হান্টার কমিশন :- HUNTER COMMISSION
হান্টার কমিশন :-
১. কবে হান্টার কমিশন গঠিত হয় ?
1882 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি। 
২. কার নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় ? হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন ?
1882 খ্রিস্টাব্দে তদানীন্তন ভাইসরয় লর্ড রিপন তাঁর কার্যনির্বাহী পরিষদের সদস্য স্যার উইলিয়াম উইলসন হান্টার - এর নেতৃত্বে হান্টার কমিশন গঠন করেন। 
হান্টার কমিশনের সভাপতি ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার। 
৩. হান্টার কমিশন কেন গঠিত হয় ?
অথবা , হান্টার কমিশনের উদ্দেশ্যগুলি কী ছিল ?
হান্টার কমিশন গঠনের উদ্দেশ্য :- 
হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি ছিল - 
(i) উডের ডেসপ্যাচে ভারতীয় শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য যেসব সুপারিশ করা হয়েছিল , সেগুলি কতখানি কার্যকরী হয়েছে - তা দেখা এবং কার্যকরী না হয়ে থাকলে , তার কারণ অনুসন্ধান করা এবং তাকে কীভাবে কার্যকরী করা যায় - সে সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ করা। 
(ii) জনশিক্ষা প্রসারের কাজ কী কী কারণে ব্যাহত হচ্ছে - তা অনুসন্ধান করা। 
(iii) জাতীয় শিক্ষাব্যবস্থায় সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলির অবস্থা কী হবে , বেসরকারি প্রচেষ্টার প্রতি সরকার কী নীতি গ্রহণ করবে , এইসব বিষয় অনুসন্ধান করে প্রয়োজনীয় সুপারিশ বা মতামত ব্যক্ত করা। 
(iv) সরকারি আর্থিক অনুদান আরও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা। 
(v) বিদ্যালয়গুলিতে ধর্মশিক্ষা দানের ক্ষেত্রে কোন নীতি গৃহীত হবে - সে সম্পর্কে পরামর্শদান করা। 
(vi) মিশনারিদের দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যবেক্ষণ করে , আগামী দিনে মিশনারিদের ভূমিকা কী হবে - সে সম্পর্কে পরামর্শ দান করা। 
(vii) প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা। 
(viii) বেসরকারি বিদ্যালয়গুলির ক্ষেত্রে অনুদান বরাদ্দের জন্য নীতি প্রণয়নের বিষয়ে পরামর্শ দান করা।   
এখানে উল্লেখ করা প্রয়োজন - উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্কে পর্যালোচনা করার দায়িত্ব এই কমিশনের এক্তিয়ারের বাইরে ছিল।   
৪. হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখ।
আনন্দমোহন বসু , মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর , ভূদেব মুখোপাধ্যায় , জাস্টিস কে তেলাং , সৈয়দ মামুদ - প্রমুখ। 
৫. হান্টার কমিশন কবে রিপোর্ট পেশ করেন ?
1883 খ্রিস্টাব্দে ( গঠিত হওয়ার আট মাস পর ) । 
৬. হান্টার কমিশন মোট কটি প্রস্তাব পেশ করেন ?
হান্টার কমিশন সরকারের কাছে 222 টি প্রস্তাব পেশ করেন। 
৭. হান্টার কমিশনের রিপোর্ট বা প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল ?
হান্টার কমিশনের প্রতিবেদনটি 600 পৃষ্ঠার ছিল। 
৮. ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?
ভারতের প্রথম শিক্ষা কমিশন হল হান্টার কমিশন 1882  ।  
৯. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?
স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ( 1948 ) । 

0 comments