শিক্ষাগত নির্দেশনা কাকে বলে ? শিক্ষাগত নির্দেশনার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর।

by - August 01, 2022

শিক্ষাগত নির্দেশনা কাকে বলে ? শিক্ষাগত নির্দেশনার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর। 

শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা , লক্ষ্য ও উদ্দেশ্য। 

Educational Guidance: concept, aims and objectives. (In Bengali) 




শিক্ষাগত নির্দেশনা :- 

শিক্ষামূলক নির্দেশনা হল শিক্ষা প্রক্রিয়ায় সাহায্যকারী এক প্রক্রিয়া। আধুনিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীকে সর্বাঙ্গীন উন্নয়ন ও বিকাশ। শিক্ষার্থীর জ্ঞানমূলক ও বৌদ্ধিক বিকাশ , সামাজিকীকরণ , নৈতিকতার বিকাশ , সৃজনশীলতার বিকাশ - শিক্ষার্থীর মধ্যে ইত্যাদি বিভিন্ন ধরণের বিকাশ ঘটানো হল শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীর মধ্যে কাঙ্খিত বিকাশগুলি ঘটিয়ে শিক্ষাকে তার লক্ষ্যপূরণে সহায়তা করে।     

শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীর মধ্যে আত্মসচেতনতার বিকাশ ঘটায় , শিক্ষার্থীকে জীবনের সঙ্গে সুষ্ঠ অভিযোজনে সহায়তা করে , বিদ্যালয় জীবনের সঙ্গে পরিচিতি ঘটায় , শিক্ষা প্রযুক্তি ও উপকরণগুলিকে শিখন - শিক্ষন প্রক্রিয়ায় ব্যবহার করে , ভবিষ্যৎ বৃত্তির রূপরেখা প্রদান করে , শিক্ষার্থীর মধ্যে পাঠের অভ্যাস গড়ে তোলে। এইভাবে শিক্ষাপ্রক্রিয়ার সঙ্গে ব্যক্তিজীবনের সঙ্গতিবিধান ও অভিযোজন ঘটিয়ে শিক্ষার্থীর জীবনকে তাৎপর্যপূর্ণ ও লক্ষ্যযুক্ত করে তোলে। 

শিক্ষা নির্দেশনা প্রতিটি শিক্ষার্থীর জীবনে এবং শিক্ষন - শিখন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে J. M. Brewer নির্দেশনার যে দশটি শ্রেণিভাগ করেছেন তার মধ্যে শিক্ষা নির্দেশনাকে তিনি সবার উপরে স্থান দিয়েছেন। 


শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য ও উদ্দেশ্য :- 


১. পাঠক্রম নির্বাচনে সহায়তা :- শিক্ষার্থীর জীবনে শিক্ষা তার লক্ষ্যগুলি পূরণ করে পাঠক্রমের মধ্যে দিয়ে। একটি আদর্শ পাঠক্রম শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে সক্ষম। শিক্ষা নির্দেশনা শিখন - শিক্ষন প্রক্রিয়ায় পাঠক্রম নির্বাচনে বিজ্ঞানসম্মত ও মনোবৈজ্ঞানিকভাবে সহায়তা করে। 

২. সহপাঠক্রমিক কার্যাবলী :- পাঠক্রম পূর্ণতালাভ করে সহপাঠক্রমের মধ্যে দিয়ে। তাই সহপাঠক্রমিক কার্যাবলীগুলিকে শিক্ষার উদ্দেশ্য পূরণে চয়ন করা ও তাদের কাজে লাগানো হল শিক্ষা নির্দেশনার অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। 

৩. শিক্ষর্থীর বিকাশ :- আধুনিক শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। মানসিক , জৈবিক , সামাজিক , জ্ঞানমূলক , প্রাক্ষোভিক , কৃষ্টিমূলক - ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর বিকাশের জন্য শিক্ষা নির্দেশনা শিক্ষার্থীকে পাঠক্রম , সহপাঠক্রম - ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে ও তাতে সক্রিয় আচরণ করে প্রেষণা যোগায়। 

৪. পাঠ্যপুস্তক :-  একটি যথার্থ ও উপযুক্ত পাঠ্য পুস্তক শিক্ষার মূল লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। শিক্ষা নির্দেশনা শিক্ষার্থীকে উপযুক্ত পাঠ্য পুস্তক নির্বাচনে সহায়তা করে। এছাড়াও উপযুক্ত পাঠ্য পুস্তক প্রণয়নের ক্ষেত্রেও শিক্ষা নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

৫. শিক্ষা সংক্রান্ত সমস্যার প্রতিকার :- প্রায় প্রতিটি শিক্ষার্থী শিখন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। শিক্ষার্থীদের মধ্যে পাঠের অভ্যাস গঠন , প্রশ্নোত্তর তৈরির কৌশল , অনুশীলনের কৌশল , শিক্ষা উপকরণ ও প্রযুক্তিকে ব্যবহারের কৌশল - ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীকে অবগত করে তাদের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পথনির্দেশ করে। 

৬. বিদ্যালয়ে শিক্ষার্থীর অভিযোজন :- শিক্ষা নির্দেশনার অপর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল বিদ্যালয় জীবনের সঙ্গে শিক্ষার্থীর সার্থক অভিযোজন ঘটানো। শিক্ষা নির্দেশনা এই বিষয়ে শিক্ষার্থীকে বিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে। 

৭. উচ্চশিক্ষার লক্ষ্যপূরণে সহায়তা :- বর্তমান সমাজে উচ্চশিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ উর্ধমুখী। কিন্তু বিষয় চয়ন , বিষয়ের বাজার চাহিদা , প্রতিষ্ঠান , সুযোগ - ইত্যাদি বিষয়ে তথ্যের অভাবে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। এই অবস্থায় শিক্ষা নির্দেশনা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য পরিবেশন করে তাদের উচ্চ শিক্ষার লক্ষ্য পূরণে সহায়তা করে।    

৮. বৃত্তিগত লক্ষ্যপূরণে সহায়তা :- উৎপাদনশীলতা ও বৃত্তিমূলক দক্ষতা প্রতিটি শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীকে বৃত্তিগত তথ্য প্রদান করে। বৃত্তিমূলক বিভিন্ন কোর্স , প্রশিক্ষণ , কাজের বাজার , বিভিন্ন ধরণের সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য , বৃত্তিগত ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্প - ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদান করে শিক্ষা নির্দেশনা শিক্ষার্থীর বৃত্তিগত লক্ষ্যপূরণে সহায়তা করে। 

৯. শিক্ষার উপযুক্ত পরিবেশ রচনা :- শিক্ষন - শিখন প্রক্রিয়া সফলভাবে পরিচালনা করতে উপযুক্ত শিক্ষা পরিবেশ অপরিহার্য। শিক্ষা নির্দেশনা শিক্ষার উপযুক্ত পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান করে , বিদ্যালয়ের উপযুক্ত পরিকাঠামো সম্পর্কে আলোচনা করে , শিক্ষকের আদর্শ আচরণবিধি ও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করে - এইভাবে শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার উপযুক্ত পরিবেশ নির্মাণে সহায়তা করে। 

পরিশেষে বলা যায় , শিক্ষামূলক নির্দেশনার লক্ষ্য ও উদ্দেশ্য বহুবিধ ও বহুমুখী। এই বহুমুখী লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষার মূল উদ্দেশ্য পূরণে সর্বদা সক্রিয় থাকে। তাই যথার্থভাবে শিক্ষা প্রক্রিয়া পরিচালনা করতে ও শিক্ষার উদ্দেশ্য পূরণ করতে শিক্ষামূলক নির্দেশনা অপরিহার্য।


You May Also Like

0 comments