ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত বিভিন্ন কর।

by - February 01, 2022

ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত বিভিন্ন কর। 

Various taxes levied in France on the eve of the French Revolution. ( In Bengali ) 




বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের অর্থনতিক ব্যবস্থাকে '' ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর '' বা  '' Museum of Economic Errors.''  বলে অ্যাডাম স্মিথ উল্লেখ করেছেন। এই ভ্রান্ত অর্থনীতির মূলে ছিল ফ্রান্সে প্রচলিত বিভিন্ন ধরণের কর যা ছিল ত্রুটিপূর্ণ ও অযৌক্তিক। ফ্রান্সে মূলতঃ দুই ধরণের কর প্রচলিত ছিল ; যথা - প্রত্যক্ষ ও পরোক্ষ কর। ফ্রান্সের প্রথম দুই এস্টেট যথা যাজক ও অভিজাত শ্রেণী করভার থেকে প্রায় মুক্ত ছিল। সমস্ত করভার বহন করতেন তৃতীয় সম্প্রদায় বা থার্ড এস্টেট এর অন্তর্ভুক্ত নাগরিকেরা। 


তিনপ্রকার প্রত্যক্ষ কর :- 

ফরাসি অর্থনৈতিক ব্যবস্থায় তিন প্রকার প্রত্যক্ষ কর প্রচলিত ছিল ; যথা - 
(i) টেইল (Taille) বা ভূমিকর। 
(ii) ক্যাপিটেশন ( Capitation ) বা উৎপাদনভিত্তিক কর। 
(iii) ভ্যাঁতিয়াম ( Vingtiemes ) বা স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আয়কর। 

এই তিন ধরণের প্রত্যক্ষ কর থেকে ফ্রান্সের প্রথম দুই এস্টেট প্রায় মুক্ত ছিল মূলতঃ কয়েকটি বিষয়ের জন্য। যেমন - ( a ) যাজক সম্প্রদায় ১৫৬১ সালের পোইসির চুক্তি অনুসারে স্বেচ্ছা কর প্রদান করতেন ; তাঁরা কোনোপ্রকার কর প্রদানে বাধ্য ছিলেন না এবং রাষ্ট্র তাঁদের উপর সমান হারে কর বসতেও পারতেন না। ( b ) এছাড়া ছিল Privilege , concession and exemption বা বিশেষ অধিকার ও কর ছাড়ের সুযোগ। এই সুযোগ অনুসারে ফ্রান্সের যাজক ও অভিজাত সম্প্রদায় কর প্রদান থেকে অব্যহতি লাভ করতেন। ফলে তৃতীয় সম্প্রদায়কেই ফ্রান্সের যাবতীয় করভার বহন করতে হত। ফ্রান্সের মোট আয়ের প্রায় ৯৬ % কর প্রদান করতেন তৃতীয় সম্প্রদায়ের মানুষ। 

পরোক্ষ কর :- 

উপরোক্ত তিনটি প্রত্যক্ষ কর ছাড়াও আরো বিভিন্ন প্রকার পরোক্ষ কর প্রচলিত ছিল। যেমন - 
(i) গ্যাবেলা ( Gabella ) বা লবণ কর। 
(ii) টাইদ ( Tithe ) বা চার্চকে প্রদেয় কর। 
(iii) করভি বা বাধ্যতামূলক বেগার শ্রমদান। 
(iv) মদ , তামাক ইত্যাদির উপর এইদস নামক কর। 
(v) লদ এ ভোঁৎ বা সম্পত্তি হস্তান্তরজনিত কর। 
(vi) Banalites বা সামন্ত প্রভুকে প্রদেয় বাধ্যতামূলক কর। 

ফরাসি অর্থমন্ত্রী তুর্গোর একটি হিসাব থেকে জানা যায় যে , ফরাসি কৃষক ও তৃতীয় সম্প্রদায়ের মানুষদের আয়ের শতকরা ৫৫ শতাংশ ব্যয় হত প্রত্যক্ষ কর প্রদান করতে। এছাড়াও পরোক্ষ কর তো ছিলই। সমস্ত প্রকার কর প্রদানের পর কৃষকদের হাতে থাকত তাদের মোট আয়ের মাত্র এক - পঞ্চমাংশ। এছাড়াও কর আদায়ের ক্ষেত্রে বহুবিধ দুর্নীতিও বজায় ছিল। মোট কৃষিজমির প্রায় ৫০ শতাংশ মালিকানা অভিজাতদের হাতে থাকলেও তাদেরকে সেরূপ কোনোপ্রকার কর প্রদান করতে হত না। এছাড়াও সরকার ও সামন্ত প্রভুরা পণ্যের উপর ইচ্ছামত শুল্ক চাপাতে পারতেন। ফলে নিত্যব্যবহার্য পণ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে। তাই ঐতিহাসিক Goodwin তাঁর French Revolution গ্রন্থে বলেছেন - The essence of the financial problem on the eve of the Revolution was the impossibility of reducing these heavy items of expenditure.     


You May Also Like

0 comments