থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব বা বহু-উপাদান তত্ত্ব। Group factor theory of Thurston.

by - July 01, 2021

থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব বা বহু-উপাদান তত্ত্ব। Group factor theory of Thurston. 



মার্কিন মনোবিজ্ঞানী এল এল থার্স্টোন অনেক পরীক্ষানিরীক্ষার সাহায্যে মানসিক ক্ষমতার দলগত উপাদানের কথা বিশ্লেষণ করেছেন। তিনি প্রায় 60 টি বিভিন্ন অভীক্ষায় প্রাপ্ত ফলের মধ্যে সহসম্পর্ক নির্ণয় করে পরিসংখ্যান শাস্ত্রের জটিল পদ্ধতি উপাদান বিশ্লেষণের ( Factor Analysis ) মাধ্যমে দলগত উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বে তিনি সাতটি প্রাথমিক বা মৌলিক উপাদানের কথা বলেন। এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পর নিরপেক্ষ। সেজন্য এদের প্রাথমিক উপাদান বলা হয়। 


প্রাথমিক উপাদানগুলি হল - 
(i) সংখ্যাগত উপাদান ( Numerical ability বা সংক্ষেপে N ) - দ্রুত ও নির্ভুলভাবে সংখ্যা গণনার ক্ষমতা। 

(ii) বাচনিক উপাদান ( Verbal ability বা সংক্ষেপে V ) - ভাষা বোঝা ও ব্যবহারের সাবলীলতা। 

(iii) স্থান প্রত্যক্ষণ উপাদান ( Spatial perception ability বা সংক্ষেপে S ) - যে কাজে বস্তুর স্থান প্রত্যক্ষণের প্রয়োজন , তা কল্পনিকভাবে চিন্তনের ক্ষমতা। 

(iv) স্মৃতির উপাদান ( Memory বা সংক্ষেপে M ) - দ্রুত মুখস্থ করার ক্ষমতা এবং প্রয়োজনমতো তার পুনরুদ্রেকের ক্ষমতা। 

(v) যুক্তি নির্ণয় উপাদান ( Reasoning ability বা সংক্ষেপে R ) - কোনো কাজে নিয়ম নীতি আবিষ্কারের ক্ষমতা ও কার্যকারণ সম্পর্ক নির্ধারণের ক্ষমতা। 

(vi) শব্দস্বাচ্ছন্দ্য উপাদান ( Word fluency বা সংক্ষেপে W ) - দ্রুত উপযুক্ত শব্দ চয়নের ক্ষমতা। 

(vii) প্রত্যক্ষণ উপাদান ( Perceptual ability বা সংক্ষেপে P ) - দ্রুত এবং সঠিকভাবে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। 


যেকোনো একটি বৌদ্ধিক কাজে এই সাতটি প্রাথমিক উপাদানের কয়েকটি প্রয়োজন হয়। আবার অন্য একটি বৌদ্ধিক কাজে অন্য কয়েকটি উপাদানের প্রয়োজন হয়। তবে দুটি কাজে একাধিক সাধারণ উপাদান থাকতে পারে। দুটি কাজে যত অধিক পরিমাণে সাধারণ উপাদান থাকবে তত বেশি ওই দুটি কাজের মধ্যে সহসম্পর্ক দেখা যাবে। স্পিয়ারম্যানের সাধারণ উপাদানের ( G ) মতো থার্স্টোনের কোনো উপাদানই সব ধরণের বৌদ্ধিক কাজে প্রয়োজন হয়না। থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বটিকে একটি জ্যামিতিক চিত্ররূপ দেওয়া যায়। 



উপরোক্ত চিত্রে ক , খ ও গ - তিনটি বৌদ্ধিক কাজ। ক কাজে প্রয়োজন হয় সংখ্যাবাচক উপাদান (N) , স্থান প্রত্যক্ষণের উপাদান (S) , বাচনিক উপাদান (V) এবং প্রত্যক্ষণ উপাদান (P) ।  
খ কাজে প্রয়োজন হয় -   বাচনিক উপাদান (V) , প্রত্যক্ষণ উপাদান (P) , যুক্তি উপাদান (R) ও স্মৃতির উপাদান (M) ।
আবার গ কাজে প্রয়োজন হয় - স্থান প্রত্যক্ষণের উপাদান (S) এবং দ্রুত শব্দ ব্যবহারের উপাদান (W) । 

এখানে দেখা যাচ্ছে , ক ও খ কাজ দুটির মধ্যে দুটি উপাদান সাধারণ (V ও P ) এবং ক ও গ কাজ দুটির মধ্যে একটি সাধারণ উপাদান ( S) । সুতরাং , ক ও খ এর মধ্যে সহসম্পর্ক ক ও গ এর তুলনায় বেশি হবে। সাধারনণভাবে খ ও গ কাজের মধ্যে কোনো সহসম্পর্ক থাকার কথা নয় , কারণ এই দুটি কাজে কোনো সাধারণ উপাদান নেই। তবে যেহেতু , ক ও খ এর মধ্যে সহসম্পর্ক আছে এবং ক ও গ এর মধ্যেও সহসম্পর্ক বর্তমান , তাই সামান্য হলেও খ ও গ এর মধ্যে সহসম্পর্ক দেখা যাবে। 



You May Also Like

0 comments