এবার ফিরাও মোরে

এবার ফিরাও মোরে MCQ ( বিকল্প চয়ন প্রশ্নাবলী :- ) 




১. কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত ? 
সোনার তরী
নৈবেদ্য
চিত্রা
গীতাঞ্জলি

২. কবিতাটি কবি কোথায় রচনা করেন ?
শান্তিনিকেতন
শিলাইদহ
রামপুর বোয়ালিয়া
সুরুল গ্রাম

৩. কবিতাটির রচনাকাল - 
২৩ ফাল্গুন ১২৯৮
২৩ ফাল্গুন ১৩০০
৭মে ১৮৬১
২২ শ্রাবন ১৯৪১

৪. '' এবার ফিরাও মোরে '' - এখানে '' মোরে '' বলতে কাকে বোঝানো হয়েছে ?
কবি নিজেকে
সাধারণ খেটে খাওয়া মানুষকে
ধনী অত্যাচারী মানুষদের
পাঠকদের

৫. '' এবার ফিরাও মোরে '' - কোথা থেকে কোথায় ফিরে আসার কথা বলেছেন ?
শিলাইদহ থেকে কলকাতায়
বোলপুর থেকে শান্তিনিকেতনে
বিশ্বভারতী থেকে শান্তিনিকেতনে
কল্পনা ও সৌন্দর্যের মনোভূমি থেকে বাস্তব জগতে   

 ৬.  ম্লানমুখে লেখা শুধু ___________________ বেদনার করুন কাহিনী। 
তোমার আমার
মানুষের
শত শতাব্দীর
সাধারণের

৭. '' এইসব মূঢ় ম্লান মুখে দিতে হবে _________________
প্রতিবাদ
প্রতিবাদের ভাষা
আশা
ভাষা

৮. '' নিয়ে এসো স্বর্গ হতে  __________________ ছবি। ''
আশার
বিশ্বাসের
ভালোবাসার
অমৃতের

৯. স্বার্থমগ্ন যেজন বিমুখ ______________________ হতে , সে কখনো শেখেনি বাঁচিতে। 
ক্ষুদ্র জগৎ
বৃহৎ জগৎ
মানব জগৎ
সংসারতীর

১০. বড়ো দুঃখ , বড়ো ব্যাথা _______________________
সন্মুখেতে বড়ো অন্ধকার
সন্মুখতে কষ্টের সংসার
সহিতে হবে সব মান - অপমান
বড়োই দারিদ্র , শুন্য



১১. '' সারাদিন বাজাইলি বাঁশি '' - এখানে কবি বাঁশি বলতে কোন বাঁশিকে বুঝিয়েছেন ?
বাঁশের বাঁশি
কাব্য - কবিতা চর্চার ক্ষেত্রে কল্পনা ও অলীক জগতের কথা
ছোটবেলা হাতে পাওয়া খেলনা বাঁশি
বিভিন্ন রাগ রাগিণীর সৃষ্টি

১২. পলাতক বালকের সাথে কার তুলনা করা হয়েছে ?
স্বয়ং কবির
সাধারণ মানুষের
প্রতিটি মানুষের সৃজনশীলতাকে
অত্যাচারে জর্জরিত মানুষের

১৩. অন্ন চাই , _________________ চাই , আলো চাই , চাই মুক্ত বায়ু। ''
ভাত
জীবন
প্রাণ
জীবন ধারণের উপাদান

১৪. এবার ফিরাও মোরে , লয়ে যাও _________________ তীরে। 
সমুদ্রের তীরে
মহামানবের
সংসার
বিশ্ব সাগর তীরে

১৫. রবীন্দ্রনাথ তাঁর কোন বন্ধুর বাড়িতে বসে কবিতাটি রচনা করেন ?
লোকেন পালিত
চারু বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ দত্ত
যতীন্দ্রনাথ সেনগুপ্ত 

১৬. স্ফীতকায় অপমান ______________ বক্ষ হতে রক্ত সুষি করিতেছে পান লক্ষ মুখ দিয়া। 
দরিদ্রের
অসহায়ের
অক্ষমের
হতভাগ্যের

১৭. '' বেদনারে করিতেছে পরিহাস '' - কে বেদনাকে পরিহাস করছে ?
গর্বান্ধ নিষ্ঠূর অত্যাচারী
কবির নিজস্ব মনন
দরিদ্রের ভগবান
স্বার্থোদ্ধত অবিচার

১৮. '' লুকাইছে ছদ্মবেশে '' - কে ছদ্মবেশে লুকিয়েছে ?
সংকুচিত ভীত ক্রীতদাস
দরিদ্রের ভগবান
কবির কল্পনার বাঁশি
শ্রান্ত , শুস্ক , ভগ্ন মানুষ

১৯. কবি তবে উঠে এসো - যদি থাকে _______________
মান
প্রাণ
আপনার মান
সৃষ্টি

২০. '' ভুলায়ো না মোহিনী মায়ায় '' - কবি কাকে অনুরোধ করেছেন তাঁকে মোহিনী মায়ায় না ভুলানোর জন্য ?
বাংলাকে
প্রকৃতিকে
ব্যক্তিগত সম্পর্ককে
রঙ্গময়ীকে     

 এই ওয়েবসাইটের সমস্ত প্রশ্নোত্তরের তালিকা / সূচীপত্রের জন্য এখানে CLICK করো।


২১. ____________________ হতে জেগে ওঠে অন্তরের গভীর পিপাসা। 
কলম
সুপ্তি
প্রকৃতি
রঙ্গময়ী

২২. নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে করিয়া ____________
শুকতারা
সন্ধ্যাতারা
নীহারিকা
ধ্রুবতারা

২৩. কবে কবির মৃত্যু ঘটে ?
২২ শে জুলাই
২২ শে শ্রাবন
২৫ শে শ্রাবন
২৫ শে জুলাই

২৪. চিত্রা কাব্যের প্রকাশকাল - 
১৮৯৬
১৮৯৮
১৯৯৬
১৮৯৫

২৫. কবিতাটির শেষ পঙ্তি - 
তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেমতৃষ্ণা
ধৌত করি দিব আজন্মের রুদ্ধ অশ্রুজলে
গম্ভীর মঙ্গলধ্বনি শোনা যায় সমুদ্র সমীরে
একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি 


 সমস্ত প্রশ্নের উত্তর পেতে বা অনলাইনে পরীক্ষা দিতে নিচের LINK এ CLICK করো।

 Online exam link --- এবার ফিরাও মোরে।

Share
Tweet
Pin
Share