ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা কর।

by - May 20, 2022

ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা কর।  

ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের তুলনামূলক আলোচনা। 

Difference between Individual Counselling and Group Counselling. ( In Bengali ) . 




ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের পার্থক্য :- 


১. সংখ্যাগত পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে ব্যক্তিকে এককভাবে পরামর্শ প্রদান করা হয়। 
কিন্তু দলগত পরামর্শদানের ক্ষেত্রে একসঙ্গে একাধিক ব্যক্তিকে পরামর্শ প্রদান করা হয়।  

২. পরিধিগত ক্ষেত্রে পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শদানের পরিধি অনেক ব্যাপক। যেকোনো বিষয়ে ব্যক্তিগত পরামর্শ প্রদান করা যেতে পারে। 
কিন্তু দলগত পরামর্শদানের পরিধি ততটা ব্যাপক নয় ; যেকোনো বিষয়ে দলগত পরামর্শ প্রদান করা যায়না। কেবলমাত্র যেসকল সমস্যা সকলের ক্ষেত্রে প্রযোজ্য - কেবলমাত্র সেই সকল বিষয়ে দলগত পরামর্শ প্রদান করা যেতে পারে। 


৩. প্রকৃতিগত ক্ষেত্রে পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শ প্রদান সাধারণতঃ প্রতিকারমূলক। নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট সমস্যার সমাধানে ব্যক্তিগত পরামর্শ প্রদান করা হয়। 
অন্যদিকে , দলগত পরামর্শ প্রদান সাধারণতঃ প্রতিরোধমূলক। একাধিক ব্যক্তির ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধে দলগত পরামর্শ প্রদান করা হয়। 

৪. পদ্ধতিগত ক্ষেত্রে পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে সাধারণতঃ প্রত্যক্ষ , পরোক্ষ ও ঐচ্ছিক পদ্ধতি অবলম্বন করা হয়। 
অন্যদিকে , দলগত পরামর্শদানের ক্ষেত্রে সাধারণতঃ কর্ম সম্মেলন , বক্তৃতা , নাটক , প্রশ্নোত্তর , সেমিনার - ইত্যাদি পদ্ধতি অবলম্বন করা হয়। 

৫. নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্থক্য  :- 
ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে পরামর্শ গ্রহীতা থাকেন মাত্র একজন। ফলে তার ইচ্ছা ও মতামত , চিন্তাভাবনা - ইত্যাদি স্বাধীনভাবে প্রকাশের সুযোগ থাকে। যিনি পরামর্শ প্রদান করেন - তাঁর নিয়ন্ত্রণ এক্ষেত্রে কম থাকে। 
পক্ষান্তরে , দলগত পরামর্শপ্রদানের ক্ষেত্রে পরামর্শ গ্রহীতা থাকেন সংখ্যায় একাধিক। ফলে ব্যক্তিগত সমস্যাগুলির উপস্থাপনের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দেওয়া সম্ভব হয়না। পরামর্শপ্রদানকারী সাধারণ সমস্যাগুলির পরামর্শ প্রদান করেন প্রধান নিয়ন্ত্রক হিসাবে। 

৬. তথ্য সংগ্রহের ক্ষেত্রে পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শ প্রদান প্রক্রিয়ায় শিক্ষার্থী বা পরামর্শগ্রহকারীর সম্পর্কে পরামর্শদাতা খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারেন। ফলে তার পক্ষে যথাযথ ও উপযুক্ত পরামর্শ প্রদান করা সম্ভব হয়। 
অন্যদিকে , দলগত পরামর্শদান প্রক্রিয়ায় যেহেতু একাধিক পরামর্শ গ্রহীতা থাকেন সেহেতু সকলের সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না। 


৭. শিক্ষার্থীর অবস্থান সংক্রান্ত পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শ গ্রহীতা যেহেতু একজন থাকেন সেহেতু অন্যান্য পরামর্শগ্রহীতার সঙ্গে তার অবস্থানগত পার্থক্য স্পষ্ট প্রতীয়মান হয়না। 
কিন্তু , দলগত পরামর্শপ্রদান প্রক্রিয়ায় যেহেতু একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাই অন্যান্য পরামর্শ গ্রহীতার তুলনায় প্রতিটি ব্যক্তির অবস্থান স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। 

৮. সময় ও অর্থ সংক্রান্ত পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শপ্রদান প্রক্রিয়ায় যেহেতু একজন দাতা ও গ্রহীতা থাকেন তাই এই ধরণের প্রক্রিয়ায় সময় ও অর্থ উভয়ই অধিক পরিমাণে ব্যয় হয়। 
অপরপক্ষে , দলগত পরামর্শপ্রদান প্রক্রিয়ায় একাধিক পরামর্শ গ্রহীতা অংশগ্রহন করেন। ফলে ব্যক্তিগত পরামর্শপ্রদান প্রক্রিয়ার তুলনায় সময় ও অর্থ কম ব্যয় হয়।   

৯. পরামর্শদাতা সংক্রান্ত পার্থক্য :- 
ব্যক্তিগত পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শদাতাকে পরামর্শ গ্রহণকারীর সমস্যার বিষয়ে অভিজ্ঞ হওয়া প্রয়োজন। সমস্যার বিষয়ে যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলে পরামর্শ কার্যকর হয়না। 
অন্যদিকে , দলগত পরামর্শপ্রদান প্রক্রিয়ায় যেহেতু ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে পূর্বনির্ধারিত পরামর্শ প্রদান করা হয় , সেহেতু যেকোনো অভিজ্ঞ শিক্ষকের পক্ষেই পরামর্শ প্রদান করা সম্ভব। 


You May Also Like

0 comments