­
ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা। - NANDAN DUTTA

ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা।

by - April 24, 2025

ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা। 




ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা। 


ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনির ভূমিকা প্রসঙ্গে ঐতিহাসিক গ্রেনভিল মন্তব্য করেছেন - ''The intellectual apostle of republican unity.'' । শৈশবকাল থেকেই তিনি ছিলেন দেশপ্ৰেমে উদ্বুদ্ধ। তিনি জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করতেন এবং তার সঙ্গে এও বিশ্বাস করতেন ইতালি থেকে অস্ট্রিয়ার শাসন দূর করতে কোনো বিদেশি শক্তির সহায়তা প্রয়োজন নেই। শুধুমাত্র দেশের যুবসম্প্রদায় ঐক্যবদ্ধভাবে অস্ট্রিয়ার হাত থেকে ইতালিকে স্বাধীনতা প্রদান করতে সক্ষম। 

১. ম্যাৎসিনির ভাবাদর্শ :- 
ম্যাৎসিনি এক স্বাধীন ও অখন্ড ইতালির স্বপ্ন দেখতেন। প্রথমদিকে ম্যাৎসিনি কার্বনারী নামক বিপ্লবী সমিতিতে যোগদান করেন। এরপর ১৮৩০ খ্রিস্টাব্দে পিডমন্টের বিদ্রোহে জড়িত থাকার অপরাধে নির্বাসিত করা হয়। মাতৃভূমি থেকে বিতাড়িত হলেও তিনি দেশের সকল ঘটনার খবর রাখতেন। এই সময়কালে তিনি ইতালির মুক্তি আন্দোলনের জন্য নিজেকে প্রস্তুত করেন। তিনি বিশ্বাস করতেন ইতালির ঐক্যের জন্য সর্বপ্রথম দরকার জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা। 

২. ভাবজগতে আলোড়ন :- 
ঐক্যবদ্ধ ইতালির আদর্শ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি ব্যাপক প্রচারাভিযান করেন। এমনকি তিনি সাদা , সবুজ ও লাল রঙে রঞ্জিত ইতালির জাতীয় পতাকা প্রবর্তন করেন। এই পতাকার একদিকে গণতন্ত্র , সাম্য ও মানবতা এবং অন্যদিকে স্বাধীনতা ও ঐক্য - ইত্যাদি শব্দ লেখা ছিল। স্বভাবতই এই পতাকা ইতালিবাসীর মধ্যে দারুন প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এছাড়াও ইতালিকে ঐক্যবদ্ধ করতে হলে অস্ট্রিয়াকে বলপ্রয়োগের মাধ্যমে ইতালি থেকে বিতাড়িত করতে হবে - এমন ঘোষণা করেন। এজন্য তিনি ইতালির যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 


৩. ইয়ং ইতালি :- 
১৮৩২ খ্রিস্টাব্দে ম্যাৎসিনি ইয়ং ইতালি দল গঠন করেন। অস্ট্রিয়ার হাত থেকে ইতালির স্বাধীনতা অর্জন ও ঐক্যবদ্ধ ইতালির প্রতিষ্ঠা - এই ছিল ম্যাৎসিনির মূল লক্ষ্য। এজন্য তিনি ইয়ং ইটালির সদস্যদের আহ্বান করেন যে , শুধুমাত্র অস্ট্রিয়ার হাত থেকে স্বাধীনতা অর্জন নয় , ইয়ং ইতালি দলের মূল লক্ষ্য হবে ঐক্যবদ্ধ ইতালির প্রতিষ্ঠা। এজন্য তিনি দলের সদস্যদের কাছে গণ - অভ্যুত্থান ও গেরিলা যুদ্ধের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি ইয়ং ইতালি দলের সদস্যদের জাতীয়তাবাদী শিক্ষায় শিক্ষিত করেন সদস্যদের সমগ্র ধ্যান - জ্ঞান জুড়ে শুধুমাত্র ইতালির সেবার কথা বলেন। তিনি বলতেন - Never rise in any other name than that of Italy and of all Italy.  । ফেব্রুয়ারি বিপ্লবের পূর্বে ইয়ং ইতালি দলের সদস্যসংখ্যা ছিল প্রায় ৬০০০০  । 

৪. ইয়ং ইতালি পত্রিকা :- 
ইয়ং ইতালি দলের মুখপত্রের নাম ছিল ইয়ং ইতালি। এই পত্রিকা ইতালিতে প্রচন্ড জনপ্রিয় ছিল। ইয়ং ইতালি পত্রিকার মাধ্যমেই সমগ্র ইতালি জুড়ে ভাবজগতে এক বিপ্লবের ভিত রচিত হয়। ইয়ং ইতালি পত্রিকার মাধ্যমে ম্যাৎসিনি বৈপ্লবিক ভাবাদর্শ প্রচার করতেন যা ইতালির জনমানসে এক আলোড়ন সৃষ্টি করে। 

৫. ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব :- 
ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্য ইটালির ঐক্য আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ম্যাৎসিনি ইয়ং ইটালি দলকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন। ফলে সমগ্র ইতালি জুড়ে জাতীয়তাবাদী আন্দোলন বৈপ্লবিক আকার ধারণ করে। প্রথমে বিদ্রোহ শুরু হয় রোমে। বিদ্রোহের তীব্রতায় ভীত হয়ে পোপ পলায়ন করতে বাধ্য হন এবং রোম ও তাস্কানি - তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 

৬. প্রজাতন্ত্র ও সমাজতন্ত্রের মেলবন্ধন :- 
ম্যাৎসিনি প্রজাতান্ত্রিক নীতিতে বিশ্বাসী ছিলেন ঠিকই ; কিন্তু তাঁর মধ্যে সমাজতান্ত্রিক ভাবাদর্শেরও সমর্থক ছিলেন। তবে মার্কসবাদী আদর্শের পরিবারে তিনি জ্যাকোবিন সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ইতালিতে স্বল্পকালের যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাতে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ , ন্যূনতম মজুরি , ধর্মনিরপেক্ষতা - ইত্যাদি প্রগতিশীল সংস্কার সাধন করেন। 

৭. ভবিষ্যৎ বৈপ্লবিক আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন :- 
রোমে স্থাপিত প্রজাতন্ত্র স্বল্পস্থায়ী হয় ঠিকই , কিন্তু ম্যাৎসিনি তাঁর আদর্শের মাধ্যমে ভবিষ্যৎ বৈপ্লবিক আন্দোলনের পটভূমি প্রস্তুত করে যান। তাঁর আদর্শের প্রভাবেই ইটালির বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। ম্যাৎসিনির শিষ্য ক্যাভুর সেই আন্দোলনের সঙ্গে বৈদেশিক শক্তির সাহায্য নিয়ে অভ্যুত্থান ঘটান। অপর শিষ্য গ্যারিবল্ডি দক্ষিণ ইতালি জয় করেন 

৮. নব্য ইতালির প্রাণপুরুষ :- 
ম্যাৎসিনি জীবনের অনেকটা সময় নির্বাসনে কাটিয়েছিলেন। ফলে তাঁর পরিকল্পনাগুলো খুব একটা সফল হয়নি। তিনি রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেও ফরাসি সেনার আক্রমণে তার পতন ঘটে। কিন্তু তা স্বত্তেও বলতে হয় ম্যাৎসিনি ছিলেন নব্য ইতালির প্রাণপুরুষ। মধ্য ইতালি ও দক্ষিণ ইতালির সংযুক্তিকরণ একমাত্র ম্যাৎসিনির ভাবাদর্শের ফলেই সম্ভব হয়েছে বলে ঐতিহাসিক গ্রেনভিল মনে করেন।  

You May Also Like

0 comments