সন্ত্রাসের রাজত্বের সমলোচনাসহ আলোচনা কর।

by - February 01, 2022

ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের বর্ণনা দাও। 

সন্ত্রাসের রাজত্বের সমলোচনাসহ আলোচনা কর। 

ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা সম্পর্কে আলোচনা কর। 

Reign of Terror ( In Bengali ) 




সন্ত্রাসের রাজত্ব :-  

জিরন্ডিস্টদের পতনের ফলে ফ্রান্সের ন্যাশনাল কনভেনশন বা জাতীয় মহাসভাতে উদারপন্থী ভাবধারা ক্ষুন্ন হয় এবং এর পরিবর্তে জ্যাকোবিন দলের নেতৃত্বে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠিত হয়। এই সন্ত্রাসবাদী শাসন ২ রা জুন ১৭৯৩ থেকে ২৭ শে জুলাই ১৯৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ থাকে। এই সন্ত্রাসবাদী শাসনের অন্যতম রূপকার ছিলেন রোবসপীয়র। তিনি প্রতি-বিপ্লবের ঘোরতর বিরোধী ছিলেন এবং প্রবলভাবে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গঠনে আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত সন্ত্রাসের বাড়াবাড়িতে রোবসপীয়রের গিলোটিনের মাধ্যমে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। 


সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠার কারণ :- 


বিশেষ কয়েকটি কারণে ফ্রান্সে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠিত হয়। কারণগুলি হল - 
১. ষোড়শ লুইয়ের প্রাণদন্ডের ফলে ইউরোপীয় রাজশক্তিগুলি ভীত হয়ে পড়ে এবং তাঁরা ফ্রান্সের বিরুদ্ধে শক্তিজোট গড়ে তোলে। 
২. নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য বহুগুণে বেড়ে যায় এবং এই কারণে ফ্ৰান্সের ৮৩ টি ডিপার্টমেন্টের মধ্যে ৬০ টি ডিপার্টমেন্টে বিদ্রোহ শুরু হয়। 
৩. এই বিপদকালীন সময়ে ফ্রান্সের বাজার কালোবাজারিদের দখলে চলে যায়। 
৪. সেই সময়ের মূল্যবৃদ্ধি , রাজনৈতিক অস্থিরতা , কালোবাজারি - ইত্যাদির ফলে মানুষ প্রজাতন্ত্রের বিরোধী হয়ে ওঠে। 
৫. কমিউনের একাধিপত্য ও অত্যাচারে ডিপার্টমেন্টগুলিতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। 
৬. জিরন্ডিস্ট দলের পতনে লায়নস , মারসাই , বরদোঁ - ইত্যাদি শহরগুলিতে কমিউনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয়। 
৭. অবহেলিত কৃষকদের জন্য কোনো বিধি ব্যবস্থা প্রবর্তিত না হওয়ায় তারাও সপ্তদশ লুইয়ের সমর্থনে বিদ্রোহ শুরু করে। 
এই অবস্থায় কমিউন ও জ্যাকোবিন দলের নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে , জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে সর্বত্র ভীতির সঞ্চার করা প্রয়োজন। এই ধারণার বশবর্তী হয়ে জ্যাকোবিন দল ফ্রান্সে সন্ত্রাসের শাসন প্রতিষ্ঠা করে। 


সন্ত্রাসবাদের সংগঠন ও বিভিন্ন বিধি - ব্যবস্থা :- 

১. জননিরাপত্তা কমিটি গঠন করে তার উপর ফ্রান্সের শাসন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়। 
২. ফ্রান্সের শান্তি শৃঙ্খলা রক্ষা বিষয়ে পুলিশ বিভাগীয় সমস্ত ক্ষমতা সাধারণ নিরাপত্তা সমিতির হাতে দেওয়া হয়। 
৩. এক হাজার মিলিয়ন ফ্রাঙ্কের বাধ্যতামূলক ঋণ প্রকল্প চালু করা হয়। 
৪. Law of maximum আইন প্রবর্তন করে সকল পণ্যদ্রব্যের মূল্য বেঁধে দেওয়া হয়।  
৫. প্রতিবিপ্লব দমন করতে বিপ্লবী আদালতকে চারভাগে ভাগ করা হয়। 
৬. জননিরাপত্তা কমিটির স্বার্থে এক বিরাট সেনাবাহিনী গঠন করা হয়। 
৭. রাজতন্ত্রের সমর্থক বা প্রজাতন্ত্র বিরোধী ব্যক্তিদের গ্রেফতারের জন্য Law of suspect আইন প্রবর্তিত হয়। 
৮. Law of conscription আইন প্রবর্তন করে বাধ্যতামূলকভাবে সেনাদলে যোগদানের নিয়ম প্রবর্তিত হয়। 
৯. বিপ্লবের বদ্ধভূমি বা Square of Revolution তৈরী করে রাজপন্থী ও প্রজাতন্ত্র বিরোধী অপরাধীদের গিলোটিনের আঘাতে শিরচ্ছেদের ব্যবস্থা করা হয়। 

সন্ত্রাসবাদী কার্যকলাপ :- 

সন্ত্রাসবাদী শাসনের সকল সংগঠনগুলিকে সম্পূর্ণভাবে সন্ত্রাসের প্রবর্তনে ব্যবহার করা হয়। ব্যাপক পরিমাণে গণহত্যা , প্রতি - বিপ্লব দমন , ব্যক্তিস্বাধীনতার কণ্ঠরোধ - ইত্যাদির মাধ্যমে সন্ত্রাসের বিস্তার ঘটে। 
(a) সন্ত্রাসের সহায়তায় বিপ্লব বিরোধীদের ধ্বংস করা হয়। শাস্তির ভয়ে সকলে সেনাদলে যোগদান করার ফলে ফ্রান্স বৈদেশিক যুদ্ধগুলিতে সাফল্যলাভ করতে থাকে। 
(b) কর আদায়ের কঠোরতার ফলে ফ্রান্সের অর্থভান্ডার বৃদ্ধি পায়। দেশত্যাগী এমিগ্রিদের সকল প্রকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। 
(c) লায়নস , নানটি , ভেনডি , লা ভেদ - ইত্যাদি শহরের বিদ্রোহ নৃশংসভাবে দমন করা হয়। বহু জিরন্ডিস্ট ও রাজপন্থীদের গিলোটিনের দ্বারা হত্যা করা হয়। জিরনডিস্ট দলের প্রধান নেতৃত্ব ভার্গানিয়াড ও ব্রিসোকে প্রাণদন্ড দেওয়া হয়। 
(d) প্রতিবিপ্লবে উৎসাহদানের অভিযোগে অভিযুক্ত করে রানী আঁতোয়ানেট , মাদাম রোঁলা , ডিউক অব অর্লিয়েন্সকে প্রাণদন্ডে দন্ডিত করা হয়। রাজপরিবারের প্রায় সকলকে গিলোটিনের দ্বারা হত্যা করা হয়।
(e) সন্ত্রাসের শাসনে প্রায় কুড়ি হাজার মানুষের প্রান্দন্ড হয় এবং প্রায় পাঁচ হাজার মানুষকে বন্দী করা হয়। 


রোবসপীয়রের গিলোটিন : সন্ত্রাসের অবসান :- 


রোবসপীয়র সন্ত্রাসের শাসনের জনক না হলেও তিনিই ছিলেন সন্ত্রাসের শাসনের প্রধান সংগঠক। তিনি সন্ত্রাসের মাধ্যমে সকল প্রকার প্রতিরোধ ও বিরোধিতা দমন করতে প্রয়াসী হন। তাঁর সকর্মীদের কাছে তিনি ছিলেন বিপ্লবের প্রতীক ও মানবতাবাদী। তাঁর জনপ্রিয়তা ছিল প্রশ্নাতীত। কিন্তু তিনি গিলোটিনের যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে সর্বত্র আতঙ্কের সঞ্চার করেন। এই একনায়কতন্ত্র ও সন্ত্রাসের বাড়াবাড়িতে তাঁর জনপ্রিয়তা প্রবলভাবে ক্ষুন্ন হয় এবং Fouche তাঁর বিরুদ্ধে জনমত গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত ২৮ শে জুলাই ১৭৯৪ খ্রিস্টাব্দে গিলোটিনের দ্বারা তাঁকে হত্যা করা হয়। 

সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার :- 


সন্ত্রাসের শাসনে ব্যক্তি প্রকৃত অপরাধী কি'না - তা বিচার করে দেখার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। প্রকৃতপক্ষে ১৭৯৩ এর সেপ্টেম্বরের পর সন্ত্রাসের আর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রোবসপীয়র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সন্ত্রাসের শাসন অব্যাহত রাখেন। বহু মূল্যবান প্রাণকে সন্ত্রাসের বলি হতে হয়। সন্ত্রাসের শাসন নাগরিকদের জীবন ও স্বাধীনতা তীব্রভাবে ক্ষুন্ন করেছিল। এর প্রকৃষ্ট উদাহরণ হল - ক্যামিল দেমুল্যার পত্নী লুসিয়েন তাঁর স্বামীর প্রাণভিক্ষার অপরাধে প্রতিবিপ্লবী হিসেবে চিহ্নিত হন এবং তাঁকে গিলোটিন দ্বারা হত্যা করা হয়। 

সন্ত্রাসের শাসন ছিল নজিরবিহীন। জননিরাপত্তা কমিটি সকল প্রকার সংবিধানসম্মত প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতাহীন করে সর্বক্ষেত্রে নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করে। এই কমিটি রোবসপীয়রের হাতে এলে সন্ত্রাসের শাসন আরো ভয়াবহ হয়ে ওঠে। যদিও তাৎক্ষণিক পরিস্থিতির বিচারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে কিছুটা সন্ত্রাসের প্রয়োজন ছিল। কিন্তু যে প্রকার সন্ত্রাস প্রবর্তন করা হয় তা ছিল মানবিকতা , গণতন্ত্র ও বিপ্লব বিরোধী। 

সন্ত্রাসের শাসনের ফলে , ফরাসি বিপ্লব প্রসূত আদর্শগুলির অপমৃত্যু ঘটে। মানুষের জীবন ও স্বাধীনতা তীব্রভাবে ক্ষুন্ন করা হয়। আসলে ১৭৯৩ এর সেপ্টেম্বরের পর সন্ত্রাসের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু দলীয় স্বার্থ ও ব্যক্তিগত উচ্চাকাঙ্খাকে চরিতার্থ করতে সন্ত্রাস চালু রাখা হয়। Louis Blanc বলেছেন , '' সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়। '' 

তবে সন্ত্রাসের রাজত্বের কিছু ইতিবাচক দিকও লক্ষ্য করা যায়। যেমন - সন্ত্রাসের শাসনের ফলে খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ , ভূমিহীনদের মধ্যে জমিবন্টন , নারীদের সম্পত্তির অধিকার প্রতিষ্ঠা - ইত্যাদি সম্ভব হয়েছিল। এছাড়াও বৈদেশিক আক্রমণগুলিকে প্রতিহত করতে সন্ত্রাসের শাসন বিশেষভাবে কার্যকর হয়েছিল। ব্রিটিশ , অস্ট্রিয়া , প্রাশিয়া - ইত্যাদি বাহিনীকে প্রতিহত করা ছিল সন্ত্রাসের সবচেয়ে বড় সাফল্য। তাই ঐতিহাসিক রাইকার সন্ত্রাসের রাজত্বকে '' A marvelous product of practical statesmanship '' বলে অভিহিত করেছেন। 


      

You May Also Like

0 comments