বিক্রমশীলা : প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র : -

by - July 16, 2021

প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র : বিক্রমশীলা :- 

বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় :- 



প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাচীনত্বের দিক থেকে নালন্দার পরেই বিক্রমশীলার নাম উল্লেখ করা যায়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ম্লান হয়ে আসার সময় এই বিশ্ববিদ্যালয়টির উদ্ভব ঘটে। বিক্রমশীলা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য নীচে আলোচনা করা হল - 


১. অবস্থান :- 
বিক্রমশীলার ধ্বংসাবশেষ আবিষ্কৃত না হওয়ায় এর অবস্থান নিয়ে মতভেদ দেখা যায়। অনেকে বলেন রাজমহলের পার্বত্য অঞ্চলে বিক্রমশীলা মহাবিহার অবস্থিত ছিল। আবার অনেকের মতে , এটি নালন্দার কাছাকাছি অঞ্চলে অবস্থিত ছিল। তবে প্রথম মতটি অধিকাংশ ঐতিহাসিকগণ স্বীকার করেছেন।  বর্তমানে বিহারের ভাগলপুর জেলায় বিক্রমশীলার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন। 

২. প্রতিষ্ঠা :- 
পাল যুগের সম্রাট ধর্মপাল তাঁর নিজের নাম ' বিক্রমশীল ' - এর সঙ্গে সঙ্গতি রেখে আনুমানিক নবম শতাব্দীতে বিহারটি প্রতিষ্ঠা করেন। 


৩. পরিকাঠামো :- 
মোট একশো আটটি মঠ এবং একশো আটজন মঠাধ্যক্ষ নিয়ে গড়ে উঠেছিল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়। ছয়টি মহাবিদ্যালয় ছিল বলে জানা গেছে। প্রতিটি মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল গবেষণাগার , ছাত্রাবাস ,  সম্মেলন গৃহ ইত্যাদি। ছয়টি মহাবিদ্যালয়ে ছিল ছয়টি দ্বার এবং বিদ্যালয়ের বাইরে প্রাচীরে ছিল প্রধান  দ্বার। প্রধান দ্বারের পাশে ছিল ধর্মশালা। 

৪. পাঠক্রম ও শিক্ষাদান পদ্ধতি :- 
বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথিপত্র ধ্বংস হয়ে যাওয়ার ফলে বিক্রমশীলার পাঠক্রম সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তবে অনুমান করা যায় যে , এর পাঠক্রম ও নিয়মবিধি নালন্দার মতোই ছিল। ব্যক্তিগত ও দলগত উভয়ভাবেই শিক্ষাদান করা হত। শিক্ষাদানে মৌখিক পদ্ধতির প্রচলন ছিল। আলোচনা ও বিতর্ক সভার আয়োজনও  করা হত। 

৫. মূল্যায়ন ও উপাধি :- 
নালন্দার মতো  বিক্রমশীলায় মৌখিক পরীক্ষা এবং সভা সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হত এবং উপাধি প্রদান করা হত। 

৬. অধ্যাপকমন্ডলী :- 
বিক্রমশীলার অধ্যাপকদের মধ্যে ছিলেন বিখ্যাত অতীশ দীপঙ্কর , শ্রীজ্ঞান , অভয়কর গুপ্ত জ্ঞানপাদ ,  প্রভাকরমতি -  প্রমুখ। 

৭.  ধ্বংস :- 
প্রাচীরবেষ্টিত বিক্রমশীলা মহাবিহারকে নগরদূর্গ মনে করে মুসলিম সেনাবাহিনী একে ধ্বংস করে এবং সমস্ত সন্ন্যাসীদের হত্যা করে। 


You May Also Like

0 comments