­
সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য। - NANDAN DUTTA

সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য।

by - November 05, 2024

সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য।  

সমাজ ও জনসম্প্রদায়ের তুলনামূলক আলোচনা।  




সমাজ ও জনসম্প্রদায়ের পার্থক্য। 


১. সমাজ হল একটি বিমূর্ত বিষয়। অর্থাৎ , পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে সমাজকে অনুভব করা যায়না এবং তার কোনো নির্দিষ্ট পার্থিব রূপ নেই। 
কিন্তু জনসম্প্রদায় হল একটি মূর্ত প্রতিষ্ঠান। জনসম্প্রদায়ের প্রায় প্রতিটি উপাদানকে নির্দিষ্টরূপে অনুভব করা যায়। 

২. সমাজ হল ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক এবং সেই সম্পর্কের জাল। সমাজস্থ প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্কে আবদ্ধ। 
অন্যদিকে জনসম্প্রদায় হল একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগণ। এই জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকলেও তারা জনসম্প্রদায় হিসাবে বিবেচিত হবেন। 

৩. সমাজ একটি ব্যাপক ধারণা। নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই সমাজের কোনো নির্দিষ্ট সীমা কল্পনা করাও সম্ভব নয়। 
অপর দিকে জনসম্প্রদায়ের একটি সীমাবদ্ধ পরিসর আছে এবং সমাজের তুলনায় জনসম্প্রদায়ের পরিধি অপেক্ষাকৃত ক্ষুদ্র। 


৪. নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে সমাজের উপাদান হিসাবে বিবেচনা করা হয়না। সমাজের ধারণাটি অনেক ব্যাপক যা কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। 
কিন্তু , নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল জনসম্প্রদায়ের একটি অপরিহার্য উপাদান। জনসম্প্রদায় গড়ে উঠতে গেলে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থাকতেই হবে। 

৫. সমাজ সর্বদা স্বয়ংসম্পূর্ণ। সমাজের মধ্যে অবস্থানকারী ব্যক্তিবর্গ তাদের যাবতীয় প্রয়োজন সমাজের মধ্যেই পূরণ করতে পারে। 
পক্ষান্তরে , জনসম্প্রদায়ের স্বয়ংসম্পূর্ণতার বিষয়টি আপেক্ষিক। জনসম্প্রদায় কোনো কোনো ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ আবার কোনো কোনো ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। 

৬. সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে অভিন্নতা ও বিভিন্নতা উভয়ই বর্তমান। রাজনীতি , অর্থনীতি , সমাজনীতি , সংস্কৃতি - ইত্যাদি সর্বক্ষেত্রেই ভিন্ন ভিন্ন মতবাদ লক্ষ্য করা যায়। 
কিন্তু অভিন্নতা হল জনসম্প্রদায়ের একটি অন্যতম বৈশিষ্ট। জনসম্প্রদায়ের মধ্যে ভাষা , রীতিনীতি , সংস্কৃতি , মূল্যবোধ - ইত্যাদি বিভিন্ন বিষয়ে অভিন্নতা লক্ষ্য করা যায়। 

৭. সমাজের ক্ষেত্রে '' আমরা বোধ '' বা We feeling বিষয়টি থাকতেও পারে আবার না'ও থাকতে পারে। আসলে সমাজ একটি বৃহত্তর বিষয়। এর মধ্যে এই ধরণের সমাজবোধ তৈরী হওয়া সাধারণত সম্ভব হয়না। 
কিন্তু , জনসম্প্রদায়গত মানসিকতা জনসম্প্রদায়ের একটি অপরিহার্য বৈশিষ্ট। এই ঐক্যবোধ বা জনসম্প্রদায়গত মানসিকতা না থাকলে জনসম্প্রদায়ের অস্তিত্ব অর্থহীন হয়ে পড়ে।

You May Also Like

0 comments