Reasons for the Fall of Feudalism in Medieval Europe : মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ :-

by - December 23, 2021

Reasons for the Fall of Feudalism in Medieval Europe

মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 

মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণ :- 


খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ছিল সামন্ততন্ত্রের ধ্রুপদী যুগ। এই সময়কালে ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ সর্বাধিক ঘটেছিল। কিন্তু খ্রিস্টীয় চতুর্দশ ও পঞ্চদশ শতক থেকে ইউরোপের সামন্ততন্ত্র ক্রমশঃ পতনের দিকে ধাবিত হয়। ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি ছিল - 


১. অভ্যন্তরীণ সংকট :- ঐতিহাসিক মরিস ডব অভিমত পোষণ করেছেন যে ইউরোপে সামন্ততন্ত্রের পতন ঘটেছিল অভ্যন্তরীণ সংকটের জন্য এবং এই অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হয়েছিল সামন্ততান্ত্রিক ব্যবস্থায় অবাধ শোষণের কারণে। তীব্র শোষণ , বিপুল করে বোঝা - ইত্যাদির বিরুদ্ধে কৃষক ও ভূমিদাসদের বিদ্রোহ ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। 

২. কৃষির বাণিজ্যিকীকরণ :- খ্রিস্টীয় একাদশ - দ্বাদশ শতকের পর থেকে ইউরোপের কৃষি ক্ষেত্রে বাণিজ্যিকীকরণ ঘটতে থাকে। তৎকালীন সময়ে অভাবনীয় জনসংখ্যা বৃদ্ধির ফলে এই বাণিজ্যিকীকরণ যুগোপযোগী ছিল। বাণিজ্যের সম্প্রসারণ ও সামন্ততন্ত্র - এই দুটি বিষয় চরিত্রগতভাবে পরস্পর বিরোধী ছিল। 


৩. মুদ্রা ভিত্তিক অর্থনীতির সূচনা :- অর্থনীতিতে বিনিময় প্রথার পরিবর্তে মুদ্রার প্রচলন শুরু হলে তা সামন্ততন্ত্রের বুনিয়াদকে দুর্বল করে দেয়। মুদ্রার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেলে সামন্ত প্রভুদের ব্যাবহারযোগ্যতা ও প্রয়োজনীয়তা কমে আসে। 

৪. প্রশাসনের দুর্বলতা :- সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রশাসন দুর্বল ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল। সহজ গ্রামীণ অর্থনীতিতে এই ব্যবস্থা কার্যকর হলেও ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি , বাজারের সৃষ্টি , মুদ্রার প্রচলন , কৃষির বাণিজ্যিকীকরণ - ইত্যাদি নতুন বিষয়গুলির উদ্ভব ঘটলে সেগুলির সাথে প্রচলিত প্রশাসন সামঞ্জস্যবিধান করতে পারেনি। 

৫. বাণিজ্যিক পণ্যের চাহিদার প্রসার :- কৃষির বাণিজ্যিকীকরণের হাত ধরে ইউরোপে বাণিজ্যিক পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু যেহেতু ম্যানরগুলিতে পুরাতন কৃষি ব্যবস্থাই প্রচলিত ছিল - সেহেতু এই নতুন তৈরী হওয়া চাহিদার সঙ্গে সামন্তন্ত্র তাল মিলিয়ে চলতে পারেনি। ফলে সম্পূর্ণ ব্যবস্থা ভেঙে পড়ে। 

৬. অস্বাভাবিক করের চাপ :- সামন্তপ্রভুরা নিজেদের স্বার্থে ভূমিদাস ও কৃষকদের উপর অস্বাভাবিক করের বোঝা ছাপিয়েছিল। এত বিপুল পরিমাণ কর প্রদান করা কারো পক্ষে সম্ভব ছিল না। নগদ অর্থে কর দেওয়ার রীতি চালু হলে কৃষকদের অবস্থা আরো দুর্বিসহ হয়ে ওঠে। 

৭. নগরায়ণ :- খ্রিস্টীয় দ্বাদশ শতকের পর থেকেই ইউরোপ নগরায়ণ গতিপ্রাপ্ত হয়। নগরায়ণের বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রাও পাল্টে যেতে থাকে। তাদের চাহিদা বৃদ্ধি পায়। এই বিপুল চাহিদার যোগান দেওয়া কৃষি অর্থনীতি প্রধান সামন্ততান্ত্রিক ব্যবস্থার পক্ষে সম্ভব ছিলনা। ফলে মানুষ নগর অভিমুখী হয়ে ওঠে। 

৮. কৃষি জমি সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতা :- ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে খাদ্যের জন্য কৃষির উপর চাপ বাড়তে থাকে। ফলে জমিকে কেন্দ্র করে চতুর্দশ শতকে কৃষকদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরী হয়। সামন্ততান্ত্রিক ব্যবস্থা এই নতুন তৈরী হওয়া সংকট প্রতিরোধে ব্যর্থ হয়েছিল। 


৯. কৃষক অভ্যুত্থান :- কৃষকদের বিরুদ্ধে শোষণ , বিপুল করের বোঝা - ইত্যাদির ফলে কৃষক অসন্তোষ ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছিল। উৎপাদিত ফসলের তিন - চতুর্থাংশ কর প্রদান করতে গিয়ে কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছিল। এছাড়া বেগার শ্রম কৃষক ও ভূমিদাসদের জীবনকে আরো দুর্বিসহ করে তুলেছিল। ফলে সামন্তপ্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করা ছাড়া অন্য কোনো পথ ছিলনা। 

১০. গতানুগতিক উৎপাদন :- সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কৃষি উৎপাদন ছিল প্রথাগত ও গতানুগতিক। কৃষি ক্ষেত্রে কোনো ধরণের আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তির ব্যবহার প্রচলিত ছিল না। ফলে , জনসংখ্যা বৃদ্ধির ফলে যখন খাদ্যের বিপুল চাহিদা তৈরী হয় ,সেই বিপুল চাহিদা পূরণ গতানুগতিক উৎপাদন ব্যবস্থার পক্ষে সম্ভব হয়নি। উৎপাদনের ক্ষেত্রে এইরূপ রক্ষনশীলতা সামন্ততান্ত্রিক অর্থনীতির উপযোগিতা সম্পর্কে প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল। 

১১. পুরাতনতন্ত্র ও রক্ষনশীলতা :- খ্রিস্টীয় দ্বাদশ শতকের পর থেকে ইউরোপ খুব দ্রুত পাল্টে যাচ্ছিল। কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থা পুরাতনতন্ত্রকে আঁকড়ে ধরেছিল এবং আধুনিকতার পথে কোনোরূপ সংস্কারসাধন তারা করেনি। শুধুমাত্র চাহিদাভিত্তিক উৎপাদন , মুদ্রাহীনতা , রক্ষণশীল সমাজব্যবস্থা সামন্ততন্ত্রকে পতনের দিকে ঠেলে দিয়েছিল। 

পরিশেষে বলা যায় , সামন্ততন্ত্রের পতন ইউরোপের সর্বত্র একসাথে ঘটেনি। পশ্চিম ইউরোপে চতুর্দশ শতকের মধ্যে সামন্ততন্ত্রের পতন সম্পূর্ণ হলেও পূর্ব ইউরোপে ও রাশিয়াতে তা বহাল ছিল।      

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা / সূচীপত্রের জন্য এখানে CLICK করো                                                                                                    


You May Also Like

0 comments