মনোবিদ্যা ও শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য :- Differences between Psychology and education

by - June 29, 2021

 মনোবিদ্যা ও শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য :- 




এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই যে , শিক্ষার সঙ্গে মনোবিদ্যার সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। প্রকৃতপক্ষে শিক্ষার অন্যতম ভিত্তি হল মনোবিদ্যা। শিক্ষার সঙ্গে মনোবিদ্যার এই সম্পর্ককে ভিত্তি করে শিক্ষা মনোবিদ্যা একটি পৃথক জ্ঞানের বিষয় বলে বিবেচিত হয়েছে। কিন্তু একথা মনে করলে ভুল করা হবে যে , শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে কোন পার্থক্য নেই। বস্তুতপক্ষে শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে কতগুলি মৌলিক পার্থক্য বিদ্যমান। যেমন - 


১. প্রকৃতিগত ক্ষেত্রে :- 
মনোবিদ্যা হল একটি বিষয়নিষ্ঠ বিজ্ঞান। 
কিন্তু শিক্ষাবিজ্ঞান একটি নিয়মনিষ্ঠ বিজ্ঞান। 

২. বিষয়বস্তু :- 
মনোবিদ্যার বিষয়বস্তু হল মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ , নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎবাণীকরণ। 
কিন্তু শিক্ষাবিজ্ঞানের বিষয় হল আচরণ বিশ্লেষণ , নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎবাণীকরণ। 

৩. মৌলিকতা :- 
মনোবিদ্যা একটি মৌলিক বিজ্ঞান। 
কিন্তু শিক্ষাবিজ্ঞান মৌলিক বিজ্ঞান নয়। 

৪. বিশুদ্ধতা :- 
মনোবিজ্ঞান একটি শুদ্ধ বিজ্ঞান। 
শিক্ষা বিজ্ঞান একটি ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান। 

৫. সমাজ নিরপেক্ষতা :- 
মনোবিদ্যা স্থান , সমাজ  , ঐতিহ্য ও সংস্কৃতি নিরপেক্ষ। 
কিন্তু শিক্ষাবিজ্ঞান দেশ , সমাজ ঐতিহ্য , সংস্কৃতি ইত্যাদি ভেদে পরিবর্তনসাপেক্ষ। 

৬. ব্যক্তির আচরণের দিক থেকে :- 
মনোবিদ্যার আলোচনার ক্ষেত্র কোনো মানুষের আচরণের মানসিক দিক যা অদৃশ্য থাকে। মানুষের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম এবং ইন্দ্রিয়গ্রাহ্যতার অতীত। 
কিন্তু শিক্ষাবিজ্ঞানের আলোচ্য বিষয় হল মানুষের আচরণের বাহ্যিক দিক। এটি ইন্দ্রিয় গ্রাহ্য।

 

এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা / সূচীপত্রের জন্য এখানে CLICK করো।

You May Also Like

0 comments