সামাজিকীকরণ কাকে বলে ? সামাজিকীকরণের বৈশিষ্টগুলি আলোচনা কর।

by - November 11, 2022

সামাজিকীকরণ কাকে বলে ? সামাজিকীকরণের বৈশিষ্টগুলি আলোচনা কর। 

সামাজিকীকরণের সংজ্ঞা ও বৈশিষ্ট। 

সামাজিকীকরণ ও তার বৈশিষ্ট। 




সামাজিকীকরণের ধারণা / সংজ্ঞা :- 

প্রতিটি শিশু জৈবিক প্রাণী হিসাবে জন্মলাভ করে। কিন্তু ধীরে ধীরে সমাজের নিয়ম , রীতিনীতি , প্রথা ইত্যাদির সঙ্গে পরিচিত হয় এবং ধীরে ধীরে সামাজিক প্রাণী হিসাবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ সামাজিকীকরণ হল ব্যক্তির জৈবিক প্রাণী থেকে সামাজিক প্রাণীতে পরিণত হওয়ার প্রক্রিয়া। 

কিংসলে ডেভিস বলেছেন - সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া এবং এর মাধ্যমে শিশু সামাজিক প্রাণীতে পরিণত হয়। 

ম্যাকাইভার বলেছেন - সামাজিকীকরণের মাধ্যমে ব্যক্তিবর্গ পরপস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং জটিল সামাজিক কাঠামোতে অংশগ্রহণ করে। 

অগবার্ণ ও নিমকফ বলেছেন - সামাজিকীকরণের মাধ্যমেই ব্যক্তি সমাজের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। 

বোগারডাস বলেছেন - সামাজিকীকরণের মাধ্যমেই বেক্তিবর্গ পরস্পরের সঙ্গে ব্যবহারিক সম্পর্কে লিপ্ত হয়। 

সুতরাং সামাজিকীকরন হল একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে শিশু সামাজিক জীবনের সঙ্গে পরিচিত হয় , শিশুর ব্যক্তিত্বের বিকাশ ঘটে , শিশু সমাজের সঙ্গে অভিযোজনের দক্ষতা অর্জন করে। সামাজিকীকরণের মাধ্যমেই ব্যক্তি তার সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং তার ধারক ও বাহক হয়ে ওঠে। 


সামাজিকীকনের বৈশিষ্ট :- 


১. একাধিক মাধ্যম :- 
ব্যক্তি নিজে নিজেই সামাজিকীকরণ ঘটাতে পারেনা। তাকে এই কাজে সাহায্য করে যেসকল উপাদান - সেগুলিকে বলে সামাজিকীকরণের মাধ্যম। সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলি হল - পরিবার , বন্ধুগোষ্ঠী , শিক্ষাপ্রতিষ্ঠান , গণমাধ্যম , রাষ্ট্র , বিভিন্ন আদর্শ - ইত্যাদি। এইসকল উপাদানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তির সামাজিকীকরণে সহায়তা করে। 

২. উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক :- 
সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান। ব্যক্তি ও সামাজিকীকরণের মাধ্যমগুলি পারস্পরিক ক্রিয়া - প্রতিক্রিয়ার মাধ্যমে সামাজিকীকরণ ঘটায়। যেমন রাষ্ট্র যথাযথ শিক্ষার ব্যবস্থা করলে শিক্ষা ব্যক্তির চেতনার উন্নতি ঘটায়। মানুষের চেতনার উন্নতি সামাজিকীকরণে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। 

৩. সামাজিক প্রক্রিয়া :- 
সামাজিকীকরণ সম্পূর্ণরূপে একটি সামাজিক প্রক্রিয়া। সমাজে অবস্থানকারী ব্যক্তি সামাজিক উপাদানগুলির সঙ্গে ক্রিয়া - প্রতিক্রিয়ার মাধ্যমেই সামাজিকীকরণ ঘটায়। সামাজিকীকরণের প্রতিটি উপাদান সম্পূর্ণরূপে সামাজিক। 

৪. সকল সমাজে বিদ্যমান :- 
সামাজিকীকরণ প্রক্রিয়া সকল সমাজেই বিদ্যমান। দেশ ও কালভেদে সামাজিকীকরণ প্রক্রিয়া সকল সমাজেই লক্ষ্য করা যায়। আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত ; এমনকী , যেসকল সমাজে সভ্যতার আলো পৌঁছয়নি , সেসকল সমাজেও সামাজিকীকরণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। 


৫. গতিশীল প্রক্রিয়া :- 
সামাজিকীকরণ প্রক্রিয়াটি একটি গতিশীল প্রক্রিয়া। সমাজের পরিবর্তন ও সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিকীকরণ প্রক্রিয়াটিও সমানতালে সংগঠিত হতে থাকে। 

৬. নিরবচ্ছিন্ন প্রক্রিয়া :- 
সামাজিকীকরণ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মানবজীবন ও সমাজজীবনের কোনো স্তরেই সামাজিকীকরণ প্রক্রিয়া সমাপ্ত হয়না - তা প্রবহমান এবং নিরবচ্ছিন্ন। সমাজ সৃষ্টি থেকে বর্তমান সময়কাল পর্যন্ত সামাজিকীকরণ প্রক্রিয়া নিরন্তর সংগঠিত হয়ে চলেছে। 

৭. সামাজিকীকরণ সমাজের সকল অংশকে প্রভাবিত করে :- 
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যেই যে সামাজিকীকরণ প্রক্রিয়া সংগঠিত হয় - তা কিন্তু নয়। সামাজিকীকরণ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সংগঠিত হয়। সমাজে বসবাসকারী সকলেই সামাজিকীকরণের মাধ্যমে সমাজের সঙ্গে পরিচিত হয় ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে। 

৮. পরিস্থিতিভেদে তারতম্য :- 
পরিস্থিতিভেদে সামাজিকীকরণ প্রক্রিয়ার তারতম্য লক্ষ্য করা যায়। একটি আদর্শ সমাজের ব্যক্তিবর্গের সামাজিকীকরণ ঘটে আদর্শরূপে ; অন্যদিকে , যেসকল সমাজের পরিবেশ অসামাজিক , সেসকল সমাজের ব্যক্তিবর্গের সামাজিকীকরণ ঘটে নেতিবাচকরূপে। 

৯. সমাজের পরিবর্তন :- 
সামাজিক পরিবর্তনের একটি প্রধান উপাদান হল সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিবর্গ সমাজের পরবর্তনশীল রীতিনীতির সঙ্গে অভিযোজন ঘটিয়ে সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করে। 

১০. মিথস্ক্রিয়া :- 
সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই ব্যক্তি , সামাজিক প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে মিথস্ক্রিয়া সংগঠিত হয়। ব্যক্তি , প্রতিষ্ঠান ও সমাজের মিথস্ক্রিয়া সামাজিক পরিবর্তনকে সূচিত করে। 

পরিশেষে বলা যায় , সামাজিকীকরণ হল এমন এক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সমাজের রীতিনীতি , প্রথা , সামাজিক আদব - কায়দা , আদর্শ , মূল্যবোধ ইত্যাদির সঙ্গে পরিচিত হয় এবং অভিযোজনের মাধ্যমে সামাজিক প্রাণীতে পরিণত হয়। সামাজিকীকরণ প্রক্রিয়াটি ধারাবাহিক এবং ব্যক্তিজীবনের সর্বকালীন সঙ্গী , ব্যবহারিক সম্পর্কের অন্যতম কারক , সামাজিক কল্যাণসাধন ও শৃঙ্খলারক্ষার উদ্দীপক বিশেষ। 

   
  

You May Also Like

0 comments