ইন্দিরা গান্ধী আবাস যোজনা ( IAY ) Indira Gandhi Awas Yojona ( IAY )

by - August 21, 2021

Indira Gandhi Awas Yojona ( IAY ) 

ইন্দিরা গান্ধী আবাস যোজনা বা , IAY 




ইন্দিরা গান্ধী আবাস যোজনা বা , সংক্ষেপে IAY বা , প্রধানমন্ত্রী আবাস যোজনা : - 


এই প্রকল্পটি মূলতঃ গ্রামীণ এলাকার জন্য গৃহীত হয়েছে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হল - গ্রামীণ এলাকার দারিদ্রসীমার নীচে বসবাসকারী , পিছিয়ে পড়া শ্রেণি , ভূমিহীন কৃষি শ্রমিক - প্রমুখের জন্য পাকা এবং বসবাসযোগ্য আবাসন নির্মাণ। এই প্রকল্পটি মূলতঃ ২০২২ সালের মধ্যে সবার জন্য আবাসন প্রদানের প্রতিশ্রুতির অংশ হিসেবে গৃহীত হয়েছে। এই প্রকল্পের বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলি হল - 


(i) ইন্দিরা আবাস যোজনা কাঁচা বাড়িতে বসবাসকারীদের জন্য পাকা ঘর নির্মাণের পাশাপাশি প্রকল্প আবাসন বা গৃহ নির্মাণের উপর ভর্তুকিযুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করে। 

(ii) ইন্দিরা আবাস যোজনার সুবিধা পেতে পারেন দিল্লি ও চন্ডিগড় বাদে সারা ভারতের গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তিগন। 

(iii) ইন্দিরা আবাস যোজনা ১৯৮৫ খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চালু করেন। পরে ১৯৯৬ সাল থেকে এটি স্বাধীন প্রকল্পরূপে কাজ করতে শুরু করে এবং ২০১৬ সালে এটি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত হয়। 

(iv) যে সকল SC / ST সম্প্রদায়ভুক্ত মানুষেরা দারিদ্রসীমার ( BPL ) নীচে বসবাসকারী তাদের ক্ষেত্রে ৬০% অর্থ আবাসন নির্মাণের জন্য প্রদানের ব্যবস্থা রয়েছে। বাকী ৪০% অর্থ ব্যয় করা হয় সেই সকল BPL শ্রেণিভুক্ত মানুষদের জন্য যারা SC / ST সম্প্রদায়ভুক্ত নন। 

(v) এছাড়াও মানসিক প্রতিবন্ধীদের জন্য ৪% ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৫% অর্থ বরাদ্দের ব্যবস্থা রয়েছে। 

(vi) BPL শ্রেণীভুক্ত মানুষদের ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পেতে হলে তাকে গ্রামসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। 

(vii) ইন্দিরা গান্ধী আবাস যোজনা কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এবং এতে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ প্রদানের অনুপাত ৭৫ : ২৫    ।  

(viii) বর্তমানে ইন্দিরা গান্ধী আবাস যোজনা প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত।   



You May Also Like

0 comments