স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব ও থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য। Difference between two factor theory of Spearman and Group factor theory of Thurston .
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব ও থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য। Difference between two factor theory of Spearman and Group factor theory of Thurston .
(i) উপাদানের সংখ্যা :-
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্ব দুটি উপাদানের সমন্বয়।
কিন্তু থার্স্টোনের মানসিক ক্ষমতা সাতটি প্রাথমিক বা মৌলিক উপাদানের সমন্বয়।
(ii) উপাদানের বিষয় :-
স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান G ( সাধারণ ক্ষমতা ) এবং S ( বিশেষ ক্ষমতা ) দ্বারা সূচিত হয়।
কিন্তু থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বের উপাদানগুলি হল - স্মৃতিশক্তি বা M , সংখ্যাবাচক বা N , প্রত্যক্ষণ ক্ষমতা বা P , স্থানচেতনা বা S , যুক্তিশীলতা বা R , বাচনিক ক্ষমতা বা V , ভাষা ব্যবহারের ক্ষমতা বা W দ্বারা সূচিত হয়।
(iii) তত্ত্বের বক্তব্য :-
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বে বলা হয়েছে , কোনো কাজ করার জন্য সাধারণ এবং বিশেষ উপাদানের প্রয়োজন হয়।
কিন্তু থার্স্টোনের দলগত তত্ত্ব অনুসারে , 7 টি প্রাথমিক উপাদানের মধ্যে এক বা একাধিক উপাদান একত্রে ব্যবহৃত হয়।
(iv) সীমাবদ্ধতা :-
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বে সাধারণ উপাদান সব কাজে ব্যবহৃত হলেও বিশেষ উপাদান নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়।
কিন্তু থার্স্টোনের বহু উপাদান তত্ত্বে সমস্ত কর্ম সম্পাদনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা বা শক্তি সাতটি মৌলিক উপাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
(v) অন্য নাম :-
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বটি ইলেকট্রিক থিয়োরি নামেও পরিচিত।
থার্স্টোনের দলগত উপাদান তত্ত্ব প্রাথমিক মানসিক তত্ত্ব নামে পরিচিত।
(vi) উপাদানের প্রয়োজনীয়তা :-
স্পিয়ারম্যানের দ্বি - উপাদান তত্ত্বে G উপাদানটি সমস্ত কাজেই প্রয়োজন হয়।
থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে এমন কোনো উপাদান নেই যা সমস্ত কাজেই প্রয়োজন হয়।
(vii) উপাদানের প্রকৃতি :-
দ্বি - উপাদান তত্ত্বে বিশেষ উপাদানগুলি সহজাত বা অর্জিত - দু প্রকারেরই হতে পারে।
কিন্তু থার্স্টোনের দলগত উপাদান তত্ত্বে সাতটি উপাদানই মৌলিক এবং বংশজাত।
0 comments