অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় operation blackboard , nabodaya vidyalaya

by - August 12, 2021

অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ। 



অপারেশন ব্ল্যাকবোর্ড :- 


1986 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশক্রমে '' অপারেশন ব্ল্যাকবোর্ড '' নামে একটি শিক্ষা কর্মপ্রকল্পের সূচনা হয়। এই প্রকল্পটি প্রাথমিক বিদ্যালয়গুলির দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয়। এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে সমস্ত শিক্ষা উপকরণগুলির প্রতীক হিসেবে ধরা হয়। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক স্তরের শিক্ষা সহায়ক সবরকম উপাদানকে বোঝানো হয়। 

বস্তুত , জাতীয় শিক্ষানীতিতে ( 1986 ) প্রাথমিক শিক্ষার উন্নতি , প্রগতি ও প্রসারের জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের দ্বারা উন্নতিকামী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। পরবর্তীকালে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আর্থিক সাহায্যে এবং রাজ্য সরকারগুলির সক্রিয় উদ্যোগে এই প্রকল্প বাস্তবে রূপায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকল শিখন প্রক্রিয়াকে লক্ষ্যভিত্তিক পথে এগিয়ে দিতে যেমন প্রয়োজন উপযুক্ত সংখ্যক শিক্ষক - শিক্ষিকার উপস্থিতি , তেমন প্রয়োজন প্রয়োজনীয় শ্রেণিকক্ষের ও অন্যান্য শিক্ষা সহায়ক ও শিক্ষা উপকরণের উপযুক্ত ব্যবহার।     


অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণের কারণ :- 

সমীক্ষায় দেখা গেছে দেশে এমন অনেক বিদ্যালয় আছে যেখানে উপযুক্ত শ্রেণীকক্ষ নেই , শিক্ষাদানের উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ নেই , প্রয়োজনীয় শিক্ষক নেই  , গ্রামাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়গুলি শিশুদের বাড়ি থেকে অনেক দূরে , অধিকাংশ বিদ্যালয় শৌচাগার নেই , পানীয় জলের ব্যবস্থা নেই -  এইসব কারণে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় আসে না। তাই অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গ্রহণ করা হয় উপযুক্ত শিক্ষা পরিবেশ গড়ে তুলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলার জন্য। 

অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের কর্মসূচি :- 


অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মাধ্যমে যেসব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় , তা হল - 

(i) প্রাথমিক বিদ্যালয় অন্তত দুখানা বড় বড় ঘর থাকবে - যেগুলি সব ঋতুতেই ব্যবহার করা যাবে। 

(ii) প্রাক - প্রাথমিক স্তরের শিশুদের জন্য খেলা ভিত্তিক শিক্ষানীতি অনুসরণ করতে হবে। 

(iii) মানচিত্র , চার্ট , ব্ল্যাকবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সরঞ্জাম সরবরাহ করা হবে। 

(iv) অন্তত দুজন শিক্ষক প্রত্যেকটি বিদ্যালয় নিযুক্ত হবেন যার মধ্যে একজন হবেন মহিলা এবং অন্যজন হবেন পুরুষ। ক্রমশ প্রতিটি শ্রেণীতে এক জন করে শিক্ষক নিয়োগ করার ব্যবস্থা করতে হবে।

(v) প্রতিটি বিদ্যালয়ের পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা করতে হবে। 

অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কেবলমাত্র বিদ্যালয়গুলিতে ব্ল্যাকবোর্ড ও শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ নয় বরং দেশের বিদ্যালয়গুলির মান উন্নয়নে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তোলা এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করা। 


নবোদয় বিদ্যালয় :- 


জাতীয় শিক্ষানীতি 1986 - র অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ হল নবোদয় বিদ্যালয় বা মডেল স্কুল প্রতিষ্ঠা।  1992 সালের পুনর্বিন্যাসেও এটি বিশেষ গুরুত্ব পায়। এর প্রধান উদ্দেশ্য হল - সামাজিক ন্যায় ও সমতা সহ উন্নত শিক্ষার ব্যবস্থা করা। এর জন্য সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করে তাদের ক্ষমতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর যাবতীয় ব্যবস্থা করতে হবে। এর অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সমৃদ্ধ পাঠক্রম ও উন্নত পাঠদানের কার্যকারিতা প্রদর্শন করা।  প্রতিভাবান শিক্ষার্থীদের প্রতিভার বিকাশের জন্য সমস্তরকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করাই হল এই বিদ্যালয়ের লক্ষ্য। ভারতের প্রত্যেকটি জেলায় অন্তত একটি করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয়। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় ভারতে মোট 432 টি জেলায় একটি করে মডেল স্কুল বা নবোদয় বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। একটি নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রায় দুই কোটি টাকা খরচ হয়। এই ধরনের বিদ্যালয় 300 জনের বেশি ছাত্র থাকবে না। 

নবোদয় বিদ্যালয়ের  গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য :- 


নবোদয় বিদ্যালয় এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল - 

(i) বিদ্যালয়গুলি আবাসিক , অবৈতনিক ও সহশিক্ষামূলক। বিনামূল্যে হোস্টেলে থাকার ব্যবস্থা থাকবে। 

(ii) গ্রামাঞ্চল থেকে আসা শিশু এবং বালিকা দের জন্য 75% আসন এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে 15 শতাংশ এবং 7.5  শতাংশ আসন সংরক্ষিত থাকবে .

(iii) জেলাভিত্তিক জাতীয় পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি নেওয়া হবে। NCERT প্রশ্ন করবে এবং সারাদেশে পরীক্ষা পরিচালনা করবে। 

(iv) প্রতিটি শিক্ষার্থীকে এই বিদ্যালয় পড়ার সময় একটি আঞ্চলিক ভাষা , হিন্দি এবং ইংরেজি - মোট তিনটি ভাষা শিখতে হয়। 

(v) নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি বা হিন্দিকে গ্রহণ করতে হয়। 

(vi) এই বিদ্যালয়ে সারা বছর ধরে শিক্ষার্থীদের কাজের মূল্যায়ন করা হয়। 

(vii) এই ধরনের বিদ্যালয়ে সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয়। 

(viii) এই ধরনের বিদ্যালয়ে কলা , বিজ্ঞান , বাণিজ্য ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা আছে। 

(ix) এই বিদ্যালয়গুলি পরিচালিত হয় কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের ( CBSE )  দ্বারা .

(x) এই বিদ্যালয়গুলির পাঠক্রম রচনার দায়িত্বে থাকে NCERT    । 

নবোদয় বিদ্যালয়কে সমস্ত দিক দিয়ে প্রত্যেক জেলার কাছে আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয়। অন্যান্য বিদ্যালয়গুলির কাছে নবোদয় বিদ্যালয় আদর্শ পথপ্রদর্শক স্বরূপ। 



You May Also Like

0 comments