Gour Banga University 6th Semester History DSE 2 suggestion.

by - May 03, 2023

Gour Banga University 6th Semester History DSE 2 suggestion.

GBU History DSE 2 ; 6th Semester Suggestion 

History of India from 1760 AD - 1857 AD ( Society and culture ) 



এখানে Gour Banga University 6th Semester History DSE 2 suggestion প্রকাশিত হল। মনে রাখবে ষষ্ঠ সেমেস্টারে ইতিহাস থাকলেই যে তোমাদের এই সিলেবাসটি থাকবে এমন কিন্তু নয়। কারো DSE 1 , কারো DSE 2 , কারো GE 2 থাকতে পারে। DSE 1 ও  2 তে আবার দুটি করে সিলেবাস রয়েছে। তাই সবার আগে সিলেবাসটি সঠিকভাবে মিলিয়ে নেবে ; তারপর পড়াশোনা করবে। এখানে শুধুমাত্র DSE 2 এর সাজেশন প্রকাশিত হয়েছে।    

Gour Banga University 6th Semester History DSE 2 suggestion.

History of India from 1760 AD - 1857 AD ( Society and culture )


১. আধুনিক ভারতের জনক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর। 

২. সমাজ সংস্কারক হিসাবে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর। 

৩. ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতে অবশিল্পায়নের কারণগুলি আলোচনা কর। অবশিল্পায়নের ফলাফল সম্পর্কে লেখ। 

৪. ১৭৫৭ - ১৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় ব্রিটিশ শক্তির উত্থান সম্পর্কে আলোচনা কর। 

৫. বাংলায় মিরকাশিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংঘর্ষের প্রেক্ষাপট আলোচনা কর। 
অথবা , বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর। 

৬. উনিশ শতকে ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে আলোচনা কর। 

৭. ইঙ্গ - মহীশূর সম্পর্ক আলোচনা কর। 
অথবা , হায়দার আলি ও টিপু সুলতানের সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক আলোচনা কর। 

৮. রঞ্জিত সিংহের মৃত্যু পর্যন্ত ইঙ্গ - শিখ সম্পর্ক আলোচনা কর। 
অথবা , রঞ্জিত সিংহের সাথে ইংরেজদের সম্পর্ক আলোচনা কর। 

৯. কে , কবে , কোথায় রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন ? এর শর্তগুলি কী কী ছিল ? রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলনের ফলাফল আলোচনা কর। 

১০. কে , কবে , কোথায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ? এর শর্তগুলি কী কী ছিল ? চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলনের ফলাফল আলোচনা কর।    


১১. মহাবিদ্রোহের পূর্ববর্তী কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির পরিচয় দাও। 

১২. নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে লেখ। এই আন্দোলন কেন ব্যর্থ হয় ? 

To be continued ..........................












  

You May Also Like

0 comments