দলগত নির্দেশনা কাকে বলে ? দলগত নির্দেশনার সংজ্ঞা :-

by - July 14, 2022

দলগত নির্দেশনা কাকে বলে ? 

Definition of Group Guidance . ( In Bengali ) . 




দলগত নির্দেশনা কাকে বলে ? 

দলগত নির্দেশনার সংজ্ঞা :- 


কিছু সমস্যা এমন থাকে যা দলগতভাবে মানুষকে আক্রমণ করে। একসঙ্গে বহুসংখ্যক মানুষ এর দ্বারা আক্রান্ত হন। এই ধরণের সমস্যামূলক পরিস্থিতির ক্ষেত্রে দলগতভাবে যে ধরণের নির্দেশনা প্রদান করা হয় - তাকেই বলে দলগত নির্দেশনা। 

সামাজিক বিভিন্ন সমস্যা , পেশাগত চাহিদা - এই ধরণের সমস্যাগুলি সর্বজনীন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরণের সমস্যাগুলির একক বা ব্যক্তিগত সমাধান সম্ভব নয় - এজন্য দলগত প্রয়াস প্রয়োজন হয়। এই ধরণের সমস্যার ক্ষেত্রে দলগত নির্দেশনার প্রয়োজন হয়। 

Jones এর মতে ,যে ধরণের নির্দেশনা একাধিক ব্যক্তিকে একসঙ্গে দেওয়া হয় - তাকেই বলে দলগত নির্দেশনা। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন দলগত নির্দেশনা বলতে কোনো একটি নির্দিষ্ট দলকে নির্দেশনা প্রদান করা বোঝায় না ; দলগত নির্দেশনা হল দলের মধ্যে প্রতি একক ব্যক্তির সাধারণ নির্দেশনা। 

শিক্ষা পরিকল্পনা , বৃত্তি পরিকল্পনা , বৃত্তি চয়নের পদ্ধতি , ব্যক্তিত্ব সংক্রান্ত সমস্যা - এই ধরণের বিষয়গুলির ক্ষেত্রে দলগত নির্দেশনা খুবই কার্যকর ভূমিকা পালন করে। 

    

You May Also Like

0 comments