৪. সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি লেখো।

৪. সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি লেখো।
Analyse the different causes regarding the destruction of Indus Valley Civilisation.

ভূমিকা :-
যথেষ্ট সাক্ষ্য প্রমাণের অভাব , সিন্ধু উপত্যকা ও হরপ্পায় প্রাপ্ত লিপিগুলির যথাযথ পাঠোদ্ধারের অভাব - ইত্যাদি কারণে এই সভ্যতা তথা সংস্কৃতির অবলুপ্তির কারণ সঠিকভাবে জানা যায় না। অনেকে মনে করেন , ক্রমান্বয়ে সাতবার মহেঞ্জোদাড়ো নগরটি ধ্বংস হয়ে গেলে এর অধিবাসীরা সম্পূর্ণভাবে তা পরিত্যাগ করে। অবশ্য সিন্ধু লিপি পাঠোদ্ধার না হলে এর অবলুপ্তির কারণ সঠিকভাবে জানা যাবে না। এ প্রসঙ্গে বলা যেতে পারে -
'' It is impossible at the present state of our knowledge to come to any definite conclusion .''
 ( The Vedic Age )

তবে সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে ঐতিহাসিকগণ বেশ কয়েকটি বিষয়ের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন ; যেমন -


( i ) অভ্যন্তরীন অবক্ষয় :-
মহেঞ্জোদাড়ো , হরপ্পা ও অন্যান্য নগরের তীব্র জনস্ফীতির ফলে বাসস্থানগুলির আকার ক্ষুদ্র হয়ে পরে। পৌর সংস্থার কর্তৃত্ব শিথিল হয়ে পরে। ব্যবসা বাণিজ্যেও ভাটা পড়ে এবং মৃৎশিল্পের পূর্ব গৌরব ম্লান হয়ে পড়ে।
এই প্রসঙ্গে ঐতিহাসিক হুইলার মন্তব্য করেছেন - পরবর্তীকালের মহেঞ্জোদাড়ো ছিল পূর্বের মহেঞ্জোদাড়োর ছায়ামাত্র। খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দের মধ্যে হরপ্পা সভ্যতার অবক্ষয় সম্পূর্ণভাবে দেখা যায় যা ছিল অভ্যন্তরীণ অবক্ষয়ের ফলশ্রুতি।

( ii ) রক্ষণশীল মানসিকতা :-
হরপ্পা সভ্যতার অবক্ষয়ের অপর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল হরপ্পা অধিবাসীদের রক্ষণশীল মানসিকতা। সময়ের সাথে সাথে হরপ্পা সংস্কৃতির কোনো পরিবর্তন সাধিত হয়নি। এই পরিবর্তনের অভাবের মূলে ছিল তথাকার  মানুষের রক্ষণশীল মানসিকতা। তাই রাজনৈতিক , সামাজিক , অর্থনৈতিক - ইত্যাদি সর্বক্ষেত্রেই তারা সমকালীন অন্যান্য সভ্যতা যথা সুমেরীয় ও ব্যাবিলনীয়দের তুলনায় অনেকটা পিছিয়ে পড়ে ; ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্থ হয় ও কালক্রমে তা ধ্বংসের দিকে ধাবিত হয়।



( iii ) প্রাকৃতিক দুর্যোগ :-
Dr. Raikes প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বা প্রাকৃতিক দুর্যোগকে হরপ্পা সভ্যতার অবলুপ্তির কারণ হিসেবে চিহ্নিত করেছেন। জলবিজ্ঞান বিষয়ক গবেষণার পর অনেকের মতে , মহেঞ্জোদাড়োর কাছে এক ভয়াবহ ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং এর ফলে নগরটি ধ্বংস হয়ে যায়।
সম্প্রতি ভূ-বিদ্যা সংক্রান্ত প্রখ্যাত ফরাসি গবেষিকা Dr. Marie Agnes Courty  ব্যাপক অনুসন্ধান করে দেখিয়েছেন যে , ২০০০ খ্রিস্ট পূর্বাব্দে ব্রোঞ্জ যুগে পশ্চিম এশীয় ও সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলিতে ব্যাপক ভৌগোলিক পরিবর্তন ঘটে। মহাজাগতিক বিস্ফোরণে অথবা ধূমকেতুর ধাক্কায় জলবায়ুর ব্যাপক পরিবর্তন সাধিত হয়। কৃষি অঞ্চলগুলি মরুভূমিতে পরিণত হয়। এর সাথে সাথে তথাকার অধিবাসীগণ সিন্ধু সভ্যতার অঞ্চলগুলিকে ত্যাগ করতে শুরু করে।
ব্রিটিশ বিশেষজ্ঞ Benny Peiser অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন।

( iv ) বৈদেশিক আক্রমণ :-
এম. ট্যাডি ঋগ্বেদে বর্ণিত ঘটনার উল্লেখ করে বলেছেন যে , আর্যদের বিভিন্ন গোষ্ঠীর আক্রমণের ফলে সিন্ধুর নগরগুলির বিলুপ্তি ঘটে।
H.G. Wells মনে করেন , হামুরাবির আমলে আর্যদের আক্রমণের ফলে উত্তর ভারতের নগর ও নাগরিকেরা ধ্বংস হয়ে পড়ে। বুকার - এ প্রাপ্ত সীলমোহরে কুঠারের ছবি এবং ঋগ্বেদে  হরিওপির যে কাহিনী বর্ণিত আছে তা সম্ভবতঃ বৈদিক আর্য ও সিন্ধুবাসীদের মধ্যেই সংগঠিত হয়েছিল। আবার অনেকের মতে , আক্রমণকারীদের সকলেই যে বৈদিক আর্য ছিলেন - তা নয় ; তাদের অনেকে বেলুচিস্তান থেকেও আসেন।
মনে করেন , এই মহান সভ্যতার পতনের মূলে ছিল ভ্রমণশীল রথারোহী মানুষের ব্যাপক চলাচল যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে সমগ্র সভ্য জগতের চেহারা পাল্টে দেয়।



( v ) জলবায়ুর পরিবর্তন :-
সীলমোহরে উৎকীর্ণ গন্ডার , হাতি প্রভৃতি জন্তুর ছবি থেকে প্রমাণিত হয় যে , সিন্ধু উপত্যকা ছিল বনাকীর্ণ এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হতো। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে  বনজঙ্গল পরিষ্কার করা হলে বৃষ্টিপাতের পরিমান কমে যায়। ফলে কৃষিকার্যের অবনতি ঘটে। বৃষ্টির স্বল্প হেতু কৃষি অঞ্চল ক্রমেই মরুময় হয়ে ওঠে। খ্রিস্টপূর্ব ১৭০০ থেকে ১৫০০ অব্দের মধ্যে এর অধিকাংশ অঞ্চল শুষ্ক ও মরুময় হয়ে পড়ে। সুতরাং জলবায়ুর পরিবর্তন হরপ্পা সভ্যতার অবলুপ্তির এক অন্যতম কারন।

অন্যান্য কারণ :-
A. নিবর্ণীকরণ - বালুভূমির প্রসার ও ইঁট পোড়াবার জন্য গাছের যথেচ্ছ ব্যবহারে অঞ্চলগুলি বনশুন্য হয়ে পড়ে ; ফলে কৃষি অর্থনীতির বিপর্যয় ঘটে এবং মানুষ অন্যত্র চলে যায়।
B. বন্যা - খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দে সিন্ধু নদে ভয়াবহ বন্যা দেখা দেয় এবং সমগ্র সভ্যতা বন্যার কবলে চলে যায়। এম আর সাহানী বলেছেন - '' Floods may have swept the Indus Culture .''
C. মহামারী - এই বন্যার পর দেখা দেয় মহামারী যা সিন্ধু সভ্যতার ওপর চরম আঘাত।
D. জমিতে লবণের পরিমান বৃদ্ধির ফলে কৃষির ক্ষতি হয় এবং কৃষিনির্ভর অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে।
E. রাজপুতানায় মরুভুমি সম্প্রসারণের ফলে সমগ্র সিন্ধু সভ্যতা মরুভূমির কবলে চলে যায়।
F. এছাড়াও সিন্ধুনদের গতিপথের পরিবর্তন সিন্ধু সভ্যতার পতনের অন্যতম কারণ।

উপসংহার :-
ঐতিহাসিকেরা মনে করেন , খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ নাগাদ এই সভ্যতার চূড়ান্ত বিনাশ ঘটে। উপরোক্ত আলোচনার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় , সিন্ধু সভ্যতার পতনের মূলে কোনো একটি নির্দিষ্ট কারণ ছিল না। একাধিক প্রাকৃতিক ও রাজনৈতিক কারণ ছিল সিন্ধু সভ্যতার পতনের জন্য দায়ী। তবে হরপ্পা সভ্যতার উত্থানের মতো তার বিলুপ্তির কাহিনী আজও রহস্যাবৃত।   
'' At the end of this period ( about 1200 years ) it ( Indus Valley Culture ) goes out of history practically unwept and unsung .''        


Share
Tweet
Pin
Share