বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্ব গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্র বৃদ্ধি করে - সমালোচনামূলক বিশ্লেষণ করো।

by - August 18, 2021

বেকারত্বের সংজ্ঞা দাও। বেকারত্ব গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্র বৃদ্ধি করে - সমালোচনামূলক বিশ্লেষণ করো। 




বেকারত্বের ধারণা ও সংজ্ঞা : - 


সাধারণভাবে , বেকার বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় , যার উপার্জন করার যোগ্যতা ও ইচ্ছা থাকা স্বত্তেও উপার্জনক্ষম কাজ লাভে বঞ্চিত। 

সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় , অন্যান্য পারিপার্শ্বিক স্বাভাবিক অবস্থায় কর্মসম্পাদনের যোগ্যতাযুক্ত , কর্মসম্পাদনে সক্ষম বয়সী যখন যখন উপার্জনযোগ্য কাজ থেকে অনৈচ্ছিকভাবে বিচ্ছিন্ন থাকে - তখন তাকে বলা হবে বেকার। 

ডি ম্যালী - র মতে , বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় , যেখানে ব্যক্তি তার সদিচ্ছা ও কর্মপ্রবণতা থাকা স্বত্তেও মজুরির বিনিময়ে কর্মপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়। 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা থেকে বেকারত্বের কয়েকটি উপাদান বা শর্ত পরিলক্ষিত হয় - 
কোনো ব্যক্তিকে তখনই বেকার বলা যাবে , যখন  - 
১. ব্যক্তি যেন কর্মক্ষম হন। 
২. ব্যক্তির কর্মপ্রাপ্তির ইচ্ছা থাকবে। 
৩. ব্যক্তি তার পরিশ্রম দ্বারা কাজ খুঁজে নেওয়ার প্রবণতা দেখাবে। 


ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে দারিদ্রতা বৃদ্ধির সাথে বেকারত্বের সম্পর্ক :- 


ভারতের গ্রামাঞ্চলে ৪.৪ % মানুষ ও শহরাঞ্চলের ৫.৭% মানুষ বেকারত্বের শিকার। তবে বেকারত্বের সাথে গ্রামাঞ্চলের ও শহরাঞ্চলের চরিত্রগত পার্থক্য রয়েছে। 

জনসংখ্যা , দারিদ্রতা , নিরক্ষরতা ও বেকারত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক বর্তমান। সম্পর্কটি একটি রেখাচিত্রের সাহায্যে দেখানো হল। 




গ্রামাঞ্চলের ক্ষেত্রে দারিদ্রতার সাথে বেকারত্বের সম্পর্ক :- 
১. ভারতে প্রতিনিয়ত কৃষি ক্ষেত্রে জোতের পরিমান হ্রাস পাচ্ছে। ফলে কৃষি থেকে মানুষের আয় কমছে। জনসংখ্যার উত্তরোত্তর বৃদ্ধির সাথে সাথে এই সমস্যা আরও জটিল আকার ধারণ করছে। আজও ভারতের প্রায় ৬৫ % মানুষ কৃষির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। ফলে কৃষি ক্ষেত্রে বেকারত্ব বৃদ্ধির সাথে সাথে গ্রামীণ ক্ষেত্রে দারিদ্রতার পরিমান বৃদ্ধি পাচ্ছে। 

২. বর্তমানে ভারতের বেশিরভাগ কৃষিজমিগুলিতে আধুনিক যন্ত্রপাতির দ্বারা ফসল উৎপাদন করা হচ্ছে। ফলে ভুমিহীন কৃষকদের কর্মপ্রাপ্তির ক্ষেত্র সংকুচিত হয়ে এসেছে। বর্তমানে মাথাপিছু কৃষি জোতের পরিমান তিন একরেরও কম। 

৩. বর্তমান সময়ে কৃষি পণ্য অলাভজনক ব্যবসায়ে পরিণত হয়েছে। প্রত্যেক বছর বহু কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করে থাকেন। কৃষি ক্ষেত্রে এই বেকারত্ব ভারতের সার্বিক দারিদ্রের রেখাচিত্রকে উর্ধমুখী করে চলেছে। 

৪. গ্রামীণ ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্পগুলির যথাযথ রূপায়ণের অভাবে বেকারত্বের পরিমান বেড়েই চলেছে। ১০০ দিনের কাজের নিশ্চয়তা থাকলেও বহু ক্ষেত্রে তা কার্যকর করতে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। ফলে বেকারত্ব ও দারিদ্রতা একই সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। 

৫. ভারতে গ্রামীণ ক্ষেত্রে নিরক্ষরতার হার বেশি। কাজেই নিরক্ষরতার কারণে নির্দিষ্ট সংখ্যক মানুষ বেকারত্বের শিকার হচ্ছেন যা প্রত্যক্ষভাবে দারিদ্রতা বৃদ্ধি করছে। 


শহরাঞ্চলের ক্ষেত্রে দারিদ্রতার সাথে বেকারত্বের সম্পর্ক :- 
১. শহরাঞ্চলে শিক্ষিতের হার বেশি থাকলেও , কার্যকরী বৃত্তিমুখী পাঠক্রমের অভাব থাকার দরুন জনসংখ্যার একটি বিশেষ অংশ উৎপাদনশীলতার সাথে নিজেদের যুক্ত করতে ব্যর্থ হচ্ছেন। ফলে শহরাঞ্চলে শিক্ষিত বেকারদের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে। 

২. শহরাঞ্চলে যোগ্যতা প্রাপ্তির একমুখীনতা বেকারত্ব সমস্যার বৃদ্ধি করছে যা শহরাঞ্চলে দারিদ্রতা বৃদ্ধির একটি অন্যতম কারণ। কোথাও প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক ডাক্তার , ইঞ্জিনিয়ার থাকার ফলে তা বেকারত্ব সমস্যার সৃষ্টি করছে। 

৩. শহরাঞ্চলের শিক্ষিত ব্যক্তিবর্গ বাবু কাজে অধিক পরিমানে নিযুক্ত হওয়ার প্রবণতা পোষণ করেন। চাকুরী গ্রহণ বা সেই ধরণের কাজেই শহরাঞ্চলের মানুষ অধিক উৎসাহবোধ করেন। ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছে , যা শহরাঞ্চলের দারিদ্রতা বৃদ্ধির অন্যতম কারণ। 

৪. শহরাঞ্চলে শিল্পের এবং বাজারের ওঠাপড়া , শ্রমিক অসন্তোষ , ধর্মঘট , লক - আউট , রাজনৈতিক উদ্যোগহীনতা ইত্যাদি বিষয়গুলি শহরাঞ্চলের মানুষের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে। এর ফলে শহরাঞ্চলে বেকারত্বের সৃষ্টি হয় যা শহরাঞ্চলের দরিদ্রতাকে গভীরভাবে প্রভাবিত করে। 

৫. আর্থিক মন্দা , মুদ্রাস্ফীতি , কর্মী - ছাঁটাই - ইত্যাদি বিষয়গুলি সরাসরি শহরাঞ্চলের বেকারত্বের হারকে প্রভাবিত করে। ফলে দারিদ্রতা অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। এছাড়াও সরকারি নীতি , বিশ্বায়ন , অর্থনৈতিক উদারীকরণ - ইত্যাদি বিষয়গুলিও শহরাঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার পরিমাণকে বৃদ্ধি করে। 

পরিশেষে বলা যায় , ভারতের গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার মধ্যে চরিত্রগত পার্থক্য থাকলেও তার সরাসরি ফল হিসেবে উভয় ক্ষেত্রেই বেকারত্বের পরিমান বৃদ্ধি পায়। বেকারত্বের উত্তরোত্তর পরিমান বৃদ্ধি দারিদ্রতাকে বৃদ্ধি পেতে উৎসাহিত করছে। ভারতের গ্রামাঞ্চল ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই বেকারত্ব ও দারিদ্রতার মধ্যে অঙ্গাঙ্গি সম্পর্ক বর্তমান।    


You May Also Like

0 comments