বিশ্বায়নের প্রভাব বা ফলাফল :- Globalization and its impacts
বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা কর।
বিশ্বায়নের প্রভাব বা ফলাফল :-
আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করতে গিয়ে নিম্নলিখিত উল্লেখযোগ্য বিষয়গুলির কথা তুলে ধরা যেতে পারে।
১. উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বৈষম্য :-
বিশ্বায়নের ফলে উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে বৈষম্য প্রকট হয়ে পড়েছে। আন্তর্জাতিক অর্থভান্ডার , বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক গৃহীত বিশ্বায়নের নীতি উন্নয়নশীল তৃতীয় বিশ্বের পক্ষে বৈষম্যের সৃষ্টি করেছে। এর ফলে তৃতীয় বিশ্বের দেশসমূহ উন্নত দেশগুলির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এডওয়ার্ড এস হারমানের মতে , বিশ্বে সবচেয়ে ধনী ও দরিদ্র দেশে বসবাসকারী পৃথিবীর ২০ শতাংশ জনগণের আয়ের ফারাক ১৯৬০ খ্রিস্টাব্দে ৩০ : ১ থেকে বেড়ে ১৯৯৫ খ্রিস্টাব্দে ৮২ : ১ হয়েছে।
২. বাণিজ্য সম্পর্কিত মেধাসম্পদ অধিকারের ( TRIPS ) প্রয়োগ :-
বিশ্ববাণিজ্য সংস্থা বাণিজ্যিক বিশ্বায়নের নীতিকে কার্যকরী করার জন্য বাণিজ্য সম্পর্কিত মেধাসম্পদ অধিকারের যে চুক্তি বলবৎ করেছে তার ফলে উন্নয়নশীল দেশগুলি এই অধিকার অনুযায়ী পেটেন্ট , কপিরাইট , ট্রেডমার্ক , ব্যবসায়িক গোপনীয়তার সুরক্ষা প্রভৃতি বিষয়গুলি কতটা নিজেদের এক্তিয়ারে সংরক্ষিত রাখতে পারবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাছাড়া এসব ক্ষেত্রে উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতাতেও তারা টিকে থাকতে পারছে না।
৩. কর্পোরেট বিশ্বে বহুজাতিক সংস্থার ( MNC ) আধিপত্য :-
বিশ্বায়নের ফলে বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ ব্যবস্থা ( Trade Related Investment Measures or TRIMS ) গৃহীত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে বহুজাতিক সংস্থা বা কর্পোরেট বিশ্বের আধিপত্য সৃষ্টি হয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহকে এই ব্যবস্থা অনুযায়ী এমন কতগুলি বিধান পালন করতে হয় যার ফলে বহুজাতিক সংস্থাগুলি তাদের কর্তৃত্ব বিস্তারের সুযোগ লাভ করেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে , বহুজাতিক সংস্থাগুলি উন্নত দেশসমূহের অন্তর্ভুক্ত। বিশ্বের বৃহত্তম বহুজাতিক সংস্থাগুলির মধ্যে ৬১% মার্কিনি সংস্থা , ৩৩% ইউরোপীয় সংস্থা , ২% জাপানি সংস্থা। সারা বিশ্ব জুড়ে এই বৃহত্তম বহুজাতিক সংস্থাগুলি উন্নয়নশীল দেশসমূহের ক্ষুদ্র সংস্থাগুলিকে অধিগ্রহণ বা সংযুক্তির মাধ্যমে দখল করে নিয়ে তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে।
৪. নয়া ঔপনিবেশিক অর্থনীতি :-
বিশ্বায়নের ফলে বিশ্ববাণিজ্য সংস্থা উন্নত ও ধনী দেশগুলির কুক্ষিগত হওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে নয়া ঔপনিবেশিক অর্থনীতির উদ্ভব ঘটেছে। উন্নত দেশগুলি উন্নয়নশীল বিশ্বের বাণিজ্যিক সম্প্রসারণে সম্পূর্ণ নেতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। এর ফলে ধনী দেশগুলি কর্তৃক দরিদ্র দেশগুলির শোষণ অব্যাহত রয়েছে।
৫. উত্তর - দক্ষিণ সংঘাত :-
উন্নত দেশসমূহের কর্তৃত্বাধীন বিশ্ববাণিজ্য সংস্থা যেভাবে উন্নয়নশীল দেশগুলির ওপর শ্রমখরচ সংক্রান্ত বিধান , অভিন্ন শ্রমিক স্বার্থ সম্পর্কিত নীতি গ্রহণ , কৃষি ক্ষেত্রে ভর্তুকি কমানো প্রভৃতি বিষয়ে চাপ সৃষ্টি করে চলেছে ; তার ফলে উত্তর ( উন্নত ) বনাম দক্ষিণ ( উন্নয়নশীল ) সংঘাত দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ মোগেনস বুখ হানসেনের মতে , বিশ্ববাণিজ্য সংস্থা নির্দেশিত উদার অর্থনৈতিক পথে চলতে গিয়ে ধনী বিশ্ব আরও ধনী হচ্ছে এবং অন্যদিকে দরিদ্র বিশ্ব দরিদ্রতর হচ্ছে।
৬. কাঠামোগত পুনর্বিন্যাসের ফলাফল :-
আন্তর্জাতিক অর্থভান্ডার , বিশ্বব্যাংক এবং বিশ্ববাণিজ্য সংস্থার নির্দেশে উন্নয়নশীল দেশসমূহ যে কাঠামোগত পুনর্বিন্যাসে হাত দেয় , তার ফলে ব্যাপকভাবে কর্মী সংকোচন , ছাঁটাই , যে অফ , লক আউট , রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বিলগ্নিকরণ , জাতীয় আয়ের সংকোচন - ইত্যাদি প্রক্রিয়া চলতে থাকে। কাঠামোগত এই পুনর্বিন্যাসের ফলে - বেকারত্ব , দারিদ্র্য , আর্থিক ও সামাজিক নিরাপত্তাহীনতা - প্রভৃতি বৃদ্ধি পেয়েছে। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন সমাজের অনগ্রসর ও দুর্বল শ্রেণীর মানুষরা।
৭. সাংস্কৃতিক সমতার প্রভাব :-
বিশ্বায়নের ফলে সারা বিশ্ব জুড়ে সাংস্কৃতিক সমতা তৈরির চেষ্টা চলছে। ইন্টারনেটসহ অত্যাধুনিক গণমাধমের সহায়তায় এক পণ্যমুগ্ধ ভোগবাদী সংস্কৃতির নিরন্তর প্রচারের ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য ক্ষুন্ন হতে বসেছে। বিশ্বায়ন সাংস্কৃতিক ঐতিহ্যসমূহকে এক ছাঁচে ঢেলে এক ধরণের সাংস্কৃতিক সমতা চাপিয়ে দিতে চায়। অনেকে একে মার্কিনি ম্যাকডোনাল্ড সংস্কৃতি বলে আখ্যা দিয়েছেন। এর ফলে তৃতীয় বিশ্বের বৈচিত্রপূর্ণ বহুমুখী সাংস্কৃতিক ঐতিহ্য এক সংকটের মুখোমুখি হয়েছে।
৮. জাতি - রাষ্ট্রের সার্বভৌমত্বের সংকট :-
বিশ্বায়নের প্রভাবে জাতি - রাষ্ট্র ( Nation State ) এর সংকট সৃষ্টি হয়েছে বলে অনেকে মনে করেন। রাষ্ট্রের সার্বভৌমত্ব তার নির্দিষ্ট ভূখন্ডের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ও নাগরিকবৃন্দের ওপর চূড়ান্তভাবে প্রযোজ্য হয়। বিশ্বায়ন জাতি রাষ্ট্রের এই ভুখন্ডকেন্দ্রিক সর্বব্যাপী ক্ষমতাকে খর্ব করে রাষ্ট্রকে একটি বাজারকেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে বলে মনে করা হয়। বস্তুতঃ বিশ্বায়নের পটভূমিকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণমুক্ত হয়ে কাজ করার সুযোগ লাভ করেছে।
৯. পরিবেশদূষণের ব্যাপক প্রসার :-
বিশ্বায়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশে , বিশেষতঃ তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতিক সংস্থাগুলির যেসব শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে , সেগুলির মধ্যে বেশ কিছুকে পরিবেশ দূষণকারী হিসেবে চিহ্নিত করা যায়। এইসব শিল্পের মধ্যে জৈব রসায়ন জাতীয় শিল্পের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। উন্নত দেশগুলিতে পরিবেশ রক্ষার আইন কঠোরভাবে মেনে চলা হয় বলে বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্বের দেশগুলিতে পরিবেশদূষণকারী শিল্প গড়ে তোলার কাজে বিশেষভাবে যত্নবান হয়েছে।
0 comments