গ্রামীণ যুবদের স্বনিযুক্তি কর্মসূচিভিত্তিক প্রশিক্ষণ - প্রকল্প বা , TRYSEM :-

by - August 20, 2021

TRYSEM সম্পর্কে আলোচনা করো। 

অথবা , গ্রামীণ যুবদের স্বনিযুক্তি কর্মসূচিভিত্তিক প্রশিক্ষণ - প্রকল্প সম্পর্কে আলোচনা কর।

 

গ্রামীণ যুবদের স্বনিযুক্তি কর্মসূচিভিত্তিক প্রশিক্ষণ - প্রকল্প বা , TRYSEM :- 


১৯৭৯ সালের ১৫ ই আগস্ট TRYSEM ( Training for Rural Youth for Self Employment ) কর্মসূচিটি শুরু হয়েছিল। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবসমাজের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ প্রদান করে গ্রামীণ কৃষি , শিল্প , পরিষেবা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের সুযোগ সুবিধা ও সম্ভাবনা বৃদ্ধি করা। এর বৈশিষ্ট ও বিভিন্ন দিকগুলি ছিল - 


(i) ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক দারিদ্রসীমার নীচে বসবাসকারী যুবকেরা প্রশিক্ষণের জন্য এই প্রকল্পের অধীনে নিয়োজিত হয়। 

(ii) নবম শ্রেণি উত্তীর্ণ যুবকদের অগ্রাধিকার দেওয়া হয়। 

(iii) এই প্রকল্পে মহিলাদের জন্য এক - তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে। 

(iv) প্রশিক্ষণ চলাকালীন ৭৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। 

(v) এই প্রকল্পে আওতাভুক্ত যুবকদের IRDP - র বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়ে থাকে। 

(vi) তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির যুবকদের ক্ষেত্রে ন্যুনতম ৫০ % আসন সংরক্ষিত করা হয়। 

(vii) ৯০ এর দশকে প্রায় দুই লক্ষ যুবক - যুবতী এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে প্রায় ৪৫% স্বনিযুক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রায় ৩০% অন্যান্য ক্ষেত্রে নিযুক্ত হয়েছেন। 

তবে প্রয়োজনের তুলনায় এর সুযোগ - সুবিধা যথেষ্ট নয়। তাছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের গ্রামীণ পরিবেশ ও অর্থনৈতিক কর্মকান্ডে তেমন সুযোগও ঘটছে না। এরপর ১৯৯৯ সালে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ( SGSY ) শুরু হলে TRYSEM প্রকল্পটি সহ IRDP , DWCRA , MWS - ইত্যাদি গ্রাম উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচীগুলি স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা ( SGSY ) - র অন্তর্গত হয়।    



You May Also Like

0 comments