Concept of Social Change and its features .
সামাজিক পরিবর্তন [ Concept of Social Change & features ]
সামাজিক পরিবর্তনের ধারণা : -
পরিবর্তন শব্দটি বহুমাত্রিক। পরিবর্তন বলতে বোঝায় লক্ষ্য , দক্ষতা , দর্শন , বিশ্বাস এবং আচরণের পরিবর্তন। আবার পরিবর্তন বলতে বোঝায় '' নতুনের প্রবর্তন ''। সামাজিক পরিবর্তন বলতে বোঝায় মানবসমাজের পরিকাঠামো এবং কার্যাবলীতে পরিবর্তন। সামাজিক পরিবর্তন বলতে কিছু পরিবর্তিত ক্রিয়াকলাপকে বোঝায় যেগুলি সামগ্রিকভাবে সমাজের রূপ ও পরিকাঠামোর মধ্যে পরিবর্তন আনে। এই পরিবর্তন পৃথক পৃথকভাবে পরিলক্ষিত হয়। সামাজিক পরিবর্তন শব্দটি সামাজিক প্রক্রিয়া , সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিক সংগঠনের যে কোন দিকের বৈচিত্র ও পরিবর্তন কে বোঝাতে ব্যবহৃত হয়।
ম্যাকাইভার ও পেজ বলেন , সমাজ হল জীবন প্রবাহের একটি কালক্রম। সমাজের ধারণা গতিশীল , স্থিতিশীল নয়। সমাজ একটি প্রক্রিয়া বিশেষ , কোনো ফলশ্রুতি নয়। মানব সমাজ পরিবর্তনশীল বলেই আদিম সমাজ থেকে ক্রমবিকাশের ধারায় বর্তমানে আধুনিক সমাজ গড়ে উঠেছে। সামাজিক পরিবর্তন প্রসঙ্গে ম্যাকাইভার ও পেজ তিনটি শর্তের কথা বলেছেন , যে শর্ত গুলির উপর ভিত্তি করে সমাজ পরিবর্তিত হয়। যেমন , -
(i) মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশের পরিবর্তন।
(ii) মানুষের ভাবনা চিন্তা ও বিশ্বাসের পরিবর্তন এবং
(iii) দৈহিক ও ভৌতিক পরিবর্তন।
এই তিনটি শর্তের উপর নির্ভর করে যথাক্রমে প্রযুক্তির পরিবর্তন , সংস্কৃতির পরিবর্তন এবং জৈব - ভৌতিক পরিবর্তন ঘটে। সমাজ কোন বস্তু নয় , সমাজ হলো মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কের এক আন্তর্জাল। মানুষের আন্তঃমানবিক সম্পর্কের মধ্যে যে গতিশীলতা পরিলক্ষিত হয় , তাই সামাজিক পরিবর্তন আনে। সমাজ একটি নিরপেক্ষ , প্রভাববাহী , চলমান ধারা। সমাজের প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মে পরম্পরায় সঞ্চালিত হয়। শ্রীঅরবিন্দের মতে , সময় এবং সমাজের নিরবচ্ছিন্ন স্রোতে , প্রতি রাতের শেষে , প্রতিটি নতুন ঊষায় , প্রতিটি বিগত দিনের মৃত্যু ও নবাগত দিনের জন্ম হয়।
বর্তমান সমাজ হাজার হাজার বছর আগের সমাজব্যবস্থার পরিবর্তিত রূপ। কালের গতিতে ও বিবর্তনের ধারায় সমাজের বহিরঙ্গ এবং অভ্যন্তরীণ প্রকৃতিতে প্রভূত পরিবর্তন সাধিত হয়েছে। ভবিষ্যতেও এ পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে।
সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য :-
সামাজিক পরিবর্তনের যে প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তার মধ্যে যেগুলি সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হল :-
(i) সামাজিক পরিবর্তন সামাজিক প্রকৃতির :-
সামাজিক পরিবর্তনের অর্থ হলো সামাজিক সম্পর্কের ধারার পরিবর্তন। সামাজিক সম্পর্ক সামাজিক ক্রিয়াকলাপ , সামাজিক মিথস্ক্রিয়া এবং সামাজিক সংগঠনের নিরিখে সংজ্ঞায়িত হয়। এই তিনটি পরিবর্তনের পরিবর্তন ঘটিয়ে নতুন সভ্যতা আসে , যার মধ্যে পুরাতনের মূল সত্তা রয়েই যায়। অর্থাৎ সামাজিক পরিবর্তন ব্যক্তিগত পরিবর্তনের থেকে স্বতন্ত্র। এর কারণ এবং ফলাফল উভয়ই সামাজিক প্রকৃতির হয়।
(ii) সামাজিক পরিবর্তন সর্বজনীন :-
সামাজিক পরিবর্তন সকল প্রকার সমাজে সকল সময়ে বর্তমান। কোন সমাজই সম্পূর্ণ গতিহীন নয়। সমাজ প্রাচীন হোক বা নতুন , শহর হোক বা গ্রামের , সরল হোক বা জটিল , কৃষিনির্ভর হোক বা শিল্পনির্ভর - তা সবক্ষেত্রে সর্বদাই পরিবর্তনশীল। এই পরিবর্তন দ্রুত বা ধীর গতিসম্পন্ন হতে পারে ; কিন্তু বাস্তবে গতিহীন কোন সমাজ নেই।
(iii) সমাজ পরিবর্তনের ধারা নিরবচ্ছিন্ন :-
সামাজিক পরিবর্তন সবিরাম নয় , নিরবচ্ছিন্ন। পরিবর্তনের ধারা কখনো থামে না আর সমাজকেও পরিবর্তনের থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। এটি বিরামহীন চলমান পদ্ধতি। পরিবর্তনের উৎস , অভিমুখ , হার এবং প্রকৃতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় মাত্র , কিন্তু থামেনা।
(iv) সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী :-
সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী। নতুন চাহিদা ,পরিবর্তন আনার চেষ্টা এগুলি মানুষের স্বকীয় প্রবৃত্তি। মানুষের চাহিদাগুলি সীমাহীন এবং সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। সেই সকল চাহিদার পূর্তির জন্যই নিয়ত সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
(v) সামাজিক পরিবর্তন সাময়িক : -
কোন নির্দিষ্ট সামাজিক পরিবর্তন সাময়িক। যে কোন বস্তু বা ঘটনায় পরিবর্তন আসা সময়সাপেক্ষ। কোন ক্ষেত্রে কোনো সামাজিক পরিবর্তনের ফলাফল দ্রুত প্রতিভাত হয় , আবার অন্য কোনো ক্ষেত্রে কোন নির্দিষ্ট সামাজিক পরিবর্তন থেকে অভিপ্রেত ফল পেতে বহুযুগ লেগে যায়। একইভাবে কিছু সামাজিক পরিবর্তন দ্রুত ছড়িয়ে পড়ে , আবার কিছু দ্রুত স্মৃতির অতলে হারিয়ে যায়। বিপ্লব , শৈলী , রীতি , কৃষ্টি এই সকল কিছুর ক্ষেত্রেই এই ঘটনা সত্য।
(vi) সামাজিক পরিবর্তন সমগতিসম্পন্ন নয় : -
যদিও সামাজিক পরিবর্তন সকল সময়ব্যাপী চলে , তবুও এর হার বা গতি সবসময় একই থাকে না। এক সমাজ থেকে আর এক সমাজে এমনকি একই সমাজের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে এর হার বিভিন্ন হয়। কখনো এই হার খুব দ্রুত , কখনো ধীর। এই গতি নির্ভর করে সমাজের প্রকৃতির উপর। যেমন - উন্মুক্ত ও বদ্ধ প্রকৃতির সমাজে একই প্রকার পরিবর্তনের হার ভিন্ন ভিন্ন হয়। আবার শহরের ও গ্রামের ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তনের হারের তারতম্য দেখা যায়। এই পার্থক্য আধুনিক বা পুরাতনপন্থী সমাজের মধ্যেও বর্তমান।
(vii) সামাজিক পরিবর্তন পরিকল্পনামাফিক বা অপরিকল্পিত উভয়ই হতে পারে :-
কোনো ক্ষেত্রে সামাজিক পরিবর্তন পরিকল্পনামাফিক হয় , কোনো ক্ষেত্রে আবার পরিকল্পনা ব্যতিরেকেও হতে পারে। স্বাভাবিকভাবে যে পরিবর্তন সমাজে আসে তা প্রকৃতপক্ষে পরিকল্পনাবিহীন। এই পরিকল্পনাবিহীন পরিবর্তনগুলি সহজাত , আকস্মিক বা কোনো তৎপর সিদ্ধান্তের ফল। সাধারণত বন্যা , খরা , দুর্ভিক্ষ , অগ্নুৎপাত প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে যে পরিবর্তন গুলি আসে সেগুলি অপরিকল্পিত। এই সকল অপরিকল্পিত সামাজিক পরিবর্তনের হার ও অভিমুখের ওপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না।
মানুষের সহজাত প্রবৃত্তিই হলো পরিবর্তনের আকাঙ্ক্ষা করা। তাই অনেকক্ষেত্রে মানুষের দ্বারা কোনো পরিকল্পনা , কার্যক্রম বা কর্মকান্ড গৃহীত হয় সমাজে কাঙ্খিত পরিবর্তন আনার উদ্দেশ্যে। এগুলি পরিকল্পিত পরিবর্তন। যেহেতু এগুলি সচেতন ও ইচ্ছাকৃত , তাই অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের পরিবর্তনের অভিমুখ ও গতির ওপর মানুষেরই নিয়ন্ত্রণ থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের দেশের সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা।
(viii) সামাজিক পরিবর্তন বহু - নৈমিত্তিক :-
একটি নির্দিষ্ট উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন আসতেই পারে , তবে বাস্তবে তা আরও অনেকগুলি সমপ্রকৃতির উপাদানের সঙ্গে সম্পর্কিত থাকে। গঠনগত , জৈবিক , জনতাত্ত্বিক , সাংস্কৃতিক , প্রযুক্তিগত প্রভৃতি আরো অনেক উপাদান পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের জন্ম দেয়। সামাজিক ঘটনাবলীর পারস্পরিক নির্ভরশীলতাই এর কারণ।
(ix) ক্রমান্বয়ী প্রতিক্রিয়ার উৎস :-
যেহেতু সমাজের বিভিন্ন অংশগুলি একে অপরের সঙ্গে নিবিড় ভাবে সম্পর্কিত , তাই যেকোন প্রকার সামাজিক পরিবর্তন একক প্রতিক্রিয়ায় জন্ম না দিয়ে ক্রমান্বয়ে পরস্পর সম্পর্কিত প্রতিক্রিয়ার জন্ম দিতে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে , সমাজে মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা কেবলমাত্র তাদের অবস্থানগত দিক দিয়ে পরিবর্তন আনে না ; একইসঙ্গে গৃহ , পরিবেশ , পারিবারিক সম্পর্ক , বৈবাহিক সম্পর্ক - এই সকল ক্ষেত্রেও বহু পরিবর্তন নিয়ে আসে।
(x) সামাজিক পরিবর্তনের পূর্বাভাস অনিশ্চিত :-
সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে পূর্বাভাষের একটি বিশেষ গুরুত্ব আছে। কিন্তু এই বিষয়সংক্রান্ত যেটুকু পূর্বাভাস দেওয়া সম্ভব হয় , তা অনিশ্চয়তায় পরিপূর্ণ থাকে। এর মূলত তিনটি কারণ বর্তমান।
(ক ) সামাজিক পরিবর্তন কোন নির্দিষ্ট নীতি অনুসরণ করে না।
(খ ) সামাজিক পরিবর্তনের কারণগুলি অনন্তকাল ধরে একই অবস্থায় স্থায়ী হয় না। এবং
(গ ) সামাজিক পরিবর্তনের ধারা সর্বক্ষেত্রে একরূপ নয়।
উপরোক্ত বিষয়গুলি ছাড়াও বলা যেতে পারে যে সামাজিক পরিবর্তনের প্রকৃতি কখনো গুণগত বা পরিমাণগত হয়ে থাকে। যেহেতু এটি ভাল বা মন্দ , অভিপ্রেত বা অনভিপ্রেত কোনো বোধেরই জন্ম দেয় না , তাই এটি একটি নির্দিষ্ট মূল্যবিহীন বিষয়। এটি বিবর্তন , উন্নতি ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত হলেও এই ধারণা গুলি থেকে স্বতন্ত্র।
0 comments