মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREGS
MGNREGS বা , NREGS
Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREGS
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা MGNREGS চালু হয় ২০০৬ সালে। এই প্রকল্পের বহুল প্রচলিত নাম হল ১০০ দিনের কাজের প্রকল্প।
MGNREGS লক্ষ্য ও উদ্দেশ্য , পরিকল্পনা , বাস্তবায়ন , পরিকাঠামো , বৈশিষ্ট ও অন্যান্য দিক :-
১. যে সকল গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ কায়িক শ্রমের দ্বারা রোজগার করতে ইচ্ছুক , সেই সকল প্রত্যেক ইচ্ছুক পরিবারকে প্রকল্পের শর্ত অনুযায়ী বছরে ১০০ দিনের কাজ দেওয়া ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
২. গ্রামীণ এলাকায় স্থায়ী সম্পদ তৈরির মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবিকা অর্জনের জন্য প্রয়োজনীয় সুযোগের ভিত্তিগুলিকে আরও শক্তিশালী করে তোলা ছিল প্রকল্পের অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
৩. গ্রামীণ এলাকায় বসবাসকারী ১৮ বছর বা তার বেশি বয়সী কোনো ব্যক্তির জব কার্ড থাকলে তার কর্মসংস্থান সুনিশ্চিত করা ছিল প্রকল্পের অপর একটি উদ্দেশ্য।
৪. পরিবারের যেকোনো নথিভুক্ত প্রাপ্তবয়স্ক সদস্য সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতের কাছে কাজের জন্য আবেদন করতে পারেন। যে কাজের জন্য তিনি আবেদন করবেন , সেই কাজটি যেন টানা ১৪ দিনের হয়।
৫. কাজ দেওয়ার ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে যাতে , সুবিধাভোগীদের অন্ততঃ এক - তৃতীয়াংশ মহিলা হন , যারা তাদের নাম নথিভুক্ত করেছেন এবং কাজের জন্য আবেদন করেছেন।
৬. যদি গ্রামের কোনো প্রতিবন্ধী ব্যক্তি কাজের জন্য আবেদন করেন তাহলে তার পক্ষে যথাসম্ভব উপযুক্ত কাজে তাকে বহাল করতে হবে।
৭. আবেদনকারীদের বাসস্থানের পাঁচ কিমি ব্যাসার্ধের মধ্যে তাকে কাজ দিতে হবে। এই এলাকার মধ্যে কাজ দেওয়া সম্ভব না হলে অন্ততঃ ব্লকের মধ্যে তাকে কাজ দিতে হবে।
৮. কাজ হবে ন্যুনতম ১৪ দিনের জন্য এবং সপ্তাহে ৬ দিনের বেশি নয়।
৯. আগে এলে আগে পাবো - এর ভিত্তিতে কাজের বন্টন করা হবে।
১০. গ্রাম পঞ্চায়েত প্রোগ্রাম আধিকারিককে কাজের বরাদ্দ সম্পর্কে অবহিত করবে।
১১. আবেদনকারীদের জব কার্ডে নিয়মিত তথ্য নথিভুক্ত করতে হবে।
১২. গ্রাম পঞ্চায়েত সহ প্রতিটি রূপায়নকারী সংস্থা প্রোগ্রাম আধিকারিককে মাসিক রিপোর্ট প্রদান করবেন।
১৩. গ্রাম পঞ্চায়েত বাড়ি অনুযায়ী কাজের তথ্য সংগ্রহ করবে এবং রেজিস্ট্রেশন কাম এমপ্লয়মেন্ট রেজিস্টারে তা নথিভুক্ত করবে।
১৪. যদি কোনো আবেদনকারী আবেদন করার ১৫ দিনের মধ্যে কাজ না পান - তাহলে তিনি বেকার ভাতা পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবেন।
0 comments