প্রাচীন অনুবর্তন কাকে বলে ? প্রাচীন অনুবর্তন সম্পর্কিত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। Classical conditioning , experiment of pavlov
প্রাচীন অনুবর্তন :-
রুশ শারীরতত্ববিদ আইভান প্যাভলভ প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। এটি শারীরবৃত্তীয় ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ , প্যাভলভের মতে , প্রাণী পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে বাহ্যিক উদ্দীপনা সংগ্রহ করে এবং বহির্জগৎ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। তাঁর মতে , যেকোনো প্রাণীর মধ্যে কোনো একটি প্রতিক্রিয়া সৃষ্টির জন্য নির্দিষ্ট কিছু উদ্দীপক থাকে এবং যে - কোনো অবস্থাতেই এই উদ্দীপকগুলি একই ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্যাভলভ এই উদ্দীপকগুলিকেই স্বাভাবিক উদ্দীপক এবং প্রতিক্রিয়াগুলিকে স্বাভাবিক প্রতিক্রিয়া বলেছেন। তাঁর মতে , স্বাভাবিক উদ্দীপক এবং স্বাভাবিক প্রতিক্রিয়ার সংযোগ পূর্বনির্ধারিত। এই প্রতিক্রিয়া অর্জিত বা শিক্ষাপ্রসূত নয়।
যদি কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক পূর্বে একটি কৃত্রিম বা বিকল্প উদ্দীপক বারবার উপস্থাপন করা হয় , তবে ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হবে এবং স্বাভাবিক উদ্দীপক যে প্রতিক্রিয়া সৃষ্টি করে , কৃত্রিম উদ্দীপকও সেই প্রতিক্রিয়া ঘটাবে। একেই প্যাভলভের অনুবর্তন বা সাপেক্ষীকরণ বা প্রাচীন অনুবর্তন বলা হয়। প্যাভলভের মতে , আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ শিখন এইভাবেই ঘটে।
প্রাচীন অনুবর্তন সম্পর্কিত প্যাভলভের পরীক্ষা :-
প্যাভলভের অনুবর্তন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষাটি উল্লেখযোগ্য। একটি ক্ষুধার্ত কুকুরের সামনে কিছু খাবার দেওয়া হল , দেখা গেল লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণ হলে চোখের সামনে খাদ্যবস্তুকে দেখার স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি লালাক্ষরণের পরিমাণ পরিমাপেরও ব্যবস্থা করেছিলেন। এরপর প্রতিদিন এই পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরের সামনে খাবার দেওয়ার আগে কুকুরটিকে খাবার সম্পর্কে সচেতন করার জন্য ঘন্টা শব্দ শোনানো হয়। ঘন্টার শব্দ শেষ হওয়ার আগেই খাদ্যবস্তু দেওয়া হয়। কিছুদিন এইভাবে পুনরাবৃত্তি করার পর দেখা গেল , ঘণ্টাধ্বনি শোনামাত্র কুকুরের লালাক্ষরণ শুরু হচ্ছে। প্রকৃতপক্ষে ঘন্টার শব্দের সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক নেই। ঘন্টার শব্দের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগভাব। তাই প্রথম প্রথম ঘণ্টাধ্বনি শোনামাত্র কুকুরটির মধ্যে সজাগ ভাব দেখা গিয়েছিল। কিন্তু পরীক্ষাটির পুনরাবৃত্তি করার ফলে ঘণ্টাধ্বনি উদ্দীপকের সঙ্গে লালাক্ষরণ যুক্ত হল। ঘণ্টাধ্বনি উদ্দীপক হিসেবে খাদ্যকে প্রতিস্থাপন করে লালাক্ষরণের প্রতিক্রিয়া ঘটাল। একেই প্যাভলভ বলেন অনুবর্তিত আবর্তক্রিয়া। বর্তমানে একে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে।
পরীক্ষাটির মূল কাঠামো নিম্নরূপ :-
খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু এই পরীক্ষায় যখন ঘণ্টাধ্বনি লালাক্ষরণ ঘটায় তখন লালাক্ষরণ হল অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘণ্টাধ্বনি হলো অনুবর্তিত উদ্দীপক।
1 comments
থ
ReplyDelete