ ধরে চলে আসা রাজতন্ত্র ও সামগ্রিকভাবে শাসনতন্ত্রের পরিবর্তন ঘটে। ফরাসি বিপ্লবের কিছুকাল পরেই পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও মানুষের মনে যে স্বাধীনতা স্পৃহা জন্মেছিল তার ফলে সেই রাজতন্ত্র দীর্ঘকাল স্থায়ী হয়নি। প্রকৃতপক্ষে ফরাসি বিপ্লবই সারা পৃথিবীর সামনে গণতন্ত্রের আদর্শের প্রতিষ্ঠা করে। 

২. সামন্তপ্রথার বিলুপ্তি :- বিপ্লব প্রাক্কালে ফরাসি সমাজ ছিল বৈষম্যে পরিপূর্ণ। সমাজে অভিজাত ও সামন্তদের প্রভাব ও ক্ষমতা ছিল সর্বাধিক। অন্যদিকে তৃতীয় এস্টেট - এর মানুষেরা ছিল অধিকারহীন ও নির্যাতিত শ্রেণী। ফরাসি বিপ্লবের ফলে সামন্ত ও অভিজাতশ্রেণীর এই বিশেষ অধিকার ও ক্ষমতা বিলুপ্ত হয়। আধুনিক সময়কালে সামন্ততন্ত্রের মৃত্যু হয় ফ্রান্সে এবং ধীরে ধীরে সামন্ততন্ত্রের বিলুপ্তির প্রক্রিয়া সারা ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে। 


৩. কৃষকদের স্বাধীনতার স্বীকৃতি :- সামন্ততন্ত্রের মৃত্যুর ফলে স্বাভাবিকভাবেই কৃষকেরা স্বাধীনভাবে কৃষির অধিকার লাভ করে। কৃষকদের উপর থেকে বিভিন্ন বৈষম্যমূলক কর যেমন - বেগার শ্রম বা কর্ভি , ধর্মকর বা টাইদ - ইত্যাদির অবলুপ্তি হয় এবং ম্যানর প্রথার অবসান ঘটে। কৃষকেরা এইসকল শোষণমূলক করের হাত থেকে রেহাই পায়। সকলেই যে সমানভাবে কাজের সুযোগ পেয়েছিলেন - এমনটা নয় , কিন্তু কৃষকেরা শোষণমূলক ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে জীবনধারণের সুযোগ পায়। 

৪. বিপ্লবের প্যারাডক্স : রক্ষণশীল শ্রেণীর উদ্ভব :- ফরাসি বিপ্লব এক অভাবনীয় প্যারাডক্সের জন্ম দেয়। তৃতীয় শ্রেণীর যেসকল মানুষেরা প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ও সামাজিক স্থিতাবস্থার বিরুদ্ধে যে ধ্বংসাত্মক আন্দোলনের জন্ম দিয়েছিলেন , ফরাসি বিপ্লবের পর এই চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটে। যে সকল মধ্যবিত্ত , কৃষক ও তৃতীয় শ্রেণীর মানুষেরা ফরাসি বিপ্লবের ফলে নিজ নিজ স্বার্থ চরিতার্থ করতে পেরেছিল - তারা নিজেদের সেই স্বার্থকে বিসর্জন দিতে চায়নি। তাই ফরাসি বিপ্লবের পর তারাই প্রচলিত স্থিতাবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়। ঐতিহাসিক কোব্বান একে '' বিপ্লবের প্যারাডক্স '' বলে অভিহিত করেছেন। 

৫. সর্বহারাদের অবস্থার পরিবর্তনহীনতা :- ফরাসি বিপ্লবের ফলে কিছু মালিক শ্রেণির কৃষক ও মধ্যবিত্তরা কিছু অধিকার লাভ করলেও সমাজের নিচু স্তরের মানুষেরা , তথা ভবঘুরে , সর্বহারা মানুষদের কোনো অধিকার স্বীকৃত হয়নি। তাঁদের অবস্থা পূর্ববর্তী সময়ের মতোই থেকে যায়। সমাজে মুক্ত অর্থনীতির প্রচলনের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীর উপকৃত হলেও সমাজের বেকার , শ্রমিক , মুটে - মজুর - এরা কোনোভাবেই উপকৃত হয়নি। 

৬. গির্জা ও যাজক সম্প্রদায়ের ক্ষমতার অবসান :- ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজে গির্জা ও যাজক সম্প্রদায়ের - বিশেষ করে উচ্চ শ্রেণির যাজকদের প্রভাব ও ক্ষমতা ছিল প্রশ্নাতীত। গির্জাকে কোনোরূপ কর দিতে হত না ; উপরন্তু তারা ধর্মকর আদায় করতে পারতো। কিন্তু ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে গির্জা ও যাজকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়। গির্জার সমস্ত সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত হয়। যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হয়। 


৭. সাম্য , মৈত্রী ও স্বাধীনতা - তিনটি মহান আদর্শের উদ্ভব :- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান লক্ষ্য করা যায়। কিন্তু বিপ্লব পরবর্তী ফ্রান্সে বৈষম্যমূলক ব্যবস্থাগুলির অবসান ঘটানো হয় ও যাজক অভিজাত - ইত্যাদি শ্রেণীর বিশেষ ক্ষমতা ও অধিকার হরণ করা হয়। ফলে সমাজে সাম্য , মৈত্রী ও স্বাধীনতার প্রতিষ্ঠা হয় এবং এই তিনটি আদর্শ সারা পৃথিবীর মুক্তিকামী মানুষদের নতুন পথের দিশা নির্দেশ করে। 

৮. রাজতন্ত্রের অবসান ও ডাইরেক্টরীর শাসনের সূচনা :- ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে ও ডাইরেক্টরীর শাসনের সূচনা ঘটে। এরপর ১৮১৫ সালে মেটারনিকের হাত ধরে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেও শেষ পর্যন্ত প্রজাতন্ত্রের আদর্শই ফ্রান্সের ভবিষ্যত নির্ধারণ করে। নেপোলিয়ন রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও তিনি সাম্য , মৈত্রী , স্বাধীনতা ও প্রজাতন্ত্রের মূল ভাবধারাকে বজায় রেখেছিলেন। 

৯. ব্যক্তি ও নাগরিকের অধিকার প্রতিষ্ঠা :- ১৭৮৯ খ্রিস্টাব্দে জাতীয় সভা '' ব্যক্তি ও নাগরিকের অধিকার '' ঘোষণা করেন। এই ঘোষণার ফলে জনগণের বিভিন্ন নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়। যেমন - বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা , সভা - সমিতি গঠনের স্বাধীনতা , ভোটাধিকার , শিক্ষার অধিকার - ইত্যাদি স্বীকৃত হয়। ঘোষিত এই অধিকারগুলি পরবর্তীকালে সারা পৃথিবীর সকল সমাজের মৌলিক নীতি হিসেবে স্বীকৃতিলাভ করে। 

১০. অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন :- ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজকোষ শুন্য হয়ে পড়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ ছিলনা। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে ফরাসি অর্থনীতি নতুন রূপে পরিচালিত হতে থাকে। পুঁজিবাদ ও বুর্জোয়া শ্রেণীর স্বার্থরক্ষা ছিল এই সময়ের অর্থনীতির মূলকথা। বুর্জোয়া শ্রেণি রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে অর্থনীতিকে নিজেদের স্বার্থে পরিচালিত করতে থাকে। 

১১. বুর্জোয়া শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা :- ফরাসি বিপ্লবের পূর্বে বুর্জোয়ারা ছিল অধিকার বঞ্চিত শ্রেণি। কিন্তু ফরাসি বিপ্লবের মূল রূপকার ছিল বুর্জোয়া তথা মধ্যবিত্ত শ্রেণি। ফলে ফরাসি বিপ্লব প্রসূত পরিবর্তনশীল অবস্থার সুযোগে বুর্জোয়াগণ নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে থাকে। ডাইরেক্টরীর শাসনে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা বুর্জোয়াদের হাতে চলে যায়। ফলে রাজনৈতিক , প্রশাসনিক , অর্থনৈতিক - সর্বক্ষেত্রেই বুর্জোয়াদের প্রশ্নাতীত আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 

১২. সাহিত্য , শিল্প ও বিজ্ঞানে সৃজনশীলতার যুগের সূত্রপাত :- ফরাসি বিপ্লবের অবসানের পর রাজনৈতিক অস্থিরতার কিছুটা অবসান ঘটলে রাষ্ট্রীয় উদ্যোগে শিক্ষা - সংস্কৃতির বিকাশের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই সময় থেকে ফ্রান্সে যুক্তিবাদ তীব্র আকার ধারণ করে। ডাইরেক্টরীর আমলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিকাশ এবং নেপোলিয়নের সময়ে ফরাসি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ফ্রান্সের শিক্ষা বিস্তারের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

এছাড়াও ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে ক্রীতদাস প্রথা , ভূমিদাস প্রথা , প্রতিক্রিয়াশীল আইনগুলি বাতিল করা হয়। এর ফলে ফ্রান্সে প্রকৃত অর্থে এক সাম্যবাদী সমাজের পথ চলা শুরু হয়। ফরাসি বিপ্লবের ফলে যে নতুন ও আধুনিক ভাবধারার জন্ম হয় তা সকল সমাজে বিপ্লবাত্মক পরিবর্তন ডেকে আনে।   

    

You May Also Like

0 comments