ভারতে গ্রামোন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি :-

by - August 23, 2021

ভারতে গ্রামোন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচীগুলি আলোচনা করো। 




ভারতে গ্রামোন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচি :- 


স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও সরকারি বিভিন্ন সিদ্ধান্তে ভারতের গ্রামোন্নয়নের জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচীগুলি নিম্নরূপ :- 


(i) Integrated Rural Development Programme বা , IRDP :- 
গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে সুসংহত গ্রাম উন্নয়ন কর্মসূচি বা IRDP একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই কর্মসূচির দ্বারা দারিদ্রসীমার নীচে অবস্থানকারী পরিবারগুলিকে স্বনিযুক্তি প্রকল্পের আয়ত্বে আনা হয়। বিভিন্ন কুটির শিল্প , তাঁত শিল্প , কৃষি , বাণিজ্য ও পশুপালন - এইসকল ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান করা হয়। ১৯৭৬ সালে ২০ টি নির্বাচিত জেলাকে কেন্দ্র করে এই প্রকল্পের কাজ শুরু হলেও পরবর্তী কালে তা সারা ভারতে চালু হয়। 


(ii) National Rural Employment Programme বা , NREP :- 
গ্রামীণ নিযুক্তির ক্ষেত্রে অতিরিক্ত হারে সুযোগ তৈরির উদ্দেশ্যে জাতীয় গ্রামীণ নিযুক্তিকরণ কর্মসূচি বা NREP গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পকে কাজের বিনিময়ে খাদ্য ( Food for Work ) কর্মসূচি হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। আজ পর্যন্ত এই কর্মসূচির অধীনে কয়েক লক্ষ কর্মদিবস সৃষ্টি হয়েছে। এর অধীনে যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে তা হল - বন্যা প্রতিরোধ , রাস্তা মেরামত , নতুন রাস্তা নির্মাণ , খাল খনন , বিদ্যালয় নির্মাণ , স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ প্রভৃতি। ১৯৭৬ - ৭৭ অর্থবর্ষের শেষের দিকে এই কর্মসূচি গৃহীত হয়। এরপর ১৯৮০ সালে NREP নতুনভাবে সংগঠিত হয় এবং আরও বৃহত্তর আকারে কর্মসূচির বিস্তার ঘটে। ফলে সাধারণ মানুষ আরো বেশি করে উপকৃত হয়। বনসৃজন , ব্লকস্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ , পঞ্চায়েত স্তরে নানাবিধ কর্মসূচি গ্রহণ - এসবের দ্বারা কর্মসূচিটি যথাযথ রূপ প্রাপ্ত করেছে। এই কর্মসূচিটি বর্তমানে জওহর রোজগার যোজনার ( JRY ) সাথে যুক্ত। 

(iii) জওহর রোজগার যোজনা বা JRY :- 
১৯৮৯ সালে সর্বপ্রথম জওহর রোজগার যোজনা ঘোষিত হয়। এই প্রকল্পের দ্বারা দারিদ্রসীমার নীচে বসবাসকারী পরিবারের কর্মক্ষম যে কোনো সদস্য সারা বছরে ১০০ দিন কাজের সুযোগ পেয়ে থাকেন। এই প্রকল্পে ৩০% কর্মসংস্থান মহিলাদের জন্য সংরক্ষিত। 

(iv) গ্রামীণ যুবদের স্বনিযুক্তি কর্মসূচিভিত্তিক প্রশিক্ষণ - প্রকল্প বা , TRYSEM :- 
১৯৭৯ সালের ১৫ ই আগস্ট TRYSEM ( Training for Rural Youth for Self Employment ) কর্মসূচিটি শুরু হয়েছিল। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবসমাজের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির সুযোগ প্রদান করে গ্রামীণ কৃষি , শিল্প , পরিষেবা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের সুযোগ সুবিধা ও সম্ভাবনা বৃদ্ধি করা। এর বৈশিষ্ট ও বিভিন্ন দিকগুলি ছিল -  ১৮ থেকে ৩৫ বছর বয়স্ক দারিদ্রসীমার নীচে বসবাসকারী যুবকেরা প্রশিক্ষণের জন্য এই প্রকল্পের অধীনে নিয়োজিত হয়। নবম শ্রেণি উত্তীর্ণ যুবকদের অগ্রাধিকার দেওয়া হয়। এই প্রকল্পে মহিলাদের জন্য এক - তৃতীয়াংশ আসন সংরক্ষিত থাকে। প্রশিক্ষণ চলাকালীন ৭৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পে আওতাভুক্ত যুবকদের IRDP - র বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়ে থাকে।  তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির যুবকদের ক্ষেত্রে ন্যুনতম ৫০ % আসন সংরক্ষিত করা হয়। ৯০ এর দশকে প্রায় দুই লক্ষ যুবক - যুবতী এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে প্রায় ৪৫% স্বনিযুক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রায় ৩০% অন্যান্য ক্ষেত্রে নিযুক্ত হয়েছেন। 


(v) Community Develpoment Proramme ( CDP ) :- 
এটি শুরু হয় ১৯৫২ সালে। এর উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে সাথে নিয়েই সামগ্রিক গ্রামীণ উন্নয়ন। 

(vi) গ্রামীণ এলাকায় নারী - শিশু উন্নয়ন কর্মসূচি ( DWCRA ) :- 
১৯৮২ সালে এই প্রকল্পটি শুরু হয়। এর উদ্দেশ্য ছিল গ্রামের দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করা। 

(vii) গ্রামীণ ভূমিহীনদের নিয়োগ নিশ্চয়তা প্রকল্প ( RLEGP ) :- 
এটি ১৯৮৩ সালে চালু হয়। গ্রামের প্রতিটি ভূমিহীন পরিবারের অন্তত একজনকে বছরের অন্তত ১০০ দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা। 

(viii) জাতীয় গ্রাম উন্নয়ন তহবিল ( NFRD ) :- 
১৮৮৪ সালে এই প্রকল্পটি চালু হয়। এটি একটি তহবিল এবং এতে দান করলে ১০০% কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়। 

(ix) কৃষি ও গ্রামীণ ঋণমুক্তি প্রকল্প ( ARDRS ) :- 
এটি ১৯৯০ সালে চালু হয়। কৃষিজীবী দরিদ্র পরিবারগুলিকে ১০০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড়ের সুবিধা প্রদান করা হয়। 

(x) জেলা গ্রাম উন্নয়ন সংস্থা ( DRDA ) :- 
১৯৯৩ সালে ভারতের প্রতিটি জেলায় এই সংস্থা স্থাপিত হয়। গ্রামীণ দরিদ্র ব্যক্তিদের স্বনির্ভরতার ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য করাই ছিল এর উদ্দেশ্য। 

(xi) মহিলা সমৃদ্ধি যোজনা ( MSY ) :- 
এই প্রকল্পটি ১৯৯৩ সালে চালু হয়। ডাকঘরে মহিলাদের টাকা জমানোর ক্ষেত্রে অনুপ্রাণিত করাই ছিল এর উদ্দেশ্য। 

(xii) ভারত নির্মাণ প্রকল্প :- 
২০০৫ সালে এই প্রকল্প চালু হয়। গ্রাম জীবনের প্রধান ৬ টি উপাদান - সেচ , পানীয় জল , রাস্তা , আবাসন , টেলিফোন , বিদ্যুৎ - ইত্যাদি সুনিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রকল্প আজও কাজ করে চলেছে। 

এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রকল্পগুলি হল - 
(xiii) স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা বা SGSY 
(xiv) প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা PMGSY 
(xv) প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা বা PMGY 
(xvi) ইন্দিরা আবাস যোজনা বা IAY 
(xvii) প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা বা PMAGY 
(xviii) সম্পূর্ণ গ্রামীণ স্বরোজগার যোজনা বা SRGY 
(xix) অন্নপূর্ণা অন্ন যোজনা 
(xx) প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্প বা PMEGP  


You May Also Like

0 comments