দলগত নির্দেশনার বিভিন্ন কৌশল / উপায় / পদ্ধতিগুলি আলোচনা কর।

by - July 14, 2022

দলগত নির্দেশনার বিভিন্ন কৌশল / উপায় / পদ্ধতিগুলি আলোচনা কর। 

Group Guidance . Different techniques / methods of group guidance . ( In Bengali ) .




দলগত নির্দেশনার বিভিন্ন কৌশল বা উপায়। 

১. দলগত আলোচনা :-  নির্দিষ্ট উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে কোনো অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তি কর্তৃক সঞ্চালিত বিশেষ ধরণের আলোচনা যা একই সাথে একাধিক ব্যক্তিকে বৃত্তি ,জীবনের নানান সমস্যা - ইত্যাদি সম্পর্কে নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের আলোচনা সম্পূর্ণ নিয়ন্ত্রিত না হলেও নির্দিষ্ট উদ্দেশ্যকেন্দ্রিক হয়ে থাকে। 

২. দলগত প্রতিবেদন :- এই ধরণের পদ্ধতিতে ব্যক্তিদেরকে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করে দিয়ে সমস্যা ও তার সমাধান সম্পর্কে ভিন্ন ভিন্নভাবে প্রতিবেদন পেশ করতে বলা হয়। তারপর সবগুলি প্রতিবেদনের ভিত্তিতে সাধারণ সূত্র নির্ধারণ করা হয়। এর ফলে উপস্থিত সকল ব্যক্তি সমস্যা সমাধানের বিভিন্ন দিকগুলি সম্পর্কে অবগত হতে পারেন।   

৩. বক্তব্য উপস্থাপন :- মূলতঃ শিক্ষা , বৃত্তি , ব্যক্তিত্ব গঠন - ইত্যাদি ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি দ্বারা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে দলগত নির্দেশনা প্রদান করা যায়। এই ধরণের পদ্ধতির সাহায্যে একসঙ্গে বহুসংখ্যক মানুষকে নির্দেশনা প্রদান করা যায়। এই ধরণের পদ্ধতিতে তথ্য প্রদান ও নির্দিষ্ট বিষয়ে পথনির্দেশ দেওয়া হয়। 

৪. Question Box :- এটি একটি প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে দলে উপস্থিত ব্যক্তি তাদের সমস্যা বা প্রশ্নগুলিকে একটি কাগজে লিখে নির্দিষ্ট বাক্সে জমা করেন। কোনো শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি বা নির্দিষ্ট বিষয়ে বিশেষভাবে দক্ষ ব্যক্তি সেইসকল প্রশ্নগুলির মধ্যে থেকে যুক্তিপূর্ণ সমস্যা ও প্রশ্নগুলিকে খুঁজে নিয়ে তার উত্তর প্রদান করেন। 


৫. নাটক - উপস্থাপন :- নির্দিষ্ট বিষয়ক কেন্দ্র করে নাটক উপস্থাপনের মাধ্যমে আকর্ষণীয়ভাবে সমস্যা ও তার সমাধানকে একাধিক মানুষের সামনে উপস্থিত করা হয়। মূলতঃ মক ইন্টারভিউ , সামাজিক বিভিন্ন প্রথা ও কুসংস্কার ,স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালন - ইত্যাদি বিষয়ে নাটক উপস্থাপন কার্যকর ভূমিকা পালন করে। 

৬. কর্ম সম্মেলন :- কোনো একটি নির্দিষ্ট বৃত্তি বা কর্মে সফল ব্যক্তি কর্ম প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ,জিজ্ঞাসা - ইত্যাদির আলোচনা করে থাকেন। এই ধরণের প্রক্রিয়ায় কর্মের বৈশিষ্ট , কর্ম প্রাপ্তির সুযোগ , নির্দিষ্ট কর্মের বর্তমান চাহিদা - ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এই জাতীয় কর্ম সম্মেলনের মাধ্যমে কর্ম প্রত্যাশী ব্যক্তিরা ইতিবাচকভাবে উপকৃত হয়ে থাকেন। এছাড়াও এই ধরণের কর্ম সম্মেলনে নির্দিষ্ট কর্ম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়ে থাকে। 

৭. Audio visual ও Multimedia - র মাধ্যমে নির্দেশনা প্রদান :- চলচ্চিত্র , রেডিও , টেপ রেকর্ডার , পোস্টার - ইত্যাদির মাধমেও দলগত নির্দেশনা প্রদান করা হয়। বিভিন্ন চলচ্চিত্র , তথ্যচিত্র  ইত্যাদির মাধ্যমে বাস্তব সমস্যাগুলি তুলে ধরে উপযুক্ত পথনির্দেশ প্রদান করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্প ,সুযোগ সুবিধা - ইত্যাদিকে জগণের মধ্যে প্রচারের ক্ষেত্রে এটি একটি কার্যকরী মাধ্যম। এর দ্বারা মানুষ বিভিন্ন বৃত্তি সম্পর্কে , সরকারি প্রকল্প সম্পর্কে , বিভিন্ন বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সম্পর্কে -জানতে পারেন। 

৮. নির্দিষ্ট উদ্দেশ্যকেন্দ্রিক ভ্রমণ :- নির্দিষ্ট উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান , ঐতিহাসিক শিক্ষামূলক স্থান বা কোনো সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থান , নির্দিষ্ট কর্মকেন্দ্র - অফিস - কারখানা - উৎপাদন কেন্দ্র - ইত্যাদি স্থানে ভ্রমণের মাধ্যমে দলগত নির্দেশনা প্রদান করা হয়। এই ধরণের ভ্রমণমূলক নির্দেশনার মাধ্যমে ব্যক্তি নির্দিষ্ট বিষয় সম্পর্কে সরাসরি ও হাতে কলমে অভিজ্ঞতালাভ করতে পারেন। 


You May Also Like

0 comments