' উপনয়ন ' ও ' সমাবর্তন ' What is ' Upanayana ' and ' Samavartan ' according to Bramhanic philosophy .

by - July 22, 2021

What is ' Upanayana ' and ' Samavartan ' according to Bramhanic philosophy . 


বৈদিক - ব্রাহ্মণ্য শিক্ষাদর্শন অনুসারে ' উপনয়ন ' ও ' সমাবর্তন ' সম্পর্কে আলোচনা কর। 





উপনয়ন :- 

বৈদিক - ব্রাহ্মণ্য যুগে শিক্ষা শুরু হত উপনয়ন নামক অনুষ্ঠানের মাধ্যমে। মস্তক মুন্ডন ও চূড়াকর্মের মাধ্যমে প্রাথমিক শিক্ষা শুরু হত। ব্রাহ্মণ , ক্ষত্রিয় ও বৈশ্য শিশুরা যথাক্রমে 8 , 11 ও 12 বছর বয়স পর্যন্ত পিতৃগৃহে থাকার পর উপনয়নের মাধ্যমে নবীন ব্রহ্মচারী বা ' দ্বিজ ' হিসেবে গুরুকুলে পাঠ শুরু হত। এই উপনয়ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই আর্য শিশু বিদ্যাগ্রহনের উপযুক্ত হত। নবজন্ম হত তার। এই কারণে উপনয়নের পর তাদের বলা হত ' দ্বিজ '। ' দ্বিজ ' হলে সে গুরুগৃহে যাওয়ার যোগ্যতা অর্জন করত। তবে , অপরাধী ও শুদ্রদের উপনয়ন অনুষ্ঠান হত না। 


সমাবর্তন :- 

সমাবর্তন উৎসবের মধ্যে দিয়ে গুরুগৃহে বাসের সমাপ্তি পর্ব সুচিত হত। পাঠ শেষ করে শিক্ষার্থীগণ তাদের সাধ্যমতো গুরুদক্ষিণা দিয়ে , গুরুর সন্তুষ্টি বিধানের পর , গুরুর অনুমতি নিয়ে গৃহে ফিরে আসত।  স্নাতক ছিল তিন শ্রেণীর - 
(ক ) যিনি বেদ অধ্যয়ন করেছেন কিন্তু সমস্ত ব্রত পালন করেননি - তাকে বিদ্যা স্নাতক বলা হত। 
(খ )  যিনি সমস্ত ব্রত পালন করেছেন কিন্তু সমস্ত বেদ পাঠ করেন নি - তাকে বলা হত ব্রত স্নাতক। 
(গ )  যিনি সমস্ত বেদ পাঠ করেছেন এবং সমস্ত ব্রত পালন করেছেন তাকে বলা হত বিদ্যাব্রত স্নাতক। 

সমাবর্তন উৎসব যথেষ্ট জাঁকজমকপূর্ণ হত। স্নান করে , নতুন বস্ত্র পরিধান করে , গলায় মালা পড়ে , রথে বা হাতিতে চড়ে শিক্ষার্থী সমাবেশে উপস্থিত হত। পন্ডিতদের কাছ গুরু তাকে স্নাতক বলে পরিচয় করিয়ে দিতেন। শিক্ষা শেষে সমাবর্তন উৎসবে ভবিষ্যৎ জীবনে চলার পথে পাথেয় হিসেবে যে উপদেশ গুরু শিষ্যকে প্রদান করতেন - তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আচরণীয় ধর্ম বলে বিবেচিত হত।  


You May Also Like

0 comments