সমষ্টিগত মূল্যায়ন : ধারণা , উদ্দেশ্য ও সুবিধা।

by - June 21, 2021

সমষ্টিগত মূল্যায়ন কাকে বলে ? সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্যগুলি আলোচনা করো। সমষ্টিগত মূল্যায়নের সুবিধাগুলি কী কী ?  



সমষ্টিগত মূল্যায়ন :- ( Summative Evaluation ) 

যখনই গঠনগত মূল্যায়ন শেষ পর্যায়ে চলে যায় , তখনই সমষ্টিগত মূল্যায়নের প্রয়োজন হয়। অর্থাৎ বলা যেতে পারে সমষ্টিগত মূল্যায়ন গঠনগত মূল্যায়নের পরবর্তী প্রক্রিয়া যা একটি বছর বা একটি নির্দিষ্ট সময় শেষে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করার জন্য সংগঠিত হয়। শিক্ষণ - শিখন প্রক্রিয়ার সার্বিক ফলাফল এই ধরনের মূল্যায়ন থেকে পাওয়া যায়। শ্রেণি অভীক্ষা , একক অভীক্ষা , মৌখিক অভীক্ষা ইত্যাদি হল গঠনগত মূল্যায়নের অংশ। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় শেষে বা কোন কোর্স সমাপ্তিতে শিখন উদ্দেশ্যগুলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর পারদর্শিতা সার্বিক অ্যাসেসমেন্ট করার প্রক্রিয়াকে বলা হয় সমষ্টিগত মূল্যায়ন। 

সমষ্টিগত মূল্যায়ন দুই প্রকারের হয়। যেমন , 
(ক ) বহির্মূল্যায়ন এবং (খ ) অন্তর্মূল্যায়ন। 

যখন শিক্ষার্থীরা সমগ্র পাঠক্রমের সাথে পরিচিত হয়ে যায় এবং সমগ্র পাঠক্রমের উপর অভীক্ষা প্রস্তুত করা হয় তখনই সমষ্টিগত মূল্যায়ন সংগঠিত হয়। অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন একটি শিক্ষাবর্ষ শেষ হওয়ার পর সংঘটিত হয় এবং পরবর্তী শ্রেণীতে উন্নীত করে। 



সমষ্টিগত মূল্যায়নের উদ্দেশ্য : - ( Purposes of Summative Evaluation ) :-  


১. শিক্ষার্থীরা শিক্ষক কর্তৃক প্রাত্যহিক ফিডব্যাকগুলির সহজে যথাযোগ্যভাবে সংযোগসাধন করতে পারেনা এবং তাদের শিখনের গতি কেমন - তার সার্বিক ছবিও সহজে পাওয়া যায় না। কিন্তু সমষ্টিগত মূল্যায়ন এই ধরণের সার্বিক ছবি শিক্ষার্থীকে জোগাতে পারে। 

২. সমষ্টিগত অভীক্ষার সাহায্যে শিক্ষার্থীদের সাধারণ শিখন অথবা পারদর্শিতার স্তর বিচার করা হয়। শিক্ষার্থীদের পারদর্শিতার সাপেক্ষে শিক্ষণ এবং নির্দেশদানের কার্যকারিতা মূল্যায়ন করা যায়। 

৩. শিক্ষার্থীদের পারদর্শিতার সাপেক্ষে গ্রেড নির্ধারণে সমষ্টিগত মূল্যায়ন সাহায্য করে অথবা উদ্দিষ্ট শিখন ফলশ্রুতির সাপেক্ষে শিক্ষার্থীদের দক্ষতা সম্পর্কে শংসাপত্র দানে সাহায্য করে। 

সমষ্টিগত মূল্যায়নের সুবিধা :- ( Advantages of Summative Evaluation ) 


১. সমষ্টিগত মূল্যায়ন , শিক্ষকদের এবং নির্দেশদানে উৎসাহ বা ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক যোগায়। 

২. পরবর্তী শিক্ষনের পরিকল্পনা ও সংগঠনে সাহায্য করে। 

৩. শিক্ষার্থীদের পারদর্শিতার ভিত্তিতে কতদূর পর্যন্ত শিক্ষার উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হল - তা সমষ্টিগত মূল্যায়ন বিচার করে।         

 

You May Also Like

0 comments