ফরাসি সংবিধান সভা কর্তৃক '' ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা ১৭৮৯ ''।

by - February 04, 2022

ফরাসি সংবিধান সভা কর্তৃক '' ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা ১৭৮৯ ''। 

সংক্ষিপ্ত টীকা : ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা ১৭৮৯ । 

Write a short note on '' Declaration of the Rights of Man and citizen. 1789 '' ( In Bengali ) 




ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ শে আগস্ট '' ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা '' ( Declaration of the Rights of Man and Citizen ) করেন। এই ঘোষণা সম্পর্কে Lefebvre বলেছেন - '' The Declaration unfolded the mythical character of the French Revolution .'' এই ঘোষণাপত্রে মূলতঃ তিনটি উপাদানের প্রভাব লক্ষ্য করা যায় - (i) জন লক ও রুশোর তত্ত্ব , (ii) আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এবং (iii) প্রাকৃতিক আইন। এছাড়াও এই ঘোষণাপত্রটিকে ইংল্যান্ডের ' ম্যাগনা কার্টা ' ও ' বিল অব রাইটস ' এর সাথে তুলনা করা যায়। 


ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের মূল প্রতিপাদ্য বিষয় :- 


ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের মূল বিষয়গুলি ছিল - 
(i) স্বাধীনতা ও সাম্যের অধিকার সকলের জন্মগত এবং তার স্বীকৃতি দেওয়া হবে। 
(ii) প্রতিটি নাগরিককে সম্পত্তির অধিকার , ব্যক্তির জীবন ও নিরাপত্তার অধিকার - প্রদান করা হবে। 
(iii) আইনগত সাম্যের অধিকার বা আইনের চোখে সকলেই সমান। 
(iv) যেকোনো বৃত্তিমূলক কাজে অংশগ্রহণ , সরকারি পদ ও কার্যাবলিতে অংশগ্রহণের অধিকার সকলের থাকবে। 
(v) নির্দিষ্ট আইনের বাইরে কোনো ব্যক্তিকে গ্রেফতার বা শাস্তি প্রদান করা যাবে না। 
(vi) বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার - একটি অন্যতম মানবাধিকার বলে স্বীকৃত হবে। 
(vii) প্রতিটি নাগরিককে আইন নির্দিষ্ট কর প্রদান করতে হবে। 
(viii) প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার ভোগ করতে পারবে।  
(ix) একমাত্র বৃহত্তর স্বার্থে ও উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। 
(x) রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নিহিত রয়েছে জনগণের মধ্যেই - এমন আদর্শকে স্বীকৃতি দেওয়া হয়। 
(xi) সাধারণের ইচ্ছার প্রকাশই আইন বলে বিবেচিত হবে। 
(xii) জনসাধারণ তাঁদের মধ্যে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার অধিকারী হবেন। 

ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের গুরুত্ব :- 


ফরাসি সংবিধানসভা কর্তৃক প্রণীত ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রটি ছিল এক উচ্চ আদর্শের দলিল। এই ঘোষণাপত্র সমগ্র বিশ্বের রাষ্ট্রনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ঘোষণাপত্রটি পুরাতনতন্ত্রের মৃত্যু ঘটিয়ে নবযুগের সূচনা করেছিল। ঘোষণাপত্রের গুরুত্ব সম্পর্কে Lord Acton বলেছেন , এই ঘোষণাপত্রটি নেপোলিয়নের সমগ্র বাহিনী অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। এই গোষণাপত্রের দ্বারা ফ্রান্স সমগ্র মানবজাতির মুখপত্রের ভূমিকা পালন করে। 

ইউরোপের সমগ্র নিপীড়িত জনগণ এই ঘোষণাপত্রের মাধ্যমে এক নতুন স্বাধীনতার অধিকার খুঁজে পায়। ঐতিহাসিক Aulurd বলেছেন - '' The Declaration was a death certificate of the Old Regime.'' এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে বঞ্চিত ও শোষিত জনগণ স্বাধীনতার সম্ভাবনার ইঙ্গিত পায়। পরিশেষে বলা যায় , ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রে যে সকল ঘোষণাগুলি করা হয়েছিল সেগুলি আধুনিক বিশ্বে নাগরিকদের অধিকার সংরক্ষণ ও স্বাধীনতার ভিত্তি রচনা করে। 

       

You May Also Like

0 comments