সামাজিক সচলতা কী ? সামাজিক সচলতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। social mobility

by - August 03, 2021

সামাজিক সচলতা কী ? সামাজিক সচলতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 

What is social mobility ? Discuss the various types of social mobility . 



সামাজিক সচলতা :- 


সামাজিক স্তরবিন্যাস ধারণাটির সাথে সামাজিক সচলতা বিষয়টির গভীর যোগাযোগ বর্তমান। সমাজস্থ ব্যক্তিবর্গ তাদের সামাজিক মর্যাদা ও ভূমিকার বিচারে - সমাজের বিভিন্ন স্তরে অবস্থান করেন। তবে ওই অবস্থান সর্বকালের জন্য স্থির থাকে না। ব্যক্তির নিজস্ব ইচ্ছা এবং অর্জিত যোগ্যতার ভিত্তিতে , সে তার স্তর পরিবর্তন করতে সক্ষম হয়। এই স্তর পরিবর্তনের বিষয়টি সমাজভেদে কঠিন বা সরল হয়। সাধারণত দেখা যায় , আবদ্ধ সমাজে বা জাতিগত স্তরবিন্যাসযুক্ত সমাজে এ ঘটনার সুযোগ খুব কম। অন্যদিকে শ্রেণীভিত্তিক মুক্ত সমাজে বিষয়টি অনেক বেশি মাত্রায় ঘটে থাকে। সামাজিক স্তরবিন্যাসের চিত্রটিকে যদি একটি সিঁড়ির সাথে কল্পনা করা যায় , তাহলে দেখা যায় যে , সমাজস্থ ব্যক্তিবর্গ সেই সিঁড়ির বিভিন্ন ধাপে অবস্থান করেন এবং কোনো কোনো সময় তারা ওই ধাপগুলিকে পরিবর্তন করে থাকেন। সামাজিক সিঁড়ির বিভিন্ন ধাপে ওঠা - নামার ঘটনাটিই হল সামাজিক সচলতা। 


সামাজিক সচলতা বলতে বলা হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্তরবিন্যাসের একটি স্তর থেকে অন্য স্তরে যাওয়া বা আসাকে। এই পরিবর্তনের ফলে ব্যক্তির মর্যাদা , ভূমিকা , জীবনযাত্রা - ইত্যাদির পরিবর্তন ঘটে থাকে। অন্যভাবে বলা যায় , সামাজিক সচলতা হল ব্যক্তি বা গোষ্ঠীর এক সামাজিক মর্যাদা থেকে অন্য সামাজিক মর্যাদা লাভ করা। সামাজিক সচলতার বিষয়টি আধুনিক সমাজব্যবস্থায় খুব স্বাভাবিক ঘটনা। কেননা , কোনো ব্যক্তিই চিরদিন একই মর্যাদায় আসীন থাকতে চান না। 


সামাজিক সচলতার সংজ্ঞা প্রসঙ্গে সমাজতত্ত্ববিদগণের নিম্নোক্ত মতামত পাওয়া যায় - 

অধ্যাপক C.N. Sankar Rao বলেছেন , সমাজে মানুষের মর্যাদার ক্ষেত্রে ক্রমাগত উত্থান - পতন ঘটছে। এই গতিশীল উত্থান - পতনই হল সামাজিক সচলতা। 

ড্রেসলার বলেছেন , সামাজিক সচলতা ব্যক্তির এক স্তর থেকে অন্য স্তরে গতিশীলতার নির্দেশক। 

সরোকিন - এর মতে , ব্যক্তি বা দলের একটি সামাজিক মর্যাদা বা সাংস্কৃতিক মূল্যবোধ আচার - অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা থেকে অন্যসীমায় পরিবর্তনকে সামাজিক সচলতা বলে। 

সামাজিক সচলতার মূল সূচকগুলি হল - বৃত্তিগত পরিবর্তন , আয়ের পরিবর্তন , ভূমিকার পরিবর্তন , জীবনযাত্রার পরিবর্তন , মর্যাদার পরিবর্তন - ইত্যাদি। 


সামাজিক সচলতার প্রকারভেদ :- 

সামাজিক সচলতা দুপ্রকারের হয়ে থাকে। যথা - ১. উল্লম্বী সচলতা ও ২.অনুভূমিক সচলতা। উল্লম্বী সচলতাকে আবার দুই ভাগে ভাগ করা যায় - (ক) উর্দ্ধমুখী উল্লম্বী সচলতা ও (খ ) অধঃমুখী উল্লম্বী সচলতা। 



১. উল্লম্বী সচলতা ( Vertical Mobility ) :- 

যে সামাজিক সচলতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক সিঁড়ির একটি স্তর থেকে অন্য একটি স্তরে পরিবর্তিত হয় এবং তার সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে - তাকে বলা হয় উল্লম্বী সচলতা। যেমন , কোনো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে ধনী ব্যক্তিতে পরিণত হলেন ; অথবা কোনো শ্রমিক নিজের যোগ্যতাবলে ব্যাঙ্কের করণিক হলেন। উক্ত দুটি উদাহরণের ক্ষেত্রেই ব্যক্তির সামাজিক মর্যাদার পরিবর্তন সাধিত হয়।  উল্লম্বী সচলতা দুই প্রকারের হয়। যথা :- 
(ক ) উর্দ্ধমুখী উল্লম্বী সচলতা। 
(খ ) অধোমুখি উল্লম্বী সচলতা। 

এ প্রসঙ্গে সমাজতাত্ত্বিক ম্যারিয়েল তাঁর Society and culture গ্রন্থে বলেছেন ,  উল্লম্বী সচলতা শ্রেণিবিন্যাসের উঁচু অথবা নীচ অবস্থানে গমন করাকে বোঝায়। ড্রেসলারও সামাজিক সচলতার এই প্রকারভেদে উল্লম্বী সচলতা বলতে উর্দ্ধ ও নিম্ন উভয় বিষয়কেই বুঝিয়েছেন। সামাজিক গতিশীলতা বলতে মূলত উল্লম্বী সচলতাকেই বোঝায়। এটি হচ্ছে সামাজিক বিন্যাসের উর্দ্ধমুখী বা নিম্নমুখী চলনশীলতা।    

(ক ) উর্দ্ধমুখী উল্লম্বী সচলতা :- 
উর্দ্ধমুখী উল্লম্বী সচলতার ক্ষেত্রে ব্যক্তির সামাজিক মর্যাদার উন্নতি ঘটে এবং ব্যক্তি নিম্নস্তর থেকে উচ্চস্তরে পরিবর্তিত হয়। যেমন , কোনো মুচির ছেলে তার নিজের যোগ্যতায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হল। সেক্ষেত্রে সেই ব্যক্তির সামাজিক মর্যাদা উপর দিকে প্রবাহিত হয়ে তাঁর মর্যাদা বৃদ্ধি হল। 

(খ ) অধোমুখী উল্লম্বী সচলতা :-  
অন্যদিকে অধোমুখী উল্লম্বী সচলতার ক্ষেত্রে ব্যক্তি সামাজিক মর্যাদার নিম্নগতি প্রাপ্ত হয় বা উচ্চস্তর থেকে নিম্নস্তরে স্খলিত হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় , কোনো জমিদারের সন্তান কোনো কারণে ভূমিহীন হয়ে কেরাণির পেশা গ্রহণ করলো। এক্ষেত্রে সামাজিক সিঁড়িতে সেই ব্যক্তির অবরোহন ঘটবে। 

২. অনুভূমিক সচলতা ( Horizontal Mobility ) :- 

অনুভূমিক সচলতা বলতে বোঝায় একই সামাজিক স্তরের মধ্যে কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা ঘোরাফেরা করে। তবে এক্ষেত্রে সাধারণতঃ ব্যক্তির সামাজিক মর্যাদার তারতম্য ঘটে না। উদাহরণ হিসেবে বলা যায় , কোনো শিক্ষক এক স্কুল ছেড়ে অন্য একটি স্কুলে যোগদান করলেন। সেক্ষেত্রে , তাঁর আয় , সামাজিক মর্যাদা - ইত্যাদির কোনো পরিবর্তন ঘটবে ঘটেনা।       


You May Also Like

0 comments