আমীর খসরু। Write a short note on Amir Khasru .
আমীর খসরু।
দিল্লির সুলতানি আমলের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক হলেন আমীর খসরু। তিনি ছিলেন দিল্লির দরবারের সভা - কবি ও ঐতিহাসিক। তাঁর কবিতা উচ্চ প্রশংসার দাবী করে। তিনি সুলতানি যুগের ইতিহাসে '' হিন্দুস্থানের তোতাপাখি '' নামেও পরিচিত।
১২৯০ থেকে ১৩২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধিক সুলতানের সভাসদ পদে অধিষ্ঠিত ছিলেন। সুতরাং তিনি জালাল উদ্দিন খলজি থেকে মহম্মদ বিন তুঘলক পর্যন্ত দিল্লির সুলতানদের সমসাময়িক ছিলেন। তিনি বহু উল্লেখযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন - এই কারণে তাঁর বিবরণীর ঐতিহাসিক মূল্য অনস্বীকার্য।
'' খাজাইন - উল - ফুতুহ '' নামক গ্রন্থে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান , বরঙ্গল ও মাবার অভিযান , তাঁর প্রশাসনিক সংস্কার , মোগল আক্রমণ প্রভৃতি বিভিন্ন বিষয়ের বিবরণ প্রকাশিত হয়েছে। খলজি ও তুঘলক রাজত্বের ইতিহাস জানার জন্য এই গ্রন্থখানি খুবই মূল্যবান।
এছাড়া আমীর খসরুর অন্যান্য '' মসনবী '' বা ঐতিহাসিক কাব্যের মধ্যে '' কিরাণ - উস - সাদাইন '' , '' মিফতা - উল - ফুতুহী '' , '' তুঘলকনামা '' - ইত্যাদির উল্লেখ করা যায়। আমীর খসরুর কাব্যগুলি ঐতিহাসিক তথ্যে ভরপুর।
রাজ সভাসদ ও সরকারি কর্মচারী হওয়ায় তাঁর পক্ষে সরকারি দলিলপত্র দেখবার ও উচ্চপদস্থ কর্মচারীদের কাছ থেকে সরাসরি সংবাদ আহরণ করা সহজ ছিল। সময়ানুক্রমিকভাবে তথ্য পরিবেশন করার ক্ষেত্রে বারণি অপেক্ষা আমীর খসরু অধিক পারদর্শী ছিলেন। তাঁর উল্লিখিত সন ও তারিখগুলিও অধিকাংশ ক্ষেত্রেই যথার্থ বলে প্রমাণিত হয়েছে।
0 comments