বিকাশের সংজ্ঞা ও বৈশিষ্ট আলোচনা কর। definition and features of growth
বিকাশ বলতে কী বোঝ ? বিকাশের গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি আলোচনা কর।
অথবা , বিকাশের সংজ্ঞা ও বৈশিষ্ট আলোচনা কর।
বিকাশের সংজ্ঞা :-
বিকাশ হল ব্যক্তির সহজাত দৈহিক - মানসিক ক্ষমতা বা সামর্থ্যের প্রকাশ ও বিস্তার , যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজেই জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী , সামগ্রিক , গুনগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হল বিকাশ।
Arnolt' Jones এর মতে , বিকাশ হল প্রাণীর মধ্যে ক্রমপরিবর্তন যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। ক্রিয়াগত পরিবর্তনের আবশ্যিক শর্ত , যেমন - কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া , নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব , কিন্তু শুধুমাত্র বৃদ্ধিই বিকাশ নয়।
একটি উদাহরণ দেওয়া যেতে পারে। একটি প্রতিবন্ধী শিশু যার পা 'র ত্রুটির ফলে সে হাঁটতে পারে না - বয়সের সঙ্গে তার পা - এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে , কিন্তু তার পা - এর কার্যকারিতার পরিবর্তন হবে না , অর্থাৎ , সে সুষ্ঠভাবে হাঁটতে পারবে না। এক্ষেত্রে বলা যায় , শিশুটির পা - এর বৃদ্ধি হয়েছে , কিন্তু বিকাশ ঘটেনি। বৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়াগত পরিবর্তনের ওপর গুরুত্ব দেওয়া হয় না , কিন্তু বিকাশের ক্ষেত্রে ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তন আবশ্যক।
বিকাশের বৈশিষ্ট :-
বিকাশ হল একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে এবং যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কার্যসম্পাদনে সাহায্য করে। তবে মনে রাখা প্রয়োজন , বিকাশ বৃদ্ধির ফলেই ঘটে। আরও স্পষ্ট করে বলা যায় , বৃদ্ধি বিকাশের রূপ নেয় - যখন ওই বৃদ্ধি ব্যক্তির কার্যসম্পাদনে উৎকর্ষতা আনে। বিকাশকে আরও অর্থবহ করে তুলতে এর কয়েকটি বৈশিষ্ট উল্লেখ করা প্রয়োজন।
১. শিখনের ফলে বিকাশ :-
Bayer এর মতে , আচরণের পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে। এই আচরণের পরিবর্তনের জন্য পরিকল্পনা প্রয়োজন। এখানে পরিকল্পনা বলতে বোঝায় , ব্যক্তিজীবনে শিখনের বিন্যাস। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে - তারই সমন্বয় হল বিকাশ।
২. বিকাশ হল সংশ্লেষণ :-
কোনো কোনো মনোবিজ্ঞানী বিকাশকে পরিণমন বা শিখনের ফল হিসাবে বিবেচনা করতে অস্বীকার করেছেন। তাঁদের মতে , এই দুটি ব্যাখ্যায় বিকাশকে নিষ্ক্রিয় প্রক্রিয়া হিসাবে দেখা হয়েছে। এ প্রসঙ্গে পিঁয়াজে বলেন , বিকাশ হল প্রকৃতপক্ষে একটি প্রক্রিয়া। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বা একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে। তবে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখনের সমন্বয় হল বিকাশ - এমন ধারণাও ঠিক নয়। পিঁয়াজের মতে , বিকাশের 4 টি প্রক্রিয়া আছে। এগুলি হল - (1) পরিণমন , (2) অভিজ্ঞতা , (3) মানসিক যোগাযোগ ও (4) ভারসাম্যকরণ।
৩. বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া :-
মাতৃগর্ভ থেকে আমৃত্যু বিকাশ ঘটে। তবে বিকাশের হার সবসময় স্থির থাকে না। যেমন শৈশবে ও বয়ঃসন্ধিকালে বিকাশের হার অত্যন্ত বেশি থাকে।
৪. ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত :-
ব্যক্তির দৈহিক বিকাশ , মানসিক বিকাশ , সামাজিক বিকাশ , প্রক্ষোভিক বিকাশ পৃথকভাবে ঘটে না। এগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল।
৫. বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া :-
ব্যক্তির বিকাশে অসমতা পরিলক্ষিত হয়। দৈহিক , মানসিক , সামাজিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য শুধু ব্যক্তিতে ব্যক্তিতে নয় , একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন হারে বিকাশ ঘটে।
৬. বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে :-
প্রতিটি বিকাশই সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। শিশু যখন কিছু ধরার চেষ্টা করে তখন সমস্ত হাতকেই সে ব্যবহার করে। পরে হাতের সমস্ত আঙুলগুলি ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙুল দিয়েই সে প্রয়োজনীয় বস্তু ধরতে পারে।
৭. বিকাশে লিঙ্গগত পার্থক্য দেখা যায়।
স্ত্রী - পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য বর্তমান। বালিকারা বালকদের তুলনায় অনেক আগে পরিণত হয়। বালিকাদের বয়ঃসন্ধি বালকদের তুলনায় অনেক আগে সংগঠিত হয়।
৮. বংশগতি ও পরিবেশের প্রভাব :-
মানুষের জীবনে বিকাশ প্রক্রিয়া তার বংশগতি ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ফলস্বরূপ। কোনো ব্যক্তির বিকশিত হওয়ার পেছনে তার বংশগতি ও তার পরিবেশ উভয়ই তাকে প্রভাবিত করে।
৯. বিকাশ একটি জটিল প্রক্রিয়া :-
ব্যক্তির জীবনে বিকাশ হল একটি জটিল প্রক্রিয়া। মনোবিদেরা তাই বলেন Development is complex , অবশ্য বিকাশ প্রক্রিয়া জটিল হওয়ার কারণেই মানুষ প্রয়োজনে জটিলতা থেকে নির্বাচন করতে সহায়তা করে।
১০. বিকাশ পরিবর্তনশীল :-
বিকাশ প্রক্রিয়ায় প্রতিটি স্তর পূর্ববর্তী স্তরের ওপর নির্ভরশীল থেকেই এগিয়ে চলে। ফলতঃ ব্যক্তির এই মুহূর্তের আচরণধারা তার পূর্ববর্তী আচরণ বা বিকাশের দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। মনোবিজ্ঞানী হারলক বলেছেন - Development is cumulative .
0 comments