টেনিস কোর্টের শপথ ২০ শে জুন ১৭৮৯

by - February 05, 2022

টেনিস কোর্টের শপথ ২০ শে জুন ১৭৮৯  

Tennis Court Oath 20th June 1789 ( In Bengali )




টেনিস কোর্টের শপথ : পটভূমি :- 

তীব্র আর্থিক সংকট মোচনের জন্য এবং অভিজাতদের চাপের কাছে নতি স্বীকার করে ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করতে বাধ্য হন। ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ ই মে প্রায় ১৭৫ বছর পর স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়। স্টেটস জেনারেলের অধিবেশন শুরু হলে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিরা প্যাট্রিয়ট দল গঠন করেন। স্টেটস জেনারেলের বিধি অনুসারে , যাজক , অভিজাত ও তৃতীয় শ্রেণী - এই তিন শ্রেণীর সদস্যগণ সামগ্রিকভাবে একটি করে ভোট প্রদান করতে পারতো। কিন্তু প্রথম দুই শ্রেণী ; অর্থাৎ যাজক ও অভিজাতগণ নিজেদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় সর্বদা তৃতীয় শ্রেণীর বিপক্ষে অবস্থান করত। 


থার্ড এস্টেট বা মধ্যবিত্ত সম্প্রদায়ের দাবী :- 
স্টেটস জেনারেলের সদস্য সংখ্যা ছিল ১২১৪। এর মধ্যে যাজক ৩০৮ , অভিজাত ২৮৫ এবং তৃতীয় শ্রেণীর প্রতিনিধির সংখ্যা ছিল ৬২১। তৃতীয় শ্রেণীর সদস্যগণ শিক্ষা , সংস্কৃতি , আর্থিক অবস্থা , রাজনৈতিক সচেতনতা - ইত্যাদি সব দিক দিয়ে অপর দুই শ্রেণী থেকে এগিয়ে ছিল। কিন্তু তা স্বত্তেও তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। তাই তাঁদের দাবিগুলি ছিল - 
(i) স্টেটস জেনারেলে মাথাপিছু ভোটের দাবী। 
(ii) শাসনতন্ত্র রচনার অধিকার। 
(iii) স্টেটস জেনারেলকে জাতীয় পরিষদ হিসেবে ঘোষণার দাবী। 

জাতীয় পরিষদ গঠনের ঘোষণা :- 
প্রথম দুই শ্রেণী ; যথা যাজক ও অভিজাতগণ নিজেদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় তাঁরা স্টেটস জেনারেলে পূর্বতন ভোট পদ্ধতি অনুসারে পৃথকভাবে তিন শ্রেণীর ভোটাধিকারের দাবী করে। কিন্তু উদারপন্থী অভিজাত লাফায়েৎ - এর নেতৃত্বে নিম্নযাজকগণ তৃতীয় শ্রেণীর দাবীকে সমর্থন করে। স্টেটস জেনারেলের এই সংকট দূর করতে ষোড়শ লুই ব্যর্থ হন এবং তৃতীয় শ্রেণীর প্রতিনিধিগণ নিজেদেরকে জাতীয় পরিষদ বলে ঘোষণা করে এবং Bailey জাতীয় পরিষদের সভাপতি নির্বাচিত হন। 

ষোড়শ লুই কর্তৃক তৃতীয় শ্রেণীর জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা :- 
ষোড়শ লুই তৃতীয় শ্রেণী কর্তৃক সংঘঠিত জাতীয় পরিষদকে বেআইনি বলে ঘোষণা করেন এবং ২০ জুন অধিবেশন কক্ষ তালাবন্ধ করে দেন যাতে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা সেখানে প্রবেশ করতে না পারে। একদিকে যেমন স্টেটস জেনারেলের প্রতিনিধিদের কোনোপ্রকার রাজনৈতিক ও সাংবিধানিক অভিজ্ঞতা ছিলনা এবং অন্যদিকে সকলের সাথে সদ্ভাব রক্ষা করে জাতীয় সমস্যা সমাধানে ষোড়শ লুই সম্পূর্ণরূপে ব্যর্থ ছিলেন। 

টেনিস কোর্টের শপথ ২০ শে জুন ১৭৮৯ :- 


এই ঘটনার প্রতিবাদে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিগণ Mirabeou এর নেতৃত্বে নিকটবর্তী টেনিসকোর্ট ময়দানে সমবেত হন এবং এখানে তাঁরা শপথ গ্রহণ করেন যে , যতদিন পর্যন্ত তাঁরা ফরাসি জাতির জন্য একটি শাসনতন্ত্র রচনা করতে না পারছেন ততদিন পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধভাবে অধিবেশন পরিচালনা করবেন। এই টেনিস কোর্ট ঘোষণার সঙ্গে সঙ্গে মধ্যবিত্ত শ্রেণী প্রথম দুই শ্রেণীর অস্তিত্ব সম্পূর্ণভাবে অস্বীকার করে এবং জাতীয় পরিষদ সর্বাত্মকভাবে রাজতন্ত্রের বিরোধিতা শুরু করে। 

২৭ শে জুন : মধ্যবিত্ত শ্রেণীর দাবীর স্বীকৃতি :- 
২০ শে জুন টেনিস কোর্ট শপথ ঘোষণার পর ষোড়শ লুই যাজক , অভিজাত ও তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের আলোচনা ও ভোট প্রদানের পূর্বতন প্রথা বহাল রাখলে তৃতীয় শ্রেণীর সাথে রাজার আলোচনার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়। কিন্তু অক্ষম ষোড়শ লুই এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। অবশেষে ২৭ শে জুন ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের দাবী মেনে নিতে বাধ্য হন। তৃতীয় শ্রেণীর প্রধান দুটি দাবী - জাতীয় পরিষদে সকলের একত্র আলোচনা ও মাথাপিছু ভোটদানের অধিকার স্বীকৃত হয়। 


    

You May Also Like

0 comments