অভীক্ষা কী ? মনস্তাত্ত্বিক অভীক্ষা কাকে বলে ? দুটি ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষার নাম উল্লেখ কর।

by - August 14, 2021

অভীক্ষা কী ? মনস্তাত্ত্বিক অভীক্ষা কাকে বলে ? দুটি ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষার নাম উল্লেখ কর। 




অভীক্ষা কী ? 

যে উদ্দীপকের সমবায় দ্বারা আমরা শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বৈশিষ্টকে প্রকাশিত করে , তাকেই শিক্ষামূলক অভীক্ষা বলে। আধুনিক ধারণা অনুযায়ী , শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা দক্ষতা , কৃতিত্ব , বুদ্ধিমত্তা , দৃষ্টিভঙ্গি , পারদর্শিতা , প্রবণতা , ঝোঁক , মনোভাব , অগ্রগতি ইত্যাদি পরিমাপের জন্য যে বিশেষ উপকরণ বা কৌশল ( সাধারণত প্রশ্নের সমাহার ) ব্যবহার করে শিক্ষার্থীদের বিশেষ বৈশিষ্টের বিকাশ ঘটিয়ে বৈশিষ্টের সুস্পষ্টতা অনুধাবন করা হয় , তাকেই অভীক্ষা বা Test বলে। 


মনস্তাত্ত্বিক অভীক্ষা কাকে বলে ? 

যে অভীক্ষার দ্বারা মানসিক বৈশিষ্ট্যাবলী পরিমাপ করা হয় , তাকে মনস্তাত্ত্বিক অভীক্ষা বলে। যেমন - বুদ্ধি অভীক্ষা , প্রবণতা অভীক্ষা , আগ্রহ অভীক্ষা - ইত্যাদি। মনস্তাত্ত্বিক অভীক্ষাগুলি সাধারণত আদর্শায়িত হয়ে থাকে। 

সাধারণভাবে মনস্তাত্ত্বিক অভীক্ষা হল শিক্ষার্থীর জন্য শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক কৌশল। 
শিক্ষাক্ষেত্রে শিক্ষাগত এবং মানসিক বৈশিষ্টকে পরিমাপ করার জন্য এইসকল বৈশিষ্টকে আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করার ব্যবস্থা করা হয়। এইসকল ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি বা শিক্ষার্থীর সামনে কতকগুলি উদ্দীপক উপস্থাপন করা হয়। স্বাভাবিক নিয়মে ব্যক্তি এইসকল উদ্দীপকের দরুন প্রতিক্রিয়া করে। এই    
মনোবিদ মার্শেল ( Murshell ) মনস্তাত্ত্বিক অভীক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন , মানসিক অভীক্ষা হল কতকগুলি উদ্দীপকের সমষ্টি , যেগুলি ব্যক্তির সামনে উপস্থিত করলে সে বিশেষভাবে সাড়া দিতে উদ্বুদ্ধ হয় এবং সেই সাড়াগুলি তার বিশেষ মানসিক অবস্থাকে আমাদের সামনে প্রকাশ করে। 

দুটি ব্যক্তিগত বুদ্ধি অভীক্ষার নাম উল্লেখ কর। 

১. বিঁনে - সিমনের অভীক্ষা। 
২. ডেভিড ওয়েকসলের - Wechsler - Bllevue Intelligence Scale 



You May Also Like

0 comments